কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৫, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

২১ দফার বাস্তবায়ন চায় স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম। ছবি : কালবেলা

অন্তর্বর্তী সরকারের কাছে ২১ দফা দাবি তুলে ধরে অবিলম্বে তা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম।

শনিবার (০৩ মে) সকালে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের উদ্যোগে ২১ দফা বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতারা ও সুধী সমাজের সঙ্গে আলোচনা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী।

২১ দফা দাবি না মানলে ভূমি মন্ত্রণালয় ও ঢাকা উত্তর সিটি করপোরেশন ঘেরাও কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়ে স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান বলেন, বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের লক্ষ্যে দীর্ঘদিন আন্দোলন- সংগ্রামে বিশেষ অবদান রেখেছে। ফ্যাসিস্ট পতনের পর গত বছরের আগস্টের ১৭ তারিখ থেকে টানা ৭ দিন বিক্ষোভ, অনশন ও মানববন্ধন, সংবাদ সম্মেলন করে আমাদের ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানাই। সরকারের পক্ষ থেকেও দাবিগুলো বাস্তবায়নের জন্য আমাদের আশ্বস্ত করা হয়, কিন্তু এখন পর্যন্ত দাবিগুলো বাস্তবায়ন করা হয়নি। বরং দাবিগুলো বাস্তবায়ন না করে নানা ছলচাতুরীর আশ্রয় নেওয়া হচ্ছে। এভাবে অন্তর্বর্তী সরকার চলতে থাকলে তাদের সব অর্জন ব্যর্থ হবে।

তিনি আরও বলেন, আমলারা সরকারের নির্দেশ মানছেন না। এ জন্য সরকারও স্বাধীনভাবে কাজ করতে পারছে না।

সংস্কার শেষে মাঠপর্যায়ে বাস্তবায়নের জন্য স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ সরকারকে এক বছর সময় দিতে চায়- এমন মন্তব্য করে আব্দুর রহিম বলেন, আমরা নির্বাচনী ঐক্য গড়ার কাজ ইতিমধ্যে অনেক দূর এগিয়েছি। যদি আগামী নির্বাচনে জয়ী হয়ে দেশ পরিচালনার দায়িত্ব পাই, তাহলে দেশকে আধুনিক ও উন্নত দেশ গড়তে যেসব কাজ করা প্রয়োজন আমরা সবই করব। সেগুলো হলো- নিরপেক্ষ শক্তিশালী নির্বাচন কমিশন গঠন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, এক পরিবারে একবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা, সংবিধানের পরিপূর্ণ সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, জাতীয় জননিরাপত্তা নিশ্চিত করা, গণমাধ্যমের স্বাধীনতা ও গণমাধ্যম নীতি বাস্তবায়ন, গ্রাম ভিত্তিক উন্নয়ন, কর্মের চাহিদা নির্ভর কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালু করা, চাকরির নিয়োগে কোটা পদ্ধতি বিলুপ্ত, চাকরির বয়সসীমা ৩৫ বছরে নির্ধারণ করা, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, সবার জন্য ফ্রি স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, দেশে-বিদেশে অধিকতর কর্মসংস্থান করা, নারী ও পুরুষের বৈষম্য কমানো, শিল্প বিপ্লবের পরিবেশ তৈরি করা, ঘুষ ও দুর্নীতি চিরতরে নির্মূল করা ইত্যাদি।

আব্দুর রহিম আরও বলেন, পূর্বের ৮ দফা দাবি ছাড়াও আজ আমরা আরও ১৩ দফা দাবি জানিয়েছি। আমাদের সর্বমোট ২১ দফা বান্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি। আমাদের ৮ দফা দাবিগুলো হলো- দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী এবং ওই নির্বাচনের পক্ষের স্বৈরাচারী সরকারের দোসরদের গ্রেপ্তার করে বিচার করা, হাসিনার জুলুমের শিকার ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের থানাভিত্তিক তালিকা প্রস্তুত করে শীর্ষ ১০টি ঘটনাকে ৪৫ দিনের মধ্যে প্রতিকার প্রদানের ব্যবস্থা করা, হাসিনা কর্তৃক জুলুম-নির্যাতনের বিষয়গুলো জাতীয়ভাবে প্রচারের ব্যবস্থা করা, স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনের পূর্বে এক শতাংশ ভোটারের সমর্থন নেয়ার যে বিধান রয়েছে তা বাতিল করা, ভাষানটেক পুনর্বাসন প্রকল্প ও কলমিলতা বাজারের বিষয়ে জরুরি ভিত্তিতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের দীর্ঘদিনের ঝুলিয়ে রাখা দাবির বিষয়টির ওপর পদক্ষেপ নিয়ে সমাধান করা, সরকারি টাকা ছাড়াই সাধারণ বস্তিবাসী ও নিম্নবিত্ত মানুষের জীবনমান উন্নয়নের জন্য এনএসপিডিএল (Nspdl) এর গৃহীত পুনর্বাসন প্রকল্পসহ কমপক্ষে ১০০টি প্রকল্প জরুরি ভিত্তিতে চালু করার উদ্যোগ গ্রহণ করা, চলমান আন্দোলনে যারা শহীদ হয়েছে বা হচ্ছে তাদের তালিকা করে তাদেরকে জাতীয় বীরের মর্যাদা প্রদান করতে হবে এবং প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করা; ঘুষখোর, দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী, লুটপাটকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা।

