বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষে দেশে ফেরা ও তার পুত্রবধূ বিশিষ্ট কার্ডিওলোজিস্ট ডা. জুবাইদা রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে শোকরানা আদায় এবং তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে) বাদ মাগরিব বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম ও তার সহধর্মিণী ব্যারিস্টার মেহনাজ মান্নানের উদ্যোগে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাড়িতে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় ডা. জুবাইদা রহমানের বড় বোন শাহীনা জামান বিন্দুর স্বামী এয়ার কমোডোর (অব.) সৈয়দ শফিউজ্জামান, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে খালেদা জিয়া, সৈয়দা ইকবাল মান্দ বানু ও ডা. জুবাইদা রহমানের আরোগ্য কামনাসহ জিয়া পরিবারের জন্য বিশেষ মুনাজাত করা হয়।
মন্তব্য করুন