কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী সরকারের বিরুদ্ধে গণতন্ত্রকামী সকল মানুষ আজ এক কাতারে : এবি পার্টি

শুক্রবার রাজধানীর বিজয় নগরস্থ শ্রম ভবন চত্ত্বরে এবি পার্টি আয়োজিত ১ দফা দাবিতে প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ। ছবি : কালবেলা
শুক্রবার রাজধানীর বিজয় নগরস্থ শ্রম ভবন চত্ত্বরে এবি পার্টি আয়োজিত ১ দফা দাবিতে প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ। ছবি : কালবেলা

জনদাবি উপেক্ষা করে অবৈধ সরকার নিজেই নিজের অপমানজনক পতন ডেকে আনছে মন্তব্য করে অবিলম্বে পদত্যাগ ও অন্তবর্তীকালীন নিরপেক্ষ সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর অথবা বিকল্প হিসেবে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি ‘এবি পার্টি’।

আজ শুক্রবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় রাজধানীর বিজয় নগরস্থ শ্রম ভবন চত্ত্বরে এবি পার্টি আয়োজিত ১ দফা দাবিতে প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ চলাকালে এ দাবি করেন দলের নেতৃবৃন্দ।

অবৈধ সরকারের পদত্যাগের ১ দফা দাবি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং রাষ্ট্র মেরামত ও সংস্কারের ২ দফা গণ-আন্দোলনের সমর্থনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন দলের যুগ্ম-সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমূল হক। দলের সিনিয়র সহকারী সদস্য-সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন দলের সদস্য-সচিব মজিবুর রহমান মন্জু। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন, যুবপার্টির সদস্য সচিব শাহাদাতুল্লাহ টুটুল, সহকারী সদস্য সচিব আক্তারুজ্জামান ও ছাত্রপক্ষের আহবায়ক মোহাম্মদ প্রিন্স।

প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মন্জু বলেন, স্বৈরাচারী সরকারের দুঃশাসনের বিরুদ্ধে দেশের কোটি কোটি মানুষ আজ এক কাতারে এসে দাঁড়িয়েছে। দুর্নীতি, অর্থপাচার, লুটপাট, দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধগতির বিরুদ্ধে যত ক্ষোভ মানুষের মনে জমা হয়েছে, তাতে পরিস্থিতি খুবই স্পষ্ট, অবৈধ এই সরকারকে এবার ক্ষমতা ছাড়তেই হবে। কিন্তু জনদাবি উপেক্ষা করে ক্ষমতা আঁকড়ে থেকে সরকার নিজেই নিজের অপমানজনক পতন ডেকে আনছে। অবিলম্বে পদত্যাগ ও অন্তবর্তীকালীন নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর অথবা বিকল্প হিসেবে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনের দাবি করে মজিবুর রহমান মন্জু সরকারকে উদ্দেশ্য করে বলেন; আল্লাহর ওয়াস্তে এবার পদত্যাগ করে দেশ ও জাতিকে মুক্তি দিন। তিনি আরও বলেন, প্রবাসী সন্তানের ফেসবুকে স্বাধীন মতপ্রকাশের অপরাধে দেশে ‘মা’ কে গ্রেফতারের জঘন্য উদাহরণ আওয়ামী লীগের নামের পাশে চিরদিন ঘৃণ্য কালো ইতিহাস হিসেবে লেখা থাকবে।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহার থেকে সরে গিয়ে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে তত্বাবধায়ক সরকার বাতিল করে নতুন ভাবে বাকশাল কায়েমের ষড়যন্ত্রে মেতে উঠেছে। প্রধানমন্ত্রী ভুলে গেছেন পৃথিবীর কোনো স্বৈরাচার জনগণের উপর জুলুম করে টিকে থাকতে পারেনি, তিনিও পারবেন না, সময় ফুরিয়ে আসছে। তিনি সমঝোতার মাধ্যমে একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে নিজেদের নিরাপদ প্রস্থান নিশ্চিত করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে বিএম নাজমুল হক বলেন, এই অবৈধ জালিম সরকার মত প্রকাশের সকল স্বাধীনতা হরণ করেছে। জনগণ নিজের ভোট নিজে দিতে চায়। বিগত নির্বাচনের ন্যায় সরকারি কর্মচারী দিয়ে রাতের ভোট আর সম্ভব হবেনা। দ্রুত পদত্যাগ করুন, জনগণের অধিকার ফিরিয়ে দিন। জনতার রোষ থেকে নিজেকে এবং একটি ঐতিহাসিক রাজনৈতিক দলকে বাঁচার সুযোগ দিন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন এবি পার্টি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব ফিরোজ কবির, মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক গাজী নাসির, যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, আহমাদ বারকাজ নাসির, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু, মহানগর উত্তর নেতা সেলিম খান, যুবপার্টির যুগ্ম সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, অ্যাডভোকেট সুলতানা রাজিয়া, ছাত্রপক্ষের সদস্য সচিব আশরাফুল ইসলাম নির্ঝর, যুবনেতা মাসুদ জমাদ্দার রানা ও নারী নেত্রী জেসমিন আক্তার মুক্তা সহ পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রতিবাদী অবস্থান শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে বিজয়-৭১ চত্বরে এসে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

মালয়েশিয়ার পর চীন সফরে যাবেন নাহিদ

৩১ দফাই হচ্ছে আমাদের জাতীয় সনদ : সুব্রত চৌধুরী

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

১০

জেলেনস্কির টার্গেট তুরস্ক, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড

১১

শিক্ষকের ওপর হামলা, ক্লাস বর্জন করে বিক্ষোভ

১২

‘আপনাকে গভীরভাবে অনুভব করি প্রতি পদে পদে’

১৩

এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে প্রচার, শিক্ষা বোর্ডের বক্তব্য

১৪

হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কা দল ঘোষণা

১৫

ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের টাকা নিয়ে উধাও সমাজসেবা কর্মকর্তা

১৬

সিলেটে সাদাপাথর লুট / গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে স্থানীয় প্রশাসনের দ্বিমত

১৭

আমাদের আদর্শগত শত্রু বিজেপি, বললেন থালাপতি বিজয়

১৮

৩৮ বছরের শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত ভালোবাসায় প্রধান শিক্ষককে বিদায়

১৯

পাঠ্যবইয়ে শেখ হাসিনার নাম হবে গণহত্যাকারী : আসিফ মাহমুদ

২০
X