এ ছাড়া অন্য দাবিগুলো হলো- জনতার আকাঙ্ক্ষা ও ২৪’র চেতনাকে বাস্তবায়ন করার জন্য যাবতীয় সংস্কার করা, বিপ্লবী সরকারের ন্যায় রাষ্ট্র পরিচালনা, সংস্কার শেষে সরকারকে মাঠ পর্যায়ে তা বাস্তবায়নের জন্য এক বছর সময় দেয়া অতঃপর নির্বাচন, বিদেশি কর্মসংস্থানের ক্ষেত্রে ব্যাপক উদ্যোগ গ্রহণ ও বিনিয়োগ করা, দেশের অভ্যন্তরীণ জনগোষ্ঠীকে কর্মমুখী করা, কর ব্যবস্থাপনায় জনবান্ধব প্রক্রিয়াসহ ব্যক্তি করের করমুক্ত সিলিং ১০ লক্ষ টাকায় উত্তীর্ণ করা , দুর্নীতিবাজ ও অদক্ষ কর্মকর্তা-কর্মচারীদের বরখাস্ত করে তদস্থলে যোগ্য, সৎ ও কর্মঠ ব্যক্তিদের নিয়োগ প্রধান। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও মানবিক গুণাবলিসহ কারিগরি শিক্ষায় সম্পন্ন করে গড়ে তোলা। এসব দাবি সরকারকে অবশ্যই আগামী ১৫ দিনের মধ্যে বাস্তবায়নের জন্য দৃশ্যমান পদক্ষেপ দেখাতে হবে, অন্যথায় আমরা সরকারের ভূমি মন্ত্রণালয় ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনসহ অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরে ঘেরাও কর্মসূচি পালন করব। প্রয়োজনে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট নূর তাজ ঐশী, মো. রফিকুল ইসলাম, অধ্যাপক ডক্টর সৈয়দ মো. এড. হুমায়ুন কবির ভূঁইয়া, ড. প্রকৌশলী লুৎফর রহমান, নুরুল হুদা চৌধুরী মিলু, ড. শফিকুল ইসলাম কানু, আবুল কাশেম মজুমদার, আবু আহাদ আল মামুন, ইয়াছির আকতার, মির্জা আজম, এম এ ইউসুফ, মিসেস মরিয়ম বিবি, ফজলুল হক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের ম্যান্ডেট ছাড়া রাখাইনে করিডোর নয়: বিএসপি

স্বাস্থ্য পরামর্শ / বর্ষাকালীন অসুখ থেকে বাঁচতে বয়স্কদের এখনই সচেতন হতে হবে

মুক্তির পথে তারাগঞ্জ যাতায়াতে হাজারো মানুষের ভোগান্তি

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে বিজেআইএমের সিম্পোজিয়াম

‘ইঞ্জিনিয়ার তুহিন রাজনৈতিক প্রতিহিংসার শিকার’

পুরানা পল্টনের আগুন নিয়ন্ত্রণে

খালেদা জিয়ার দেশে ফেরা পেছাল

মানারাতে আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ারবিষয়ক কর্মশালা 

ঝুঁকি নিয়েই চলছে চার বিদ্যালয়ের পাঠদান

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিএনপির গণপদযাত্রা কাল

১০

সংস্কারের নামে সময় নষ্ট করবেন না: অ্যাডভোকেট সালাম

১১

খুবি শিক্ষার্থী নোমানের সনদ বাতিল

১২

খুন হয়েছেন সাগর-রুনি, হত্যায় অংশ নেন ২ জন

১৩

ভারতে গেলেন সন্তু লারমা

১৪

বিরল সাপের কামড়ে নারীর মর্মান্তিক মৃত্যু

১৫

রহস্যের জট খোলেনি সিরাজগঞ্জের সেই ভয়ংকর গুপ্তঘরের

১৬

ছাত্রদল নেতার হাতে জিম্মি মহাসড়ক

১৭

ছবি পাল্টে বড় ভাইয়ের মুক্তিযোদ্ধা ভাতা তোলেন ছোট ভাই

১৮

ফুল-ফসলের বিষে কমছে ফুলটুনি

১৯

গোবিপ্রবির সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X