সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকা মহানগর হেফাজতের ইফতারে বক্তারা

শাপলা চত্বরের খুনিদের কোনো ক্ষমা নেই

ঢাকা মহানগর হেফাজতের ইফতার মাহফিল। ছবি : কালবেলা
ঢাকা মহানগর হেফাজতের ইফতার মাহফিল। ছবি : কালবেলা

হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা বলেছেন, শাপলা চত্বরের খুনিদের কোনো ক্ষমা নেই। শাহবাগে ইমরান এইচ সরকারসহ যারা ওই গণহত্যায় সমর্থন জুগিয়েছিল এবং আওয়ামী ফ্যাসিবাদ কায়েমের বৈধতা তৈরি করেছিল, তাদেরও বিচার করতে হবে এই ওলি-আউলিয়ার পুণ্যভূমিতে। আমরা ট্রাইব্যুনালে মামলা করেছি। অন্তর্বর্তী সরকারের কাছে আমরা শাপলার খুনিদের যথোপযুক্ত বিচারের জোর দাবি জানাচ্ছি।

বুধবার (১২ মার্চ) হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর বারিধারায় জামিয়া মাদানিয়া মিলনায়তনে মহানগর হেফাজতের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক। অন্যদের মধ্যে অংশ নেন অন্তর্বর্তী সরকারের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হুসাইন, হাসানাত আব্দুল্লাহ, এনডিএম’র চেয়ারম্যান ববি হাজ্জাজ, হেফাজতের নায়েবে আমির মাওলানা আরশাদ রহমানী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা হেলাল উদ্দীন, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা কাজী ইব্রাহীম, ড. মাওলানা ঈসা শাহেদী, হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা জালালুদ্দিন আহমাদ, মুফতি মুনির হুসাইন কাসেমী, মুফতি সাখাওয়াত হুসাইন রাজী, মুফতি বশিরুল্লাহ, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা নূর হুসাইন নূরানী, মাওলানা মুসা বিন ইজহার, মুফতি জাকির হুসাইন কাসেমী, মুফতী রেজাউল করিম আবরার, মাওলানা ফজলে বারি মাসুদ, মুফতি কিফায়াতুল্লাহ আজহারী, মুফতি জাবের কাসেমী, গাজী ইয়াকুব উসমানী, মুফতি কামাল উদ্দীন, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা রাশেদ বিন নূর প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ২০১৩ সালে হেফাজতে ইসলাম ইসলাম রাসূল সা-এর কটূক্তিকারী ব্লগারদের বিচার দাবিতে ঢাকায় শান্তিপূর্ণ লং মার্চের আয়োজন করেছিলো। আমরা প্রমাণ করেছিলাম যে, আমরা শান্তিপূর্ণ। কিন্তু হেফাজতের পরবর্তী ৫ মের কর্মসূচিতে তৎকালীন দিল্লির তাঁবেদার আওয়ামী ফ্যাসিস্ট সরকার তার পুলিশ ও সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে সহিংস পরিস্থিতি তৈরি করে। নির্বিচারে গুলি ছুড়ে নিরীহ তালেবুল আলেমদের প্রাণহানি ঘটায়। অবশেষে ৫ মে রাতে শাপলা চত্বরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাতের অন্ধকারে যৌথবাহিনী হেফাজতের লাখো জমায়েতের ওপর নির্মম ক্র্যাকডাউন চালায়।

তারা বলেন, সংবাদমাধ্যমের খবর বরাতে প্রায় দেড় লক্ষেরও বেশি গুলি ব্যবহার করা হয়েছিল ওই রাতের হত্যাযজ্ঞে। খুনি হাসিনা নিজেই এই গণহত্যার নির্দেশদাতা। হাসিনা এবং তার দোসরদের বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেছি। ইতোমধ্যে শেখ হাসিনা ও ইমরান এইচ সরকারসহ প্রাথমিকভাবে ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনালের বিচারপতিগণ।

মাওলানা মামুনুল হক বলেন, আমরা লক্ষ্য করছি, শাহবাগী নাস্তিক-মুরতাদরা আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তারা গণঅভ্যুত্থানের এই সরকারকে বেকায়দায় ফেলতে এবং দেশকে নতুন অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। পুলিশের ওপর হামলে পড়েছে। ইন্ডিয়াপন্থি শাহবাগী হায়েনাদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করতে সরকারকে আহ্বান জানাচ্ছি। ২০১৩ সালের মতো এবারও তারা এদেশে ইন্ডিয়ার স্বার্থ রক্ষা করতে নেমেছে।

অন্যদিকে, আল্লাহ ও রাসুল (সা.) এর নামে কটূক্তি ও অশ্লীল কথা বলে তৌহিদি জনতার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে যাচ্ছে প্রগতিশীল নামধারী, নাস্তিক-মুরতাদরা। এরা কাদের ইশারায় এসব করছে তা সরকারকে খতিয়ে দেখতে হবে। গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। নাহলে এদের অনাচার থামবে না। প্রগতিশীল ঘরানার ভাইবোনদের উদ্দেশে বলছি, তারা যতই আপনাদের গোত্রের হোক, আপনারা শত্রুদের প্রশ্রয় দেবেন না। আপনারাও নিন্দা জানান। আপনাদেরও দায় আছে। আপনারা চুপ থাকা মানে মৌন সমর্থন দিচ্ছেন বলে আমরা ধরে নেব। এটা হতে পারে না।

মাওলানা জুনাইদ আল হাবিব বলেন, আমরা নাস্তিক-মুরতাদদের সতর্ক করে বলতে চাই, আল্লাহ ও রাসুল সা.-কে গালি দিয়ে বাংলার মাটিতে থাকা যাবে না। তৌহিদি জনতা জেগে উঠলে তারা পালানোর জায়গা পাবে না। এদের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানদের হোয়াইটওয়াশ করে তৃপ্ত জাকের

আবারও ভারতের কাছে কুপোকাত পাকিস্তান

সাবেক যুবদল নেতার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার 

আজ কোজাগরী লক্ষ্মীপূজা

কাশিয়ানীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা

নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি : লায়ন ফারুক 

সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

আফগানদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

বৃষ্টিসহ আগামী ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

১০

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

১১

স্মার্ট কার্ডের সংকট কাটাতে আসছে ‘ব্ল্যাংক কার্ড’

১২

সেই বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি

১৩

দুর্গোৎসবে টাইমস স্কয়ারে ঢাকেশ্বরী মন্দিরের আবহ

১৪

‘নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯’ সংশোধন করে অধ্যাদেশ জারি

১৫

জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা সংশোধন

১৬

কর্মবিরতিতে ভেঙে পড়েছে টিকাদান কর্মসূচি

১৭

আ.লীগ নেতাকে ছিনতাই, ২২০ জনের বিরুদ্ধে মামলা

১৮

রাজশাহীতে মা-ছেলেসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নীতি-আদর্শের পরিবর্তন করতে পারলেই শান্তি আসবে : ফয়জুল করীম

২০
X