দেশের চলমান পরিস্থিতিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৭ মে) বেলা ১২টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এরআগে গত ১৭ এপ্রিল রাজধানীর হোটেল ওয়েস্টিনে মিট দ্য প্রেসে বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান। আমিরে জামায়াতের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ইউরোপীয় ইউনিয়নের ‘সাউথ এশিয়া সম্পর্ক বিষয়ক ডেলিগেশন’-এর চেয়ারম্যান শেরবান-ডিমিত্রি স্তুরজা-এর আমন্ত্রণে গত ৭ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত ইউরোপ এবং ১১ ও ১২ এপ্রিল যুক্তরাজ্য সফর করেন। সেই সফর প্রসঙ্গে জানাতেই মিট দ্য প্রেসে বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান।
মন্তব্য করুন