কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ১২:০২ এএম
অনলাইন সংস্করণ

ব্রিকস নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য সত্যের অপলাপ : প্রিন্স

বক্তব্য রাখছেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা

ব্রিকসে যোগদান নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে ‘সত্যের অপলাপ’ বলছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সদর ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও চা-চক্র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

বিএনপি নেতা প্রিন্স বলেন, ‘ব্রিকস এর সদস্য না হওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে যা বলেছেন- তা সত্যের অপলাপ মাত্র। ব্রিকস-এ যোগদান নিয়ে বিগত ছয় মাস ধরে এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়ায় যে আকুতি-মিনতি, চেষ্টা-তদবির করেছেন- তাতে সহজেই অনুমান করা যায়, সরকার ব্রিকস এ যোগ দিতে কতটা উদগ্রীব ছিল। এখন ব্রিকস এর প্রভাবশালী দেশগুলোর বিরোধিতার মুখে অন্তর্ভুক্ত হতে ব্যর্থ হয়ে মিথ্যাচার করে বলছেন- চাইনি, চেষ্টাও করিনি। যা বৃদ্ধ বয়সে কাদা পানিতে আছাড় খেয়ে পড়ে লজ্জা পাওয়ার গল্পের শামিল। এই ঘটনা সরকারের কূটনৈতিক ব্যর্থতা এবং বিদেশে বন্ধুহীন হবার প্রমাণ।’

তিনি বলেন, ‘দেশ-বিদেশে সম্মানিত ব্যক্তিদের প্রতিনিয়ত অসম্মান করা এই সরকারের নিত্যদিনকার কাজে পরিণত হয়েছে।’

নোবেল বিজয়ী একমাত্র বাংলাদেশি ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সরকারের বিষোদগারের সমালোচনা করে এমরান সালেহ প্রিন্স বলেন, ‘নোবেল বিজয়ী ইউনূসকে অসম্মান করে সরকার বিশ্বের বুকে বাংলাদেশকে হেয় করছে।’

প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘উনারা পরশ্রীকাতর হয়ে ড. ইউনূসের মতো ব্যক্তিকে হেনস্তা করবেন, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে ভোটাধিকার হরণ করে নির্বাচনের নামে প্রহসন করবেন, অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতে গুম-খুন, দমন-নিপীড়ন করে মানবাধিকার হরণ করবেন, গণতন্ত্র-নির্বাচনকে নির্বাসনে পাঠাবেন, আর দেশ-বিদেশে কেউ প্রতিবাদ করলেই তাতে ষড়যন্ত্রের তকমা লাগাবে, তা হতে পারে না।’

পাহাড়সম অপরাধ করে তা আড়াল করতে ক্ষমতাসীনরা উঠেপড়ে লেগেছে উল্লেখ করে প্রিন্স ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি সরকারের ভোটচুরির প্রকল্প নস্যাৎ করতে এক দফার আন্দোলনে সাহসী ও অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

হালুয়াঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুব্রত পাল, ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম আর আল আমিন, সিরাজুল ইসলাম শাহীন, আবু সুফিয়ান অন্তর আকন্দ, মির্জা সাফায়েত সারোয়ার, তাইয়েব, রাইসুল ইসলাম রাফিন প্রমুখ বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কেট থেকে ফুটপাতে শীতের আমেজ, স্বস্তিতে বিক্রেতারাও

হেঁটে অফিসে গেলেন তারেক রহমান

খালেদা জিয়ার কবর জিয়ারত জকসুর ছাত্রদল সমর্থিত প্যানেলের

জকসু ও হল সংসদের নবনির্বাচিতদের নিয়ে প্রজ্ঞাপন

মুসাব্বিরের পরিবারের সঙ্গে কথা বলে সালাহউদ্দিন আহমদের বার্তা

ট্রাম্পকেও পতনের মুখে পড়তে হবে : হুঁশিয়ারি খামেনির

গুলির মুখে বুক পেতে দিচ্ছেন ইরানিরা, রক্তে লাল রাজপথ

সীমান্ত থেকে নয় রাউন্ড গুলিসহ দুই শুটারগান জব্দ

খালেদা জিয়ার ত্যাগের প্রতিদান হবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা : ইশরাক

হাদিসহ সারা দেশে সংঘটিত টার্গেট কিলিংয়ের প্রতিবাদ

১০

রমেক হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ নারীর মৃত্যু

১১

গণভোটে ‘হ্যাঁ’ এবং জাতীয় নির্বাচনে ১১ দল বিজয়ী হবে : রাশেদ প্রধান

১২

তামিমকে নিয়ে বিসিবি কর্মকর্তার মন্তব্যে ক্রিকেটাঙ্গনে তীব্র ক্ষোভ

১৩

স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

১৪

তারেক রহমানের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

১৫

আকিজ বশির কেবলস্-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৬

শনিবার যেসব জেলায় দীর্ঘ সময় থাকবে না বিদ্যুৎ

১৭

মুসাব্বির হত্যাকাণ্ডের নতুন সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে

১৮

সফলতার নেপথ্যে : উচ্চ-দক্ষতাসম্পন্ন মানুষের ১০টি মূলমন্ত্র

১৯

তামিমকে লক্ষ্য করে বিসিবির সেই পরিচালকের নতুন পোস্ট

২০
X