সরকার পতনে চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি আসছে জানিয়ে তা সফল করতে সবাইকে ক্ষুদ্র স্বার্থ ভুলে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
আজ শুক্রবার বিকেলে শেরপুরে জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীর বাসভবনে এই মতবিনিময় সভা হয়।
এমরান সালেহ প্রিন্স বলেন, দুর্নীতি-লুটপাট অব্যাহত রাখতে এবং নির্বাচনের নামে ভোটচুরি ও প্রহসনের নাটক করতে সরকার বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে দেশকে আন্তর্জাতিক খেলার মাঠে পরিণত করছে। তবে সরকার যতই ছলচাতুরি করুক না কেন, এবার আর ভোটচুরির নির্বাচনী প্রহসন করতে পারবে না। পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হবে। কারণ, জনগণ জেগে উঠেছে।
তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নেতারা নিজেদের ভোট চুরিসহ গণতন্ত্র ও ভোটাধিকার সংকুচিত করার কুকীর্তি আড়াল করতে অসংলগ্ন কথাবার্তা বলে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করছেন। আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হয় নাই- এটা প্রমাণিত সত্য। তারা ভোটারশূন্য নির্বাচন করবে, আগের রাতে ভোট চুরি করে সাজানো ফল ঘোষণা করবে- অথচ এ বিষয়ে কিছু বলা যাবে না, কিন্তু তা হবে না। আওয়ামী লীগের ভোট চুরির ইতিহাস আজ দেশ-বিদেশে স্বীকৃত।
প্রিন্স বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন নিয়ে যথার্থই বলেছেন। তাই বিএনপি মহাসচিব নয়, বরং ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ নেতাদেরই জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত ভোট চুরি করে জাতির সাথে প্রতারণা করার জন্য। জনগণ তাদের ক্ষমা করবে কিনা জানি না। তবে সেদিন বেশি দূরে নয়- যেদিন ভোট চুরি, গুম-খুনের জন্য তাদের বিচারের মুখোমুখি হতে হবে।
শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হযরত আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, জেলা বিএনপির সহসভাপতি সিরাজুল ইসলাম, হাতেম আলী, মোখলেসুর রহমান জীবন, আবদুস সালাম, অধ্যাপক নুরুল আমিন, আবদুর রহিম দুলাল, শওকত হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল চৌধুরী, অ্যাড. মুরাদুজ্জামান, ফরহাদ আলী, শফিকুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ পলাশ, আবু রায়হান রুপম উপস্থিত ছিলেন।
এর আগে সকালে এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা তাঁতী দলের ইউনিয়নভিত্তিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।
মন্তব্য করুন