শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

‘দোসরদের যারা পদায়ন-পদোন্নতি দিচ্ছে সে অপশক্তিকে চিহ্নিত করতে হবে’

ডা. একেএম আজিজুল হককে দেওয়া সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. রফিকুল ইসলাম। ছবি : কালবেলা
ডা. একেএম আজিজুল হককে দেওয়া সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. রফিকুল ইসলাম। ছবি : কালবেলা

মেডিকেলসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে পদায়নে কারা সহযোগিতা করছেন এ প্রশ্ন রেখে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, আমাদের সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিল এমন একটি দল আজকে নিজেদের সদস্য সংগ্রহের নামে, নিজেদের লোক পরিচয় দিয়ে পতিত স্বৈরশাসকের দোসরদের পদায়ন ও পদোন্নতির বিষয়ে সহযোগিতা করছে। এসব অপশক্তিকে ভবিষ্যতে চিহ্নিত করে রাখা হবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের চিকিৎসকদের কর্তৃক আয়োজিত বাংলাদেশ শিশু হাসপাতালের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হওয়ায় অধ্যাপক ডা. একেএম আজিজুল হককে দেওয়া সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. রফিক বক্তব্যের শুরুতেই ডা. একেএম আজিজুল হককে অভিনন্দন জানিয়ে গত ১৫ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে নিহত-গুমের স্বীকার হওয়া শহীদদের এবং জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ করে তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

ডা. রফিকুল ইসলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিত করা ও আহতদের অর্থ সাহায্য নিয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ (সাবেক বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ) হাসপাতালে পৌঁছে দেওয়ার কার্যক্রমে যেসব চিকিৎসক সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় তিনি এই মেডিকেলে ফ্যাসিস্ট সরকারের দোসরদের পদায়নের অভয়ারণ্য হিসেবে ব্যবহৃত হওয়ার কথা বলে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, ৫ আগস্টের পর হাসপাতালগুলোতে চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রাখার সুস্পষ্ট ঘোষণা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, আমরা কিন্তু সে অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে যাচ্ছি। এ সহযোগিতা কিন্তু কোনো দুর্বলতা নয়।

বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের নামে হাসপাতালগুলোতে স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টির ব্যাপারটা নজরে রাখার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়ে তিনি বলেন, বিগত সরকারের সময় যারা ঢাকায় বছরের পর বছর পদায়িত থেকে ফ্যাসিস্ট সরকারের দাসত্ব করেছে তাদের অনেকে পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকার বাইরে পদায়নের এক মাসের ভেতরে পুনরায় রাজধানীর বিভিন্ন মেডিকেল কলেজে পদায়ন নিয়ে ফেরত আসছেন।

মন্ত্রণালয় ও অধিদপ্তরের সর্বোচ্চ পদ থেকে শুরু করে যেসব কর্মকর্তা-কর্মচারী এসব ফ্যাসিস্টদের পুনর্বাসনে সহায়তা করছেন কিংবা জড়িত আছেন তাদের হুঁশিয়ারি জানিয়ে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানান বিএনপির এ নেতা।

একইসঙ্গে এমন কিছু পদায়ন বর্তমান স্বাস্থ্য উপদেষ্টার নজরে আসার পরে কিছুক্ষেত্রে এ আদেশ বাতিলের কথা উল্লেখ করে তিনি বলেন, এ পদায়নের রহস্য বের করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখনই সময়, অন্যথায় শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।

যারা বিগত ফ্যাসিস্ট আমলে বৈষম্যের স্বীকার হয়েছেন তাদের পদায়ন ও পদোন্নতির ব্যাপারে আগে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রেই তা হচ্ছে না বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

স্বাস্থ্য খাতে বিগত ফ্যাসিস্ট আমলে যে অরাজকতা ছিল তা দূর করে ‘সবার জন্য সুস্বাস্থ্য’ এ নীতির আলোকে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানোর প্রত্যয় রেখে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ডা. রফিকুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েট প্রাক্তন ছাত্রদল অ্যাসোসিয়েশন সভাপতি তুষার, সম্পাদক হাবীব

ভূমিকম্পে শিশু উন্নয়ন কেন্দ্রে ৪১ জন আহত

ক্যারিয়ার শেষে কত উইকেট চান জানালেন তাইজুল

 ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে রাজউকের তাৎক্ষণিক পরিদর্শন

মেসিকে ফিরিয়ে আনার ব্যাপারে যা বললেন ফ্লিক

গৌহাটি টেস্টের আগে ভারত শিবিরে দুঃসংবাদ

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এই প্রজন্মে অন্ধ আনুগত্য, ভাই পলিটিক্স চলবে না : শিবির সভাপতি

নাটকীয় জয়ের পরও নিজের ভুলে হতবাক আকবর

স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান : প্রধান উপদেষ্টা

১০

নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

১১

ভূমিকম্পে ছেলের পর এবার চিকিৎসাধীন বাবার মৃত্যু

১২

তারেক রহমানের জন্মদিনে ৫ হাজার মানুষকে উপহার দিলেন যুবদল নেতা

১৩

জামায়াতের নাড়িপোতা পাকিস্তানে : মাহমুদ হাসান 

১৪

ঐক্যবদ্ধভাবে পরস্পরের পাশে দাঁড়ানোর আহ্বান গণসংহতির

১৫

তারেক রহমান : ইতিহাসের অগ্নিপথ পেরিয়ে জাতির প্রত্যাশার শিখরে

১৬

ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে আগুন, গ্রেপ্তার ৪ 

১৭

শিক্ষা ক্যাডারে পদোন্নতি, সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ কর্মকর্তা

১৮

ডেজার আলোচনা সভা ও স্মরণিকা উন্মোচন

১৯

ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১০, আহত সাড়ে চারশর বেশি

২০
X