বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

মতাদর্শ ভিন্ন হতে পারে, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে : প্রিন্স

ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : সংগৃহীত
ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে নির্বাচিত শাসনের মাধ্যমে রাষ্ট্র সংস্কার এবং শান্তি ,স্বস্তি ও শৃঙ্খলা নিয়ে আসাই আমাদের সকলের একমাত্র লক্ষ্য হওয়া উচিত।

শুক্রবার (১৪) বিকেলে ময়মনসিংহের স্থানীয় এক রেঁস্তরায় হলুয়াঘাট ইয়ুথ ফোরাম আয়োজিত ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।

অনুষ্ঠানে তিনি বলেন, রাষ্ট্রে নাগরিকদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু জনগণ ও এলাকার উন্নয়নের প্রশ্নে সকলকে ইতিবাচক মনোভাব নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ হবে আধুনিক ,স্বনির্ভর ,শক্তিশালী ও গতিশীল।

তিনি বলেন, অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ । গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, গণতন্ত্র, মানবিক ও অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশকে উন্নয়নের শিকড়ে নিয়ে যাওয়া সম্ভব ।

তিনি বলেন, রাজনীতি যার যার রাষ্ট্র সবার- এই নীতির আলোকে আমরা সকলেই যদি কাজ করি তাহলে রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক হানাহানি ও বিভেদ দূর হবে। যার যার রাজনীতি সে করবে, জনগণ বিবেচনা করে সঠিক রাজনীতিকে বেছে নিবে। এটাই নতুন বাংলাদেশের লক্ষ্য হবে।

তিনি হালুয়াঘাটের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন হলুয়াঘাট হচ্ছে আলোর নিচে অন্ধকার।

অবহেলিত হালুয়াঘাট কে আলোকিত জনপদে এবং শান্তি ও সম্প্রীতির এলাকা হিসেবে গড়ে তুলতে হবে। ঐক্যবদ্ধভাবে সকলকে সামিল হতে হবে। শিক্ষার আলো হালুয়াঘাটের নিভৃত পল্লির ঘরে ঘরে জ্বালাতে হবে। এলাকার উন্নয়নে শিক্ষার সাথে সাথে মানবিক, ধর্মীয় মূল্যবোধ, সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্য লালন করে একটি আদর্শ এলাকা গড়ে তুলতে হবে।

হালুয়াঘাটের বেকার সমস্যায় হালুয়াঘাটের অবহেলিত হওয়ার মূল কারণ উল্লেখ করে এমরান সালেহ প্রিন্স বলেন, এতদিন হালুয়াঘাটে শিল্প কলকারখানা কেন গড়ে উঠে নাই এটাই বড় প্রশ্ন।

তিনি বলেন জনগণের সহযোগিতা ও সমর্থন পেলে তিনি হলুয়াঘাটে শিল্প কলকারখানা প্রতিষ্ঠার মাধ্যমে বেকার সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করবেন, এলাকার তরুণ সমাজকে এলাকা থেকেই কর্মসংস্থানের মধ্য দিয়ে হতাশা ও অবক্ষয় থেকে তুলে আনতে হবে।

তিনি বলেন কাজটি কঠিন, কিন্তু কঠিন বলে এই কাজটিকে দূরে সরিয়ে রাখা যাবে না। কাউকে না কাউকে এই কঠিন কাজটি শুরু করতে হবে জনগণের সহযোগিতা পেলে তিনি এই কাজটি শুরু করতে চান বলে উপস্থিত সকলকে অবহিত করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ময়মনমসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মির্জা মানজুরুল হক, অধ্যাপক মেহেবুবুর রহমান মুকুল, ডা. আমিনুল ইসলাম, আবু হাসনাত বদরুল কবীর, কাজী ফরিদ আহমেদ পলাশ, ডা. ফয়সাল শাহ্ ইমন, অধ্যক্ষ এখলাস উদ্দিন, মোকাররম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের নির্ভরতায় সশস্ত্র বাহিনী

সিরামিক এক্সপো ২০২৫ প্রারম্ভে - ডিবিএল সিরামিকস সৌজন্যে প্রীতি ফুটবল ম্যাচ

জেলে বসেই অনার্সে ফার্স্ট, ১২ বছর পর মাস্টার্সেও প্রথম স্থান—কে এই শিবির নেতা?

ভাতিজার লাথিতে প্রাণ গেল চাচার

বহিষ্কৃত ৭৪ নেতাকে ‍নিয়ে বিএনপির সিদ্ধান্ত

কর্মবিরতির ঘোষণা শিক্ষকদের / প্রাথমিকের বার্ষিক পরীক্ষা ঘিরে অনিশ্চয়তা

মা ও দুই শিশুর মরদেহ পৃথক স্থানে দাফন, মামলা হয়নি এখনো

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে : সেলিমা রহমান

বিশ্বকাপ ড্র ফরম্যাটে বড় পরিবর্তন আনল ফিফা

গোলাম রাব্বানীর ছাত্রত্ব ও এক পদ বাতিল করল ঢাবি

১০

সাভারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১১

দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না সার

১২

দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে অটোর ধাক্কা, স্কুলশিক্ষক নিহত

১৩

প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা 

১৪

ইসলামেই আসবে সত্যিকারের মুক্তি : চরমোনাই পীর

১৫

হাসিনার লকারে শুধু পাটের ব্যাগ, যৌথ লকারে সোনার নৌকা-গয়না

১৬

রাজশাহীতে আর কোনো পুকুর ভরাট হবে না : বিভাগীয় কমিশনার

১৭

বিপিএলে নোয়াখালীর প্রধান কোচ হচ্ছেন সুজন

১৮

ব্যালটে যেমন দেখা যাবে এনসিপির শাপলা কলি প্রতীক

১৯

বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন ২০২৫ উদযাপন

২০
X