কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সালাহউদ্দিন আহমেদ দেশপ্রেমের উজ্জ্বল বহ্নিশিখা : ছাত্রদল সম্পাদক নাছির

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

সোমবার (২৬ মে) দুপুরে তিনি নিজের ফেসবুক পোস্টে যা লিখেছেন তা হলো- ‘তিনি ছাত্রদলের অবিনশ্বর সম্পদ, দেশপ্রেমের উজ্জ্বল বহ্নিশিখা : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইতিহাস যাদের নামে-সুনামে সমৃদ্ধ তাদের মধ্যে সালাহউদ্দিন আহমেদ অগ্রগণ্য। সংগ্রাম ও সাধনায়, দেশাত্মবোধের অগ্নিপরীক্ষায় এবং আদর্শ ও ত্যাগে মহীয়ান একজন মানুষ হয়ে ওঠেন পথপ্রদর্শক। ছাত্রদলের সাবেক সোনালি সফল ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ তেমনই একজন বাংলাদেশপন্থি দেশপ্রেমিক রাজনীতিবিদ।

দেশ ও জনগণের প্রতি তার অপরিসীম দরদ ও দায়বদ্ধতার প্রতিদানে জনতা তাকে ঘিরে স্বপ্ন আঁকে। তারই ফলশ্রুতিতে ভোটাররা বারবার বিপুল ভোটে তাকে বিজয়ী করে সংসদে পাঠিয়েছে। মেধা, প্রজ্ঞা এবং যোগ্যতায় তিনি অনন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রত্যক্ষ মেন্টরশিপ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাহচর্য সালাহউদ্দিন আহমেদকে পরিণত করেছে বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির অন্যতম স্তম্ভ হিসেবে। তিনি বাংলাদেশের দেশপ্রেমিক শক্তির জন্য একটি অমূল্য সম্পদ।

নাছির লিখেন, আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার আপোষহীন মনোভাব, সাহসী নেতৃত্ব এবং প্রখর বুদ্ধিমত্তার কারণে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভীত হয়ে তাকে গুম করার নির্দেশ দেয়। শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করে নির্মম নির্যাতন করা হয়। গুম করার পরে শেখ হাসিনার দম্ভোক্তিতে প্রমাণ মেলে কতটা ব্যক্তিগত আক্রোশ সে পুষে রেখেছিল একজন সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে । দীর্ঘ দুই মাস গুম করে রাখার পরে দেশের জনগণ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর চাপে শেখ হাসিনা একসময় বাধ্য হয়ে মৃতপ্রায় সালাহউদ্দিন আহমেদকে ভারতের মাটিতে ফেলে আসে। ভারতের কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করে। তিনি জামিনে মুক্ত হতে দীর্ঘ আইনি লড়াই চালিয়ে যেতে থাকেন। জামিন পেলেও ভারতের আদালতের বিধিনিষেধের কারণে তিনি শিলং ত্যাগ করতে পারেননি। সেখানেই প্রকাশ্যে বসবাস করেন।

তিনি লেখেন, সালাহউদ্দিন আহমেদ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি শুরু করে ধাপে ধাপে ত্যাগ ও বিশ্বস্ততার চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হন। দলের প্রায় সব পর্যায় অতিক্রম করে তিনি এখন বিএনপির সর্বোচ্চ ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে ছাত্রদলের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র প্রতিনিধি। ভারতে নির্বাসিত থাকা অবস্থায়ও তিনি স্থায়ী কমিটির সব সভায় নিয়মিত অংশগ্রহণ করতেন। বিভিন্ন সময়ে আন্দোলনের কর্মসূচিগুলো সমন্বয় করতেন। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময়ও তিনি সরাসরি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দিয়ে আন্দোলনকে বেগবান করতে ভূমিকা রাখতেন। আমি জাতীয়তাবাদী ছাত্রদলের শীর্ষ পর্যায়ে দায়িত্ব গ্রহণের পর থেকে ব্যক্তিগতভাবে সালাহউদ্দিন আহমেদকে একজন মননশীল মেন্টর হিসেবে পেয়েছি, যিনি সবসময় মনোবল ধরে রেখে আন্দোলন সংগঠিত করতে অনুপ্রাণিত করতেন। তিনি সবসময়ই বলতেন, অতিশিগগিরই ফ্যাসিবাদের পতন ঘটবে। তার সাহচর্যে রাজনীতি করায় আমরা কখনো মনোবল হারাইনি। বরং উজ্জীবিত ও অনুপ্রাণিত হয়েছি।

