বাংলাদেশ ছাত্রক্ষের কেন্দ্রীয় কাউন্সিল ২০২৫ সম্পন্ন হয়েছে। কমিটির নবনির্বাচিত সভাপতি নির্বাচিত হন মুহাম্মদ প্রিন্স এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন রাফিউর রহমান।
শুক্রবার (৪ জুলাই) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ৮টায় ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার সানী আব্দুল হক।
বাংলাদেশ ছাত্রপক্ষের সদস্য আরিফুল ইসলাম আবিরের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ব্যারিস্টার সানি আব্দুল হক বলেন, ‘বাংলাদেশ ছাত্রপক্ষ প্রমাণ করেছে যে ছাত্ররাজনীতির ভবিষ্যৎ গণতন্ত্র, স্বচ্ছতা ও নিয়মতান্ত্রিকতার ভিতেই নিহিত। কাউন্সিলের প্রতিটি ধাপ গঠনতান্ত্রিক নীতি মেনে পরিচালিত হয়েছে।’
ফলাফল ঘোষণা শেষে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি মিষ্টি খাইয়ে ও কেক কেটে ছাত্রপক্ষের নেতাকর্মীদের শুভকামনা জানান। উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রপক্ষ এবি পার্টির ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক, ফওজিয়া ফারিহা করবী ও রাশেদুল ইসলাম।
প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ প্রিন্স বলেন, ‘আমরা সংগঠনের গঠনতন্ত্র, ঘোষণাপত্র ও মূল আদর্শকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ থাকব। সাম্য ও অধিকার ভিত্তিক নতুন প্রজন্মের ছাত্র সংগঠনের বার্তা সারা দেশের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেব। জুলাইকে ধারণ করে এগিয়ে যাবে ছাত্রপক্ষ। আমদের সংগঠনের নেতৃত্ব হবে পরিশ্রমী, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক।’
সাধারণ সম্পাদক রাফিউর রহমান ফাত্তাহ বলেন, ‘সব কাউন্সিলর, কর্মী ও সমর্থকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলছি, আমরা সবার মতামত ও অংশগ্রহণকে সম্মান জানিয়ে আগামী দিনের সাংগঠনিক কাজ পরিচালনা করব। ছাত্রপক্ষ থাকবে গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচারের পক্ষে সক্রিয়।’
নির্বাচনের মাধ্যমে গঠিত এই কেন্দ্রীয় কমিটি আগামী মেয়াদে ছাত্রসমাজের অধিকার রক্ষায় এবং সংগঠনের নীতিগত অবস্থান রক্ষা ও বাস্তবায়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করবে বলে প্রত্যাশা জানান উপস্থিত কাউন্সিলররা।
মন্তব্য করুন