আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বৃহত্তর ময়মনসিংহের কিংবদন্তি রাজনীতিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষিয়ান রাজনীতিবিদ ও বরেণ্য শিক্ষাবিদ, সাবেক সফল ধর্মমন্ত্রী, মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুতে রোববার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
শোকবার্তায় মন্ত্রী বলেন, আমি এক ঘনিষ্ঠ বন্ধুকে হারালাম। যিনি ছিলেন মাটি ও মানুষের নেতা। চার দশকের বেশি সময় ধরে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের নেতৃত্বদানকারী। মহান মুক্তিযুদ্ধের সময় অধ্যক্ষ মতিউর রহমান মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও সংগঠনের দায়িত্ব সফলভাবে পালনের মাধ্যমে যে অসামান্য অবদান রেখেছেন তার জন্য জাতি চিরকাল তাকে স্মরণ করবে। তার মৃত্যুতে দেশ ও দলের এক অপূরণীয় ক্ষতি হলো। জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারাল।
মন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মন্তব্য করুন