ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৩ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

তুমুল বৃষ্টির মধ্যেও সমাবেশে ছাত্র জনতার ঢল

সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশে যোগ দিতে আসছেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা
সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশে যোগ দিতে আসছেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা

রাজধানীর শাহবাগ থেকে চানখাঁরপুল, প্রেস ক্লাব মোড় থেকে নীলক্ষেত মোড় সর্বত্র ছাত্র জনতার ঢল। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠে নিজেদের শক্ত অবস্থানের জানান দিতে সারা দেশের হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে সম্প্রতি স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠিত এ সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

নেতাকর্মীরা জানায়, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ছাত্রলীগের স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশকে কেন্দ্র করে দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামে দিন-রাত প্রচার চালিয়েছে ছাত্রলীগ। তাদের আহ্বানে সাড়া দিয়ে বৃহস্প্রতিবার রাত থেকেই সমাবেশের উদ্দেশে ঢাকায় আসতে থাকে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। শুক্রবার ভোর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশ এলাকায় বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় তারা। সময় যত বাড়তে থাকে স্লোগানে স্লোগাতে নেতাকর্মীর জমায়েত তত বাড়তে থাকে। এসময় জয় বাংলা স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যায় ও এর আশপাশ এলাকায় মুখরিত হয়ে ওঠে। তবে, বিপত্তি বাধে ঠিক দুইটার সময়। হুট করে সমাবেশ কেন্দ্র ও এর আশপাশ এলাকায় বৃষ্টি নামার কারণে সমাবেশ স্থলে নেতাকর্মীদের নানা সমস্যা হয়। তবে, দৃঢ মনোবলের কারণে তারা সেখানেই অবস্থান করেন। আবার, নিরাপদ জায়গা সংকটের কারণে সমাবেশ স্থলের বাইরে নেতাকর্মীরাও বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এ ছাড়া, বৃষ্টির মধ্যেও হাজার হাজার নেতাকর্মীকে নিয়ে স্লোগানে স্লোগানে সমাবেশ স্থলে প্রবেশ করেছে ছাত্রলীগের কয়েকটি ইউনিট।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন কালবেলাকে বলেন, আমরা প্রায় ১৫ হাজার নেতাকর্মী নিয়ে এসেছি। ঝড়-বৃষ্টি-আঁধার রাতে আমরা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সাথে আছি। আমরা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে চাই। আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই। যখন মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি দেশের ক্ষমতায় এসেছে তখন দেশে সন্ত্রাসবাদ বেড়েছে, দুর্নীতি, খুন বেড়েছে। আমরা ছাত্রসমাজ আবার তা চাই না। সেজন্য বৃষ্টির মধ্যেও আমরা রাজপথে রয়েছি। দেশের যে কোন সংকটে আমরা রাজপথে থাকব।

ছাত্রলীগের সমাবেশে আসা অধিকাংশ নেতাকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান করায় ক্যাম্পাসের সর্বত্র চাপ লক্ষ্য করা গেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনগুলোতে সাধারণত নিয়মিত শিক্ষার্থীদের জন্য রান্না করা হয়। কিন্তু সমাবেশে আসা নেতাকর্মীরা ঢাবির ক্যান্টিনগুলোতে গিয়ে খাবার খাওয়ার কারণে নির্দিষ্ট সময়ের আগেই খাবার শেষ হয়ে যায়। আবার, অনেক হলের ক্যান্টিনে ছাত্রলীগের ছাত্রসমাবেশের খাবারের ব্যবস্থা করা হয়েছে। ফলে সাধারণ শিক্ষার্থীদের খাবার পেতে নানা ভোগান্তির শিকার হতে হয়েছে। অনেক শিক্ষার্থী দুপুরের খাবারের জন্য এক হল থেকে অন্য হলে ছুটাছুটি করেছে। কিন্তু খাবার পায়নি। অনেকে আবার খাবার না পেয়ে রুটি-কলা খেয়ে রুমে ফিরে গিয়েছেন। এ ছাড়া, ভোর থেকে হলগুলোতে নেতাকর্মীরা অবস্থান নেওয়ায় ওয়াশরুম ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে ভোগান্তিতে পড়ার অভিযোগ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের এক শিক্ষার্থী বলেন, আমি ক্যান্টিনে গিয়ে খাবার পাইনি। খাবার না পেয়ে অন্য একটি হয়ে গিয়েও খাবার পাইনি। পরে বাধ্য হয়ে অন্যকিছু আমাকে খেতে হয়েছে। নেতাকর্মীদের খাবারের জন্য অন্য ব্যবস্থা করার প্রয়োজন ছিল বলে আমি মনে করি।

