বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ১২:০৩ এএম
অনলাইন সংস্করণ

অন্তর্ভুক্তিতে বিশ্বাস করি, তবে কিছু সীমানা আছে : নাহিদ

নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মনে করেন, তার দল পরবর্তী সরকার গঠন করতে না পারলেও, তারা এমন একটি রাজনৈতিক শক্তির সূচনা করেছেন যা আগামী কয়েক দশক ধরে প্রভাবশালী থাকবে।

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। শুক্রবার (৭ মার্চ) এটি প্রকাশিত হয়েছে।

এনসিপির ১৫১ সদস্যের কমিটি ঘোষণার পরই কমিটিতে একজন সমকামী অধিকারকর্মীর অন্তর্ভুক্তি নিয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির ডানপন্থি নানা মহল থেকে ব্যাপক সমালোচনা শুরু হয়।

ফলে কমিটি ঘোষণার কয়েক দিন পরেই তাকে দলের কেন্দ্রীয় কমিটি থেকে বাদ দেওয়া হয়। অভ্যুত্থানের পর থেকে ইনক্লুসিভ রাজনীতির ঘোষণা দিয়ে কমিটি গঠনের পরই এমন অবস্থান নিয়ে দেশটির উদারপন্থি মহলের সমালোচনা রয়েছে। তবে এ নিয়ে এখন পর্যন্ত স্পষ্ট অবস্থান ব্যক্ত করেনি এনসিপি।

এ প্রসঙ্গে নাহিদ এএফপিকে বলেন, ‘আমরা অন্তর্ভুক্তিতে বিশ্বাস করি, কিন্তু ধর্মীয় ও সাংস্কৃতিক রীতিনীতি দ্বারা নির্ধারিত কিছু সীমানা আছে।’

বৈচিত্র্য বিবেচনায় তার দল এনসিপির এখনো প্রশংসনীয় রেকর্ড রয়েছে বলেও দাবি করেন সাবেক এই উপদেষ্টা।

সব নাগরিকের বিষয়ে তিনি বলেন, ‘আমরা নারীদের সামনে এনেছি এবং সব বর্ণ ও ধর্মের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করেছি। সব নাগরিক যাতে তাদের অধিকার উপভোগ করতে পারেন, তা নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করব।’

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরের মার্চের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনে দেশটির অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়ী হবে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। তবে আন্দোলনকারীদের নতুন দল বিএনপিকে রাজনৈতিক চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে।

নাহিদ মনে করেন, তার দল পরবর্তী সরকার গঠন করতে না পারলেও, তারা এমন একটি রাজনৈতিক শক্তির সূচনা করেছেন, যা আগামী কয়েক দশক ধরে প্রভাবশালী থাকবে।

এনসিপির আহ্বায়ক বলেন, ‘কেউ জানত না যে একটা বিদ্রোহ হবে, কিন্তু তা ঘটেছে। আমি আন্তরিকভাবে আশা করি এবং আমি বিশ্বাস করি যে আমরা এবার জিততে যাচ্ছি। কিন্তু এই নির্বাচন পৃথিবীর শেষ নয়...আমাদের লক্ষ্য হলো আরও ৫০, ১০০ বা তারও বেশি বছর ধরে এই শক্তি বজায় রাখা।

পরবর্তী জাতীয় নির্বাচন কখন অনুষ্ঠিত হবে, তা নিয়ে এনসিপি এবং বিএনপির মধ্যে মতানৈক্য রয়েছে। বিএনপি মনে করে জনসমর্থিত সরকারকে ক্ষমতায়িত করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন আয়োজন করা উচিত।

বিএনপির অনেক নেতাই অভিযোগ করেন যে এনসিপি নির্বাচন পিছিয়ে দিতে চায়। তবে এমন অভিযোগ উড়িয়ে দিয়ে নাহিদ বলেন, ‘আমাদের বিরুদ্ধে প্রায়ই নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্রের অভিযোগ করা হয়, কিন্তু এটা সত্য নয়।’

তবে তিনি মনে করেন, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পরও দেশে আইনশৃঙ্খলা বজায় রাখার সমস্যা থাকলে নির্বাচন আয়োজন করা ‘সম্ভব নয়'৷

সংসদ নির্বাচনের সঙ্গে একযোগে সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচনের প্রচারণাও চালাচ্ছে তার দল এনসিপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের নির্ভরতায় সশস্ত্র বাহিনী

সিরামিক এক্সপো ২০২৫ প্রারম্ভে - ডিবিএল সিরামিকস সৌজন্যে প্রীতি ফুটবল ম্যাচ

জেলে বসেই অনার্সে ফার্স্ট, ১২ বছর পর মাস্টার্সেও প্রথম স্থান—কে এই শিবির নেতা?

ভাতিজার লাথিতে প্রাণ গেল চাচার

বহিষ্কৃত ৭৪ নেতাকে ‍নিয়ে বিএনপির সিদ্ধান্ত

কর্মবিরতির ঘোষণা শিক্ষকদের / প্রাথমিকের বার্ষিক পরীক্ষা ঘিরে অনিশ্চয়তা

মা ও দুই শিশুর মরদেহ পৃথক স্থানে দাফন, মামলা হয়নি এখনো

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে : সেলিমা রহমান

বিশ্বকাপ ড্র ফরম্যাটে বড় পরিবর্তন আনল ফিফা

গোলাম রাব্বানীর ছাত্রত্ব ও এক পদ বাতিল করল ঢাবি

১০

সাভারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১১

দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না সার

১২

দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে অটোর ধাক্কা, স্কুলশিক্ষক নিহত

১৩

প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা 

১৪

ইসলামেই আসবে সত্যিকারের মুক্তি : চরমোনাই পীর

১৫

হাসিনার লকারে শুধু পাটের ব্যাগ, যৌথ লকারে সোনার নৌকা-গয়না

১৬

রাজশাহীতে আর কোনো পুকুর ভরাট হবে না : বিভাগীয় কমিশনার

১৭

বিপিএলে নোয়াখালীর প্রধান কোচ হচ্ছেন সুজন

১৮

ব্যালটে যেমন দেখা যাবে এনসিপির শাপলা কলি প্রতীক

১৯

বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন ২০২৫ উদযাপন

২০
X