সরকার পতনের দাবিতে চলমান একদফা আন্দোলনে সকল পেশাজীবীদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) আহ্বায়ক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) এর সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান দুঃসময়ে যেকোনো ভেদাভেদ ভুলে সবাইকে কাজ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হলে বর্তমান সরকারকে বিদায় করা ছাড়া কোনো বিকল্প নেই।
ইঞ্জিনিয়ার সাইফুজ্জামান সন্টুর সভাপতিত্বে ও কাজী শাখাওয়াত হোসেনের পরিচালনায় আরও বক্তব্য দেন ইঞ্জিনিয়ার কবির হোসেন, ইঞ্জিনিয়ার মো. হানিফ, ইঞ্জিনিয়ার মো. ইমাম উদ্দিন, ইঞ্জিনিয়ার আলী আকবর ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ডিইএব) ইঞ্জিনিয়ার এম হোসাইন পাটোয়ারী মিলন (সিনিয়র যুগ্ম মহাসচিব), এমএইচ পাটোয়ারী মিলন, ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া রুবেল (সাংগঠনিক সম্পাদক ডিইএব) ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান সহ-সভাপতি, মোস্তাফিজুর রহমান সহ-সভাপতি, ইঞ্জিনিয়ার তৈয়ব আলী মুকুলসহ আরও অনেকে।
মন্তব্য করুন