কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

১৯৯২-৯৩ সালে জন্মগ্রহণকারীরা চাকরির আবেদনে বঞ্চিত হয়েছেন : সাকি

বক্তব্য রাখছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ছবি : সংগৃহীত

যারা ১৯৯২ ও ৯৩ সালে জন্মগ্রহণ করেছেন তারা বিভিন্ন কারণে সরকারি চাকরির পরীক্ষায় অংশ নেওয়া থেকে বঞ্চিত হয়েছেন বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী। তাই একবারের জন্য হলেও তাদের সরকারি চাকরির পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত বলেও মন্তব্য করেন এই রাজনীতিবিদ।

সোমবার (১৪ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা বলেন তিনি। প্রকৃত ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী চাকরিতে আবেদন প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত ‘৩ বছর করোনায় বঞ্চিত, ব্যাকডেট বঞ্চিত, ৩২ বঞ্চিত জেনারেশনদের চাকরিতে আবেদনের সুযোগ প্রদান’ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বক্তারা বলেন, করোনা মহামারিসহ বিভিন্ন কারণে তারা সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ঠিকঠাক অংশ নিতে পারেননি। এছাড়া যখন সরকারি চাকরির বয়সসীমা ৩০ থেকে ৩২-এ উন্নীত করা হয়েছে তার সুযোগও তারা পাননি। ফলে তারা চাকরির পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছেন। জোনায়েদ সাকি বলেন, ৯২ থেকে ৯৩ সালে যারা জন্মগ্রহণ করেছেন, তারা বঞ্চনার শিকার। কারণ তারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ঠিকঠাকভাবে অংশগ্রহণ করতে পারেননি। সুতরাং বিষয়টি সরকারের মানবিকভাবে বিবেচনা করা উচিত। সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়া উচিত, যাতে এই পরীক্ষার্থীরা অন্তত একবার হলেও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে পারে।

গণসংহতি আন্দোলনের এই নেতা বলেন, জনপ্রশাসন সংক্রান্ত সংস্কার কমিটি সম্প্রতি সরকারি চাকরির বয়সসীমা ৩৫ করার সুপারিশ করেছে। এসব প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে পরীক্ষার্থীদের প্রস্তুতি নেওয়ার জন্য সময় প্রয়োজন হয়। বর্তমান সময়সীমায় তা কঠিন হয়ে ওঠে।

জোনায়েদ সাকী বলেন, এই জুলাই মাসের আন্দোলন কিন্তু মূলত চাকরির দাবিকে কেন্দ্র করেই সংগঠিত হয়েছে। কোটা সংস্কার আন্দোলনই বর্তমান উত্তাল পরিস্থিতির সূচনা করেছে। তাছাড়া আমরা তরুণদের জন্য উদ্যোক্তামুখী পরিবেশ গড়ে তুলতে পারিনি। তাই সরকারি চাকরিতে এখনো তরুণদের সুযোগটা বাড়ানো উচিত। তরুণরা ঠিকমতো চাকরি না পেলে বেকারের সংখ্যা বাড়বে, তাতে সামাজিক অস্থিরতা বাড়বে।

সংবাদ সম্মেলনে চাকরির আবেদন প্রত্যাশীরা ৩ বছর করোনায় ক্ষতিগ্রস্ত, ব্যাকডেট বঞ্চিত, ৩২ বঞ্চিত, সেশনজটসহ বিগত ১৬ বছরে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার প্রকৃত ক্ষতিগ্রস্ত কয়েকটি জেনারেশনকে সংবিধানের ২৮(৪) এবং ২৯(৩, ৪) নং ধারা বলে অন্তত করোনাকালীন সময়টা চাকরিতে আবেদনের সুযোগ দেওয়ার দাবি জানান। এসব দাবিতে তারা গত শুক্রবার (১১ জুলাই) থেকে প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুষ নেওয়ার সংবাদ প্রকাশ / সাংবাদিককে গালি দিয়ে ভূমি কর্মকর্তা ফেসবুক পোস্ট

কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস

নির্ধারিত সময়ের আগে অফিসে প্রবেশ, নারী কর্মীকে চাকরিচ্যুত করল কোম্পানি

শহীদ শিহাবের কবর জিয়ারতে জেলা এনসিপির নতুন কমিটির নেতারা

২-৪টা আসনের জন্য কারও সঙ্গে জোট করব না : নুর

‘আমাকে সাসপেন্ড করেন’ বলতে থাকা চিকিৎসককে অব্যাহতি

বাংলাদেশে খালেদা জিয়ার বিকল্প কেউ নেই : কায়কোবাদ