কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ১১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

গ্রুপিং ও শৃঙ্খলা ভঙ্গ করলেই কঠোর ব্যবস্থা : যুবদল সভাপতি 

রাজশাহীতে মহানগর যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা। ছবি : কালবেলা
রাজশাহীতে মহানগর যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী যুবদলে গ্রুপিং সৃষ্টিকারী এবং শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

সোমবার (২০ জানুয়ারি) রাজশাহীতে মহানগর যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি।

যুবদল সভাপতি বলেন, দেশকে যখন গণতন্ত্রহীন করা হয়েছে, জনগণ থেকে বাকস্বাধীনতা কেড়ে নিয়ে একনায়কতন্ত্র-ফ্যাসিজম কায়েম করা হয়েছে- তখন দেশ ও জাতিকে উদ্ধার করতে জিয়া পরিবার সবসময়ই নেতৃত্ব দিয়ে এসেছে। এ জন্য জিয়া পরিবারকে সীমাহীন ত্যাগ স্বীকার করতে হয়েছে। বিগত সময়ে তারেক রহমানের মেরুদণ্ডের স্পাইনাল কডের ক্ষতি করে তাকে পঙ্গু করার ষড়যন্ত্র করা হয়েছিল। সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেয়া হয়েছিল।

তিনি বলেন, সারা দেশে বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠন যে শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আজ এতটা শক্তিশালী অবস্থানে রয়েছে, তার শুরু দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরেই। তার অবর্তমানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আজ সারাদেশে দলের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত।

মোনায়েম মুন্না বলেন, দীর্ঘ দেড়যুগ ফ্যাসিস্ট মাফিয়া সরকারের হামলা-মামলা, জুলুম-নির্যাতন সহ্য করেছে বিএনপির নেতাকর্মীরা। শত নির্যাতন করেও কোনো নেতাকর্মীর মনোবল কেউ ভাঙতে পারেনি। কারণ মানুষ অন্তর দিয়ে ভালোবাসে শহীদ জিয়াকে, ভালোবাসে বেগম খালেদা জিয়া এবং তাদের সুযোগ্য উত্তরাধিকার তারেক রহমানকে। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন ও দেশ গঠনে এই পরিবারের অবদান অপরিসীম।

তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বাধীন বাংলাদেশে স্বস্তির নিশ্বাস ফেলছে মানুষ। গত ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পতনের পর ভারতে পালিয়ে গেলেও বাংলাদেশ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে এখনো ব্যাপক অপপ্রচার চালানো হচ্ছে। সে কারণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সাবধানে রাজনীতি করতে হবে।

তারেক রহমানের বার্তা তুলে ধরে যুবদল সভাপতি মোনায়েম মুন্না বলেন, মানুষের যে আশা-প্রত্যাশা, তা পূরণে আমাদের কাজ করতে হবে। ভালো কাজের মাধ্যমে তাদের মন জয় করতে হবে। রাজনীতির অপর নাম হচ্ছে ত্যাগ, মানুষের সেবা করা। আমরা মানুষের যত সেবা করবো, ততই মানুষ আমাদের ভালোবাসবে। এটাই বিএনপির রাজনীতি। এটাই দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনীতি।

রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে এবং মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনির যৌথ সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- সাবেক কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম মিলন এবং পাঠাগার বিষয়ক সম্পাদক মাইনুদ্দিন খোকন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামলার তদন্তে ঘুষ দাবি, সেই এসআইকে বদলি

রোজার ঈদের পর দেশে ফিরতে পারেন খালেদা জিয়া

ইরানে বড়সর হামলা করবে ইসরায়েল, সমর্থন দেবেন ট্রাম্প!

বিদেশিদের সুখবর দিল সরকার

মামলা করলেন কন্টেন্ট ক্রিয়েটর কাফি

সাফায় মুগ্ধ দর্শক

৮৪৮ নেতা-কর্মী নিহতের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ বিএনপির 

মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার

ঋতুরাজ বসন্তকে বরণ করতে প্রস্তুত শিমুল বাগান

পিকনিকে আসা শিক্ষার্থীদের সঙ্গে পার্ক কর্মচারীদের সংঘর্ষ, আহত ৩০

১০

গোলাপগঞ্জে সাইনবোর্ডে ভেসে উঠল ‘চাচা হাসু আপা কোথায়?’

১১

এক যুগেরও বেশি সময় পর নির্বাচন কমিশনে জামায়াত 

১২

প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐকমত্য কমিশন গঠন

১৩

মাঘের শেষে ফের দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

১৪

পাকিস্তানে রিসেপ তাইয়েপ এরদোয়ান

১৫

দলীয় নেতা হত্যায় ওয়ার্ড যুবদল সভাপতি গ্রেপ্তার

১৬

বিক্ষোভ দমনে যেসব পরিকল্পনা করেছিলেন শেখ হাসিনা

১৭

শবেবরাতে করণীয় ও বর্জনসমূহ

১৮

টাঙ্গুয়ার হাওরে জীববৈচিত্র্য সংরক্ষণে বনায়ন কার্যক্রম চালু

১৯

আ.লীগপন্থি অধ্যাপককে প্রো-ভিসি নিয়োগের চেষ্টা, শিক্ষার্থীদের বিক্ষোভ

২০
X