কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন নেই : নজরুল ইসলাম

১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠকে নজরুল ইসলাম। ছবি : কালবেলা
১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠকে নজরুল ইসলাম। ছবি : কালবেলা

নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, এই অন্তর্বর্তী সরকারকে তো আমরা সমর্থন দিয়ে বসিয়েছি।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের নজরুল ইসলাম এ কথা বলেন।

বৈঠকে নির্বাচনের বিষয়ে কী ধরনের সিদ্ধান্ত হয়েছে- এমন প্রশ্নে নজরুল ইসলাম বলেন, সবেমাত্র আমাদের একটি জোটের সঙ্গে আলোচনা হয়েছে। বাকি জোট ও যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচনের জন্য আন্দোলন করার প্রয়োজন আছে বলে মনে হয় না। কারণ, আমরাই তো এই সরকারকে সমর্থন দিয়েছি।

তিনি বলেন, আমরা বহু বছর ধরে জোটবদ্ধভাবে কখনো যুগপৎভাবে কাজ করেছি, করছি। ফলে আমরা অনেক ঘনিষ্ঠ। কয়েক দিন আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে আমরা বৈঠক করেছি। আমাদের সহযোগী হিসেবে তাদের (১২ দলীয় জোট) ওই বৈঠকের বিষয়ে জানিয়েছি। আগামীতে আমাদের করণীয় কী, তা ঠিক করতে আজকের এই বৈঠক।

তিনি আরও বলেন, আমরা মূলত সরকারের কাছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছি। নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি প্রয়োজন, তা ইতোমধ্যে সম্পূর্ণ হয়েছে বলে আমরা মনে করি। আমরা বলেছি, ফ্যাসিবাদের সঙ্গে যারা যারা জড়িত, তাদের বিচার করতে হবে। এছাড়া যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, তাদের বিচার সম্পূর্ণ করার কথাও বলেছি।

১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, প্রধান উপদেষ্টা আগে যে কথা বলেছেন, বিএনপির সঙ্গে বৈঠকেও একই কথা বলেছেন। তিনি আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার কথা বলেছেন। তিনি যে তার বক্তব্যের মধ্যে অটুট রয়েছেন, এজন্য তাকে স্বাগত জানাই। কিন্তু আমাদের দাবি হচ্ছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পূর্ণ করা। আমাদের বিশ্বাস, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব।

তিনি আরও বলেন, ১২ দলীয় জোটের পক্ষ থেকে বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। তার আগে সুনির্দিষ্টভাবে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানাচ্ছি। বিগত সরকারের অন্যায়-অবিচারের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি। প্রশাসনে যারা ফ্যাসিবাদের দোসর রয়েছে, তাদের সরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে মর্যাদার মাধ্যমে এক জায়গায় নিয়ে আসতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ মুজিবের কালো আইনেই আ.লীগ নিষিদ্ধ হতে পারে : অ্যাটর্নি জেনারেল 

সরকারের দ্বৈত ভূমিকায় দেশবাসী উদ্বিগ্ন : সাইফুল হক

লেভারকুজেন ছাড়ার ঘোষণা আলোনসোর, ফিরবেন কি রিয়ালের ডাগআউটে?

আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে যোগ দিল যেসব দল ও সংগঠন

জামায়াতের সমাবেশে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, আহত ১০

আইপিএলের পর এবার পিএসএলও স্থগিত ঘোষণা

সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু

ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জনে কী বললেন স্কালোনি

জনতার কাতারে নেমে এসেছেন আলেমরাও

ধামরাইয়ে প্রাইভেটকারে যাত্রী তুলে অপহরণ, আটক ৪

১০

শাহবাগে নেই ছাত্রদল-বাম

১১

পাকিস্তান যেসব সমরাস্ত্র ব্যবহার করেছে ভারতের বিরুদ্ধে

১২

সান্তোসে আর মাত্র দু’টি ম্যাচ খেলবেন নেইমার!

১৩

শাহবাগে খালেদা জিয়ার অপেক্ষায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র

১৪

বিনিয়োগ নিয়ে দেশে অনেক সার্কাস দেখতে পাচ্ছি : আমীর খসরু

১৫

বিপাকে ভারত, পাকিস্তানের পক্ষে কাজ করছে তুরস্ক

১৬

সাধারণ যানবাহনের সঙ্গেই ছিল জুবাইদার গাড়ি

১৭

মামলা তুলতে রাজি না হওয়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

১৮

দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না আসলে ঢাকায় মার্চ : নাহিদ

১৯

নেতা-কর্মীদের উদ্দেশে হেফাজতের যে আহ্বান

২০
X