কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ০৮:৩২ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের আগে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতির উত্তরণ ঘটতে হবে : নাহিদ 

এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনের আগে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতির উত্তরণ ঘটতে হবে। এককভাবে সরকারের পক্ষে এ কাজ সম্ভব নয়। তাই রাজনৈতিক দল ও সামাজিক শক্তিগুলোকেও ভূমিকা রাখতে হবে। নির্বাচনের জন্য সেনাবাহিনী, পুলিশ, আমলাতন্ত্র ও মিডিয়ার নিরপেক্ষতা প্রয়োজন। তাই প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে রাজনীতিক, ছাত্র-শ্রমিক, পেশাজীবী ও সুশীল সমাজের সম্মানে এনসিপির ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণপরিষদ নির্বাচন আমাদের মূল দাবি হলেও জাতীয় ঐক্যের বিবেচনায় সামনের নির্বাচনকে গণপরিষদ কাম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তাবনা আমরা করেছি। এ সব কিছু দ্রুত সময়ের মধ্যেই হওয়া সম্ভব বলে আমরা মনে করি।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান আজকের এ বাংলাদেশের প্রেক্ষাপট তৈরি করেছে যেখানে আমরা নির্দ্বিধায় এক হতে পারছি, কথা বলতে পারছি। মহান আল্লাহ তায়ালা এবং সেই হাজারো শহীদদের প্রতি হাজারো শুকরিয়া। রমজান মাস আমাদের আত্মশুদ্ধির, ধৈর্য এবং সহানুভূতির শিক্ষা দেয়। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির অনুশীলন আমাদের সমাজের মূল্যবোধ পরিবর্তনে সহায়ক হবে। তাই সমাজের বিভিন্ন অংশীজনের সঙ্গে আরও বেশি মিথস্ক্রিয়া ও সংলাপ প্রয়োজন। নানা অংশীজন নিয়ে আজকের এ ইফতার মাহফিল আমাদের সংলাপের একটা সুযোগও বটে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্রকামী ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধের ফসল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল, ছাত্রসংগঠন, নাগরিক সমাজ, আলেম, শ্রমিক ও সর্বোপরি সাধারণ জনতার অংশগ্রহণ ও সহায়তায় এ গণঅভ্যুত্থান ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা সরকারকে উৎখাতে সফল হয়। গণঅভ্যুত্থানে অগ্রনায়কের ভূমিকা পালন করেছিল সাধারণ ছাত্রছাত্রীরা। বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের অসীম সাহসী ভূমিকা গণঅভ্যুত্থানকে এক চূড়ান্ত রূপ দিতে সহায়তা করেছিল। এ গণঅভ্যুত্থানে কারও অবদানই কারও থেকে কম নয়।

জুলাই আমাদের নতুন বাংলাদেশের ঐক্য ও মিলনের জায়গা। মুক্তিযুদ্ধের সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদার আকাঙ্ক্ষা জুলাই গণঅভ্যুত্থানে আমাদের মধ্যে নতুন করে জাগ্রত হয়েছে।

বাংলাদেশবিরোধী শক্তিরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে উল্লেখ করে নাহিদ বলেন, আমাদের মধ্যে নানা বিষয়ে মতপার্থক্য হতে পারে, নীতিগতবিরোধ হতে পারে, তর্ক-বিতর্ক হতে পারে কিন্তু গণতান্ত্রিক সম্পর্ক, সংলাপ ও মিথস্ক্রিয়ায় যাতে কোনো ছেদ না পড়ে। জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে সম্পূর্ণরূপে বিলোপ সম্ভব নয়। আমরা যাতে ভুলে না যাই দেশের বিপদ এখনো কাটেনি। বাংলাদেশবিরোধী শক্তিরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। রাজনীতিবিদদের অনৈক্য সামরিক-বেসামরিক আমলাতন্ত্র, মাফিয়া লুটেরা ব্যবসায়িক শ্রেণি ও ষড়যন্ত্রকারী নানা বৈদেশিক শক্তিকে সুযোগ করে দেয়।

তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের শাসনকাঠামোর পরিবর্তন চায়। তাই আমাদের লক্ষ্য হচ্ছে নতুন একটি সংবিধানের মাধ্যমে নতুন একটি রিপাবলিকের যাত্রা শুরু করা। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করার স্বপ্ন গণঅভ্যুত্থানের মাধ্যমেই তৈরি হয়েছে। বিচারের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা করতে হবে। জুলাই সনদ কার্যকরের মাধ্যমে সংস্কারের রূপরেখা আমাদের সামনে স্পষ্ট হবে। সংবিধান সম্পর্কিত বিষয় ছাড়া বাকি সব সংস্কার অধ্যাদেশের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের অধীনেই করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, জনপরিসরে নারীর নিরাপত্তা ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে আইনগত ও সামাজিক উদ্যোগ নিতে হবে। দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধে সরকারকে আরও কঠোর হতে হবে। কিছু গোষ্ঠী বাংলাদেশ ও ইসলামকে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা করছে। সন্ত্রাস ও উগ্রবাদীদের বিরুদ্ধে কঠোর অবস্থান দেখাতে হবে। আমাদের ইসলামের সহিষ্ণু ও সহানুভূতিশীল মূল্যবোধের কথা বলতে হবে যা সাম্য, ইনসাফ ও সম্প্রীতির কথা বলে।

তিনি আরও বলেন, একটা দীর্ঘ সময় জঞ্জাল সাফের মাধ্যমেই বাংলাদেশকে পরিবর্তন ও জনগণের কল্যাণ সাধন সম্ভব। আমরা পুরোনো রাজনীতিতে ফেরত যেতে চাই না। আমরা রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন চাই। দলীয় লক্ষ্য, আদর্শের বাইরেও মুজিববাদ ও দুর্নীতির বিরুদ্ধে এবং গণতন্ত্র ও সম্প্রীতির পক্ষে আমরা জাতীয় ঐক্য নির্মাণ করতে চাই। সর্বোপরি, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে সবাই মিলে আমরা একটি বৈষম্যহীন গণতান্ত্রিক দায় ও দরদের বাংলাদেশ গড়বে সে প্রত্যাশা ব্যক্ত করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

বিশ্ব শিশু দিবস আজ 

এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে : সারজিস 

ঢাকার তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপজুড়ে লাখো মানুষের বিক্ষোভ

রাজধানীতে আজ কোথায় কী

ঘুম থেকে ওঠার পরই কি সারা শরীরে ব্যথা হয়, ভয়াবহ রোগের লক্ষণ নয় তো?

আকিজ গ্রুপে চাকরি, পাবেন গ্র্যাচুইটিও

ট্রাফিক জরিমানার নামে ভুয়া বার্তা পাঠিয়ে প্রতারণা, ডিএমপির সতর্কতা

আতঙ্কে নির্ঘুম রাত কাটালেন নদীপাড়ের মানুষ

১০

টিভিতে আজকের যত যত খেলা

১১

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১২

তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে, ডিমলার বন্যা রক্ষা বাঁধ ঝুঁকিতে

১৩

৬ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৪

তিস্তার পানির তোড়ে ভেঙে যেতে পারে ফ্লাইড বাইপাস সড়কটি

১৫

বজ্রপাতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

১৬

দুই বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ

১৭

বিএনপির প্রতিটি নেতাকর্মী জনগণের পাশে রয়েছে : নীরব

১৮

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

১৯

ছক্কার ঝড় তুলে ম্যাচসেরা সাইফের মুখে আত্মবিশ্বাসের কথা

২০
X