কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

মাইক্রোস্কোপ দিয়েও আ.লীগকে খুঁজে পাওয়া যাচ্ছে না : প্রিন্স

বক্তব্য রাখছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, হাজার হাজার ছাত্র-জনতাকে নির্মমভাবে হত্যা করে কবরে পাঠিয়ে আওয়ামী লীগ নিজেরাই কবরে ঢুকে গেছে। মাইক্রোস্কোপ দিয়েও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের অপরাজনীতির কবর রচিত হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ কর্মি ভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, তারা (আ.লীগ) দেশ-বিদেশে ঘাপটি মেরে লুকিয়ে থেকে বাংলাদেশ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার করছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও হাসিনা সরকারের ফরমায়েশি সাজা বাতিল না হওয়ায় জনগণ ক্ষুব্ধ ও মর্মাহত উল্লেখ করে সৈয়দ এমরান সালেহ প্রিন্স অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে ওইসব মামলা-সাজাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিরুদ্ধে হাসিনা সরকারের সব মামলা প্রত্যাহারের দাবি করেছেন।

তিনি আরও বলেন, তারেক রহমান বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ, অতীতে কোনো ষড়যন্ত্র তাকে রাজনীতি থেকে মাইনাস করতে পারেনি। তারেক রহমানকে রাজনীতি থেকে মাইনাস করতে গিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের শুধু পতনই ঘটেনি, রাজনীতি ও দেশ থেকেও মাইনাস হয়ে গেছে। অন্যায় ও অবৈধভাবে বেগম খালেদা জিয়াকে শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত বাড়ি ছাড়া করে শেখ হাসিনা নিজেই এখন দেশছাড়া এবং প্রভুর দেশে আশ্রিতা।

কর্মী সমাবেশে এমরান সালেহ প্রিন্স নেতাকর্মীদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, বিএনপির বিরুদ্ধে সুকৌশলে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি কচুরিপানার মতো ভেসে আসেনি। বিএনপির শিকড় মাটির অনেক গভীরে, জনগণের হৃদয়ের মণিকোঠায় বিএনপির অবস্থান। ইচ্ছে করলেই ফুঁ দিয়ে বিএনপিকে উড়িয়ে দেওয়া যাবে না।

নেতাকর্মীদের প্রতি দ্রুত নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনে আবারও রাজপথে থাকার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তারেক রহমানের ৩১ দফার আলোকে নতুন বাংলাদেশ গড়ে হাজার হাজার ছাত্র-জনতার রক্তের ঋণ পরিশোধ করা হবে।

তিনি বলেন, জনগণের রায়ে ময়মনসিংহ-১ আসনে বিএনপি বিজয়ী হলে এবং বিএনপি সরকার গঠন করলে পল্লি রেশন, বিনামূল্যে চিকিৎসা-ঔষধ, বেকার ভাতা, কর্মসংস্থান এবং ধোবাউড়ায় পৌরসভা, কলকারখানা স্থাপন, ঘোষগাঁও সীমান্তে স্থল বন্দর, সীমান্ত হাট, ভেঙে যাওয়া রাস্তা পুনর্নির্মাণ, গ্রামীণ রাস্তা পাকাকরণ, মাসজিদ, মাদ্রাসা, গির্জা, মন্দির উন্নয়ন, গারো-হাজং জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন, হালুয়াঘাট ও ধোবাউড়ার আদিবাসীদের ঐতিহ্য, সংস্কৃতি এবং মুক্তিযোদ্ধা ও জুলাই অভ্যুত্থানের শহীদদের পরিচিতি, গৌরবোজ্জ্বল যুদ্ধ ও সংগ্রামের ইতিহাস তুলে ধরে পৃথক জাদুঘর ও বই প্রকাশ করা হবে।

ঘোষগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাজাহানের সভাপতিত্বে ঘোষগাঁও বাজারে অনুষ্ঠিত কর্মিসভায় অন্যদের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ মফিজ উদ্দিন, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মতিন, ইউনিয়ন যুবদল নেতা আজহারুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার আকন্দ শাওন বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অষ্টম শ্রেণি পাসেই নিজ এলাকায় কাজের সুযোগ দিচ্ছে আবুল খায়ের গ্রুপ

হঠাৎ ঝড়ে লন্ডভন্ড শতাধিক ঘরবাড়ি

গাজায় কখন যুদ্ধ শেষ হবে, ট্রাম্প কী বলছেন

‘কোথায় বা কখন আটকানো হতে পারে, তা বলা কঠিন’

শ্বশুরবাড়িতে যুবককে গলা কেটে হত্যাচেষ্টা, ভুক্তভোগীর মামলা

বেনামাজি ব্যক্তিকে সাক্ষী রাখলে বিয়ে বৈধ হবে কি?

বুলবুলের চিঠি বৈধ, বিসিবির নির্বাচন হতে বাধা নেই

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ‘বিশেষ অস্ত্র’ মোতায়েন উত্তর কোরিয়ার

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র নস্যাৎ করেছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা

কনমেবল ইভল্যুশন লিগ / অতিরিক্ত সময়ে নাটকীয় গোল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে ব্রাজিল

১০

শিগগির দল হিসেবে আ.লীগের বিচারের বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে

১১

তিন নদীতে বাড়তে পারে পানি, চার জেলায় বন্যার পূর্বাভাস

১২

দুদকের মামলায় খালাস পেলেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র

১৩

ধানক্ষেতের আইলে মরদেহ, পাশে পড়ে ছিল কলার ব্যাগ

১৪

অর্থ পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধ কর্মশালার সনদ প্রদান

১৫

‘ভারত আমার মাতৃভূমি’, হঠাৎ কেন এই কথা বললেন পাক ক্রিকেটার

১৬

হঠাৎ ঝড়ে লন্ডভন্ড সব

১৭

একটানা অনেক দিন চিয়া সিড খেলে শরীরে ৫ সমস্যা দেখা দিতে পারে

১৮

কোরআন অবমাননার অভিযোগে গ্রেপ্তার শিক্ষার্থী আদালতে

১৯

দার্জিলিংয়ে নিহত ১৪, সব পর্যটন স্পট বন্ধ

২০
X