কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ১০:৫৪ এএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতা কিবরিয়া হত্যাকাণ্ড নিয়ে শফিকুল আলমের স্ট্যাটাস

আ.লীগ নেতা শাহ কিবরিয়া ও প্রধান ‍উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত
আ.লীগ নেতা শাহ কিবরিয়া ও প্রধান ‍উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত

সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়ার হত্যাকাণ্ড নিয়ে বরাবরই আওয়ামী লীগের দিকে অভিযোগ করে আসছেন তার ছেলে রেজা কিবরিয়া। দুই দশক ধরে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা এবং ঘনিষ্ঠ ব্যক্তিরা এ হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি করে আসছেন তিনি।

শাহ এএমএস কিবরিয়া ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জে দলীয় এক জনসভায় গ্রেনেড হামলায় গুরুতর আহত হন। পরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এই হত্যাকাণ্ড নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

স্ট্যাটাসে শফিকুল আলম বলেন, শাহ কিবরিয়া হত্যার সুষ্ঠু তদন্ত এবং ন্যায্যবিচারের দাবিতে রেজা কিবরিয়ার মা ও তার পরিবার একাধিকবার বিক্ষোভ করেছেন। এমনকি রেজা ও তার প্রয়াত মা আসমা কিবরিয়ার ক্রমাগত আপত্তির কারণেই শেখ হাসিনা তিনবার হত্যা মামলাটির অভিযোগপত্রে (চার্জশিট) পরিবর্তন করেছিলেন।

তিনি বলেন, শাহ কিবরিয়া হত্যা মামলা ছিল হাসিনার স্বৈরশাসনের জন্য একটি অগ্নিপরীক্ষা। কেউ আশা করেনি যে হাসিনা বিরোধী দলের কর্মীদের জন্য ন্যায্যবিচার নিশ্চিত করবেন। আমরা জানি কীভাবে খালেদা জিয়া, তারেক রহমান বা বিরোধী দলের লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছিল এবং কারচুপি করা হয়েছিল। কিন্তু শাহ কিবরিয়া ১৯৯৬-২০০১ সালে হাসিনার অর্থমন্ত্রী এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারি ছিলেন। ১৯৯৮ সালে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা মোকাবিলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এ বন্যায় দেশের দুই-তৃতীয়াংশ এলাকা দুই মাস পানিতে তলিয়ে ছিল।

প্রেস সচিব বলেন, শেখ হাসিনার এটাই ছিল স্বাভাবিক আচরণ। তার কাছে তার পরিবার ছাড়া আর কিছুই গুরুত্বপূর্ণ ছিল না। তার প্রতিদিনের বক্তব্যগুলোতে তার মানসিক স্বাস্থ্যের অবনতির ইঙ্গিত মেলে। কখনো মনোযোগ দিয়ে তার বক্তব্য শুনলে দেখবেন, ১৫ বছর ধরে প্রায় প্রতিদিনের বক্তৃতায় বেশিরভাগ ক্ষেত্রে শুরুতেই পরিবারের হত্যাকাণ্ড নিয়ে কথা বলতেন।

শফিকুল আলম বলেন, নিঃসন্দেহে শেখ মুজিব এবং পরিবারের প্রায় সব সদস্যের হত্যাকাণ্ডটি ছিল একটি বিশাল ট্র্যাজেডি এবং ভয়াবহ হত্যাকাণ্ড। কিন্তু আপনি কি প্রতিদিন এটি নিয়ে কথা বলেন? আপনি কি প্রতিদিন স্বজন হারানোর বেদনা বা মা-হারিয়েছি, বাবাকে হারিয়েছি, শিশু রাসেলকেও ওরা ছাড়েনি এসব সম্পর্কে কথা বলবেন?

প্রেস সচিব উল্লেখ করেন, পৃথিবীর আর কোনো নেতাকে আমি তার মতো পারিবারিক ট্র্যাজেডি নিয়ে কথা বলতে শুনিনি। আপনি কি কখনো সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধীকে রাজীব বা ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড এবং সেই ঘটনাগুলো তাদের জীবনে কীভাবে প্রভাব ফেলেছিল সে সম্পর্কে কথা বলতে শুনেছেন? অথবা শ্রীলঙ্কার কোনো নেতা বা প্রয়াত রাজা বীরেন্দ্রের পরিবার, যার পরিবারকে তার ছেলে নির্মমভাবে হত্যা করেছিল, তার কথা বলতে শুনেছেন?

তিনি উল্লেখ করেন, সত্যি বলতে ২০০৯-২০২৪ সালের ঘটনাগুলো যতই পড়ছি, ততই মনে হচ্ছে আমরা এমন একজনের হাতে ক্ষমতা হস্তান্তর করেছিলাম যিনি মানসিক সুস্থতার দিক থেকে শাসনকার্য পরিচালনার উপযুক্ত ছিলেন না।

তিনি আরও উল্লেখ করেন, একজন শীর্ষ কূটনীতিক আমাকে বলেছিলেন যে, তিনি (হাসিনা) ক্লাসিক পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি) রোগে আক্রান্ত। শাসনভার নেওয়ার আগে আমাদের রাজনৈতিক নেতাদের স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়া উচিত!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থেমে আছে পাতাল মেট্রোরেলের কাজ 

আল আকসা মসজিদ নিয়ে ভয়ংকর পরিকল্পনা

‘নির্বাচনে জনগণের কাছে যেতে হবে’

ইভ্যালির গ্রাহকদের প্রায় ১৩ কোটি টাকা ফেরত দিয়েছে নগদ

গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় ফেরিওয়ালাকে নির্যাতন 

দেবের সঙ্গে সানি লিওনের ভিডিও ফের ভাইরাল

ভারত ভ্রমণে দ্বিতীয় শীর্ষে বাংলাদেশ, প্রথম কোন দেশ

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক

সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

নতুন চুক্তিতে কেমন বেতন পাবেন পাকিস্তানের ক্রিকেটাররা?

১০

বড় ভাইয়ের কাঁধে চড়ে নদী পার হচ্ছিল নাজিম, অতঃপর...

১১

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ৩ ঘণ্টার বৈঠকে কী আলোচনা হল?

১২

যুক্তরাজ্য থেকে আসবে ৩ কার্গো এলএনজি

১৩

২৫ মিলিয়ন ডলারের চুরি করা গোলাপি হীরা উদ্ধার দুবাই পুলিশের

১৪

খোলামেলা পোশাকে বিতর্কে পাকিস্তানি অভিনেত্রী আইজা

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও বাড়াতে চায় বাংলাদেশ

১৬

দেশজুড়ে মোবাইল কোর্ট অভিযানে ১২২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

১৭

স্বামীর মৃত্যুদণ্ড জনসম্মুখে, স্ত্রীর দণ্ড হবে কারাগারে

১৮

এইচএসসি পাসে নিয়োগ দেবে সজীব গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা

১৯

টিসিএল পণ্য এখন বাজারজাত করছে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ

২০
X