কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের প্রভাবমুক্ত শক্তিশালী ইসি চায় ইসলামিক ফ্রন্ট

পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনে করে, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্থায়ী কোনো সমাধান নয়। আগামী জাতীয় নির্বাচন নিয়ে সৃষ্ট রাজনৈতিক সংকট নিরসনে সরকারের প্রভাবমুক্ত স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন (ইসি) এবং তাদের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় দলটি।

গতকাল বুধবার (২৩ আগস্ট) রাজধানীর পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের পক্ষ থেকে এমন মনোভাব তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন এবং সন্ত্রাস-জঙ্গিবাদমুক্ত সমাজ প্রতিষ্ঠার দাবিতে আগামী শনিবার সকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেইটে জনসভা করবে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। এতে দলের চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইরসহ পীর-মাশায়েখ, খ্যাতিমান ইসলামিক স্কলার ও পেশাজীবী নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জনসভা প্রস্তুতি কমিটির সচিব স ম হামেদ হোসাইন বলেন, গণতান্ত্রিক সংস্কৃতির মূল চালিকাশক্তি হচ্ছে নির্বাচন। যেজন্য প্রয়োজন একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ। তবেই জনমতের প্রতিফলন তথা ভোটাধিকার প্রয়োগে কোনোরূপ বিঘ্নতার সৃষ্টি হয় না। উপরন্তু এক্ষেত্রে সকল রাজনৈতিক দলের পারস্পরিক সহায়তাও আবশ্যক। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, দেশের বৃহত্তম দুটি দলের রশি টানাটানি রাজনৈতিক অঙ্গনে ক্রমাগত উত্তাপ বৃদ্ধি করছে। নির্বাচনকে কেন্দ্র করে উভয় পক্ষের রাজপথ দখলের অসম প্রতিযোগিতা এবং পাল্টাপাল্টি অবস্থান রাজনৈতিক অঙ্গনকে ক্রমশ সংঘাতময় করে তুলছে। নির্বাচনকেন্দ্রিক দু’দলের অবাঞ্ছিত জেদাজেদি এবং ক্ষমতায় যাওয়ার উগ্র বাসনা ক্রমাগত নির্বাচনের পরিবেশকে আরও অধিকতর অস্থিতিশীল করে তুলতে পারে বলে শঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে সকল রাজনৈতিক দলের পারস্পরিক ঐকমত্য খুবই জরুরি।

তিনি দাবি করে বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণের মাধ্যমেই বর্তমানে রাজনৈতিক অঙ্গনে নির্বাচন নিয়ে সৃষ্ট সর্বপ্রকার সমস্যার অবসান হতে পারে বলে মনে করে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।

এ সময় জনসভা প্রস্তুতি কমিটির আহ্বায়ক পীরে তরিকত আল্লামা মোশাররফ হোসেন হেলালী, দলের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, যুগ্ম মহাসচিব পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সচিব মোহাম্মদ তরিকুল হাসান লিংকন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, অ্যাডভোকেট জসিম উদ্দিন মাহমুদ, আবু নোমান ভূঁইয়া, মাওলানা জিয়াউল হক রেজভী, দেলোয়ার হোসেন ফয়সাল, আবু সাঈদ শাফিন, মোহাম্মদ তারেক হোসাইন, মোহাম্মদ সাঈদ হোসেন, মোহাম্মদ কবির হোসেন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের হাঁপানি সম্পর্কে যা যা জানা জরুরি

‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’ নামে ডাকসু নির্বাচনে বামপন্থিদের প্যানেল ঘোষণা

‘সাধারণ ছুটি’ না হয়েও আজ ছুটি যেসব প্রতিষ্ঠান

পুতিনের মলমূত্রও বিদেশ থেকে রাশিয়ায় বয়ে নিয়ে যাওয়া হয় কেন?

মালদ্বীপে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা সিদ্দিক

ফিরছেন দীপিকা 

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

নিজেই বাড়াচ্ছেন স্ট্রোকের ঝুঁকি, জানুন কীভাবে

ধর্ষণের অভিযোগের পর চাপের মুখে বিয়ে

১০

নেতানিয়াহু ও নিজেকে ‘যুদ্ধের নায়ক’ বললেন ট্রাম্প

১১

সেই তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল

১২

রোহিঙ্গা ক্যাম্প থেকে চাকরিচ্যুত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ

১৩

মাছ চাষের নামে বাঁধ, পানির তলে শত বিঘা আমন ধান

১৪

ঘরে বসেই ঘন ও স্বাস্থ্যবান চুল পেতে মেনে চলুন এই ৭ টিপস

১৫

সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে : প্রধান উপদেষ্টা 

১৬

বিশ্বের সবচেয়ে বয়স্ক মুরগি

১৭

জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মীকে হত্যা, আ.লীগ নেতা মানিক গ্রেপ্তার

১৮

নতুন মামলায় গ্রেপ্তার পলক-আতিক, রিমান্ডে কিরণ

১৯

কক্সবাজারে মাহিন গ্রুপের ২ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

২০
X