এ বিষয়ে জহুরুল হক হল প্রাধ্যাক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রহিম কালবেলাকে বলেন, এটি সাময়িক সমস্যা। নেতাকর্মীরা সমাবেশে আসার কারণে হলগুলোতে একটু চাপ পড়েছে। আমাদের শিক্ষার্থীরা মানবিক। আশা করি তারা বিষয়টি ভালোভাবে নিবে।

এদিকে সমাবেশে উপস্থিতকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে নানা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি বাড়াতে একাধিক হলে সাধারণ শিক্ষার্থীদের হুমকি দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। জুমার দিনে সাধারণ দেড়টার দিকে নামাজ আদায় করা হলেও সমাবেশ উপলক্ষ্যে নির্দিষ্ট সময়ের আগে আদায় করার নির্দেশনা দিয়েছে তারা। এসব কারণে ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী কালবেলাকে বলেন, আমার যদি প্রোগ্রামে যেতে ভালো লাগে আমি যাব, ভালো না লাগলে যাব না। কিন্তু এভাবে কেন জোড় করবে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যদি এ অবস্থা হয় তাহলে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের কী অবস্থা হবে। আমরা এখানে ছাত্র সংগঠনের হাতে জিম্মি। বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নেয় না।

সমাবেশের কারণে শিক্ষার্থীরা ছাড়াও নানা ভোগান্তির শিকার হয়েছে সাধারণ মানুষ। সমাবেশ স্থলের আশপাশ এলাকার বৃহৎ একটি অংশে জ্যাম থাকায় এসব এলাকায় কর্মরত ব্যক্তিরা ভোগান্তিতে পড়ে। দীর্ঘ সময় যানবাহনে বসে থাকার পরেও জ্যাম না কমায় অনেককে হেঁটে কর্মস্থেলে যেতে দেখা যায়। আবার দেশের বৃহৎ কয়েকটি হাসপাতাল সমাবেশের আশপাশ এলাকায় থাকায় রোগী ও স্বজনরা নানা ভোগান্তিতে পড়ে।

সরেজমিনে দেখা যায়, সমাবেশ স্থলের আশপাশ কয়েক কিলোমিটার রাস্তা বাস, মাইক্রোসহ বিভিন্ন যানবাহন ভর্তি। ঢাবি ক্যাম্পাসের ভিতিরে যত্রযত্র পার্কিং করে রেখেছেন কেউ কেউ। এসব বাসের মধ্যে অনেক বিশ্ববিদ্যালয়ের বাস দেখা গেছে। রাজনৈতিক কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের বাস ব্যবহার করায় ক্ষোভ প্রকাশ করেছে অনেকে।

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ইসমাইল হক নামে এক ব্যক্তি কালবেলাকে বলেন, আমাকে তিনটার মধ্যে অফিসে থাকতে বলা হয়েছে। কিন্তু গাড়ি না পেয়ে হেঁটে যাচ্ছি। সাড়ে তিনটার মধ্যে কর্মস্থলে যেতে পারব কিনা সন্দেহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

মালয়েশিয়ার পর চীন সফরে যাবেন নাহিদ

৩১ দফাই হচ্ছে আমাদের জাতীয় সনদ : সুব্রত চৌধুরী

১০

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

১১

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

১২

জেলেনস্কির টার্গেট তুরস্ক, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড

১৩

শিক্ষকের ওপর হামলা, ক্লাস বর্জন করে বিক্ষোভ

১৪

‘আপনাকে গভীরভাবে অনুভব করি প্রতি পদে পদে’

১৫

এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে প্রচার, শিক্ষা বোর্ডের বক্তব্য

১৬

হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কা দল ঘোষণা

১৭

ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের টাকা নিয়ে উধাও সমাজসেবা কর্মকর্তা

১৮

সিলেটে সাদাপাথর লুট / গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে স্থানীয় প্রশাসনের দ্বিমত

১৯

আমাদের আদর্শগত শত্রু বিজেপি, বললেন থালাপতি বিজয়

২০
X