ঢাকা-১৭ আসনে জাপার মনোনয়ন পেলেন মেজর (অব.) সিকদার আনিছুর রহমান। বুধবার (১৪ জুন) দুপুরে দলের বনানী চেয়ারম্যান কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন জাপা চেয়ারম্যান জি এম কাদের। একই আসনে বিরোধীদলের নেতা ও জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ আরেকজনকে মনোনয়ন দিয়েছেন।
এ দিকে আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আলী আরাফাত (মোহাম্মদ এ আরাফাত)। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য।
চিত্রনায়ক ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনটি শূন্য হয়। গত ১৫ মে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মন্তব্য করুন