কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০৮:১৯ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

দমনপীড়ন করে শেষ রক্ষা হবে না : গণতন্ত্র মঞ্চ

জাতীয় প্রেস ক্লাবের সামনে গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন গণতন্ত্র মঞ্চের নেতারা। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন গণতন্ত্র মঞ্চের নেতারা। ছবি : কালবেলা

গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, আওয়ামী লীগ সরকার বন্ধুহীন ও জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় টিকে থাকতে হামলা-মামলা, দমনপীড়নের পথ বেছে নিয়েছে। কিন্তু এভাবে সরকারের শেষ রক্ষা হবে না। তাদের বিদায় নিতেই হবে।

আজ শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তারা। সরকারের পদত্যাগের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে মঞ্চের উদ্যোগে এই কর্মসূচি হয়।

জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব বলেন, বৈদেশিক সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে কূটনৈতিক শিষ্টাচার, নিয়ম-নীতি লঙ্ঘন করে বক্তব্য দিচ্ছেন- তাতে বোঝা যায়, এই সরকারের মাথা খারাপ হয়ে গেছে। এই সরকারের রাজনৈতিক মৃত্যু ঘটেছে। আগামী মাসের মধ্যে এদের যেতে হবে।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের সব প্রতিষ্ঠানকে আজকে দলীয়করণ করা হয়েছে। এই সরকারকে ক্ষমতা থেকে নামানো ছাড়া দেশকে রক্ষা করা যাবে না।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, প্রধানমন্ত্রী বক্তৃতায় বলেছেন- তিনি জানেন না বিরোধী দল কেন তার পদত্যাগ চায়। গত ১৫ বছর ধরে দেশে একটা লুটপাট শ্রেণি তৈরি করে একটি মাফিয়া শাসন কায়েম করা হয়েছে। এই অবস্থা থেকে মুক্তি না পেলে দেশের ভবিষ্যৎ অকল্পনীয় দুর্দশার মধ্যে পতিত হতে পারে। কাজেই এই সরকারকে যতদ্রুত ক্ষমতা থেকে হটানো যাবে ততই মঙ্গল।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম বলেন, বিচার বিভাগকে পুলিশের থেকেও বেশি করে দলীয়করণ করা হয়েছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে শুধু সরকার পরিবর্তন নয়, সরকার পরিবর্তনের সাথে সাথে সংবিধান ও শাসনব্যবস্থা সংস্কার করতে হবে।

সভাপতির বক্তব্যে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, এই সরকার ক্ষমতায় থাকতে বিরোধী নেতাদের দমনপীড়নের পথ বেছে নিয়েছে। আবু ইউসুফ সেলিমকে যেভাবে ঐশ্বরিক মামলা দিয়ে কারাগারে আটক রাখা হয়েছে- এইভাবে সরকারের শেষ রক্ষা হবে না। তিনি অবিলম্বে সেলিমের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

শেখ বাবলু বলেন, সরকার ষড়যন্ত্র করে ক্ষমতায় থাকার প্রয়াস চালাচ্ছে। কিন্তু আওয়ামী লীগ এবার আর কোনো ছলচাতুরির নির্বাচন করতে পারবে না।

ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজুর সঞ্চালনায় সমাবেশে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেলসহ মঞ্চের অন্য নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি গণমিছিল পল্টন মোড় হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ, যেভাবে করবেন

কবে ঢাকায় আসছেন আতিফ আসলাম?

নাসার নজরুলের প্লটসহ ৪৪ কোটি টাকার সম্পদ জব্দ

১৬ মাসে দৌলতপুরে ২৩ খুন, মামলা ৭ শতাধিক 

মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে জামায়াত আমিরের কড়া বার্তা

কম্বল গোডাউনের আগুন আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

সালমান এফ রহমানের ৩৬ বিঘা জমি জব্দ

‘মেইড ইন ইন্ডিয়া’ লেখা পিস্তল উদ্ধার, পালিয়েছে মাসুদ

বাসি-পচা মাংস দিয়ে বিরিয়ানি, ২ লাখ টাকা জরিমানা

আট বছরেও হয়নি শিশু হাসপাতাল নির্মাণের অর্ধেক কাজ

১০

ভুল বালিশে শুয়েই খারাপ হচ্ছে আপনার ফুসফুস! জানুন কীভাবে

১১

টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম

১২

রাত থেকে যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে ভোটার নিবন্ধন শুরু

১৩

রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক

১৪

সীমান্তের কাঁটাতারের বেড়া কাটতে গিয়ে চোরাকারবারি ধরা

১৫

আলেমরাই পারেন মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখতে : ড. কাইয়ুম

১৬

মার্কিন সন্ত্রাসী তালিকায় আরও এক সংগঠন

১৭

এক নামের সবাইকে কি মাফ করে দেওয়া হবে? যা বলছেন বিশেষজ্ঞ

১৮

নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ অবৈধ : ডিসি কামরুল হাসান

১৯

সি-স্যুট সম্মাননা পেলেন নেসলে বাংলাদেশের পরিচালক এএসএম হাফিজুল

২০
X