ছাত্রদল সেক্রেটারি লিখেন, সালাহউদ্দিন আহমেদ ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একজন প্রকৃত দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেতা। একটি চক্রান্তকারী গোষ্ঠী পর্যায়ক্রমে বিএনপির শীর্ষ নেতাদের বিতর্কিত করে তাদের নৈরাজ্যবাদী এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। তারা বিএনপির সম্মানিত মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের নামে বিভিন্ন ধরনের গুজব, প্রোপাগান্ডা ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে। তাদের এই সংঘবদ্ধ প্রোপাগান্ডা একটি দেশি-বিদেশি চক্রান্তের অংশ। কিন্তু এই চক্রান্তকারীরা জানে না, সালাহউদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী আহমেদ ও এম ইলিয়াস আলীর মতো নেতারাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির মূলস্তম্ভ। গুমের মতো মানবতাবিরোধী অপরাধের শিকার সালাহউদ্দিন আহমেদ ভাইয়ের গুম নিয়ে কুতর্ক এবং প্রোপাগাণ্ডা ছড়িয়ে তারা শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধগুলোকে হালকা করে তুলছে।

নাছির উদ্দিন আরও লেখেন, একদিকে চক্রান্তকারীদের এসব প্রোপাগান্ডার মাধ্যমে পতিত ফ্যাসিবাদী চক্র কর্তৃক তাদের মানবতাবিরোধী অপরাধকে অস্বীকার করার বয়ান শক্তিশালী হচ্ছে। অন্যদিকে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, ইসলামি মূল্যবোধের ধারক জাতীয়তাবাদী নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হচ্ছে। সুতরাং আমাদের ভাবতে হচ্ছে যে, দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেতাদের বিরুদ্ধে এই ধারাবাহিক প্রোপাগান্ডা ও চরিত্রহননের প্রচেষ্টা কি পতিত ফ্যাসিস্ট শক্তির কোনো গোপন এজেন্ডার অংশ কিনা।

তিনি বলেন, প্রায় একদশকের মতো সময় যিনি অনাত্মীয় পরিবেশে কাটিয়ে দেশসেবার মহান ব্রত নিয়ে নিজ মাতৃভূমিতে ফিরলেন, তিনি শিকার হচ্ছেন নির্মম কটু-কাটব্যের! তার হৃদয়ের রক্তক্ষরণ যে জাতীয়তাবাদী জনশক্তিকে ছুয়ে যায় নিঃসীম বেদনায়। আমরা আর নীরব থাকতে পারি না। আমাদের সম্মিলিত প্রয়াসে রুখে দিতে চাই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত। আমি ও আমরা সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে এহেন সংঘবদ্ধ অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালি ফসল সালাহউদ্দিন আহমেদকে নিয়ে দেশবিরোধী শক্তির যে কোনো ষড়যন্ত্র জাতীয়তাবাদী ছাত্রদল শক্ত হাতে প্রতিহত করবে সে অঙ্গীকার ব্যক্ত করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুব্রত বাইনকে ভারত থেকে পাঠানোর পেছনে রাজনৈতিক গুপ্তহত্যার ছক!

আসাম, মিজোরাম ও ত্রিপুরায় রেড অ্যালার্ট

এক লাখ শ্রমিক নেওয়ার পরিকল্পনা জাপানের : প্রেস সচিব

কুবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের একাংশের হামলার অভিযোগ

দিন-দুপুরে মগবাজারে দুর্ধর্ষ ছিনতাই, ৩ জন গ্রেপ্তার

বিসিবি সভাপতি পদ থেকে পদত্যাগের বিষয়ে যা বললেন ফারুক

ভারত-পাকিস্তান সংঘাতে কে কত ভুয়া তথ্য ছড়িয়েছে

ইশরাকের মেয়র পদ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন : আপিল বিভাগ

গারো পাহাড়ে বুবলীর শুটিং, প্রতিবাদ জয়ার 

৩৩ বার পেছাল জিকে শামীমের জামিন শুনানি 

১০

কালবেলায় সংবাদ প্রকাশ, বিএমইটিতে অভিযান চালাচ্ছে দুদক

১১

ঝালকাঠিতে ভারি বৃষ্টিপাত, বেড়েছে ভোগান্তি

১২

ফ্রিতে ২ লাখ টাকার প্রশিক্ষণ শেষে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে

১৩

সাগরে নিম্নচাপটি কোন বন্দর থেকে কত দূরে

১৪

দলীয় নেতাকর্মীদের কঠোর বার্তা দিলেন জামায়াত আমির

১৫

আশুলিয়ায় হা-মীম গ্রুপের পোশাক কারখানায় আগুন

১৬

মেসি-সুয়ারেজ ঝলকে জয়ে ফিরল ইন্টার মায়ামি

১৭

সাগরে নিম্নচাপ, অভ্যন্তরীণ যেসব নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

১৮

রাণীশংকৈলে বিএনপি নেতা আইনুল হকের জানাজা সম্পন্ন 

১৯

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ৯ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

২০
X