বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী শনিবার (১৯ আগস্ট) ঢাকার নয়াপল্টন থেকে মগবাজার পর্যন্ত পদযাত্রা কর্মসূচি করবে বিএনপি।
পদযাত্রা সফল করার লক্ষ্যে বাসের ভেতরে যাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট। জোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়াসহ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতারা আজ বৃহস্পবিার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত প্রেস ক্লাব, সচিবালয়ের পাশে, সেগুনবাগিচা ও পল্টন এলাকায় লিফলেট বিতরণ করেন।
এসময় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতা মাওলানা দেলোয়ার হোসেন, মো. জাকির হোসেন, অধ্যক্ষ সেলিম মিয়া, মাওলানা ইনামুল হক মাজেদী, মৎস্যজীবী দলের নাদিম চৌধুরী, শিক্ষক নেতা এম এ তুহিন, হাওলাদার আবুল কালাম আজাদ, শাহনাজ পারভীন, কবির হোসেন, জগলু, মোয়াজ্জেম হোসেন মুরাদসহ শিক্ষক নেতারা।
মন্তব্য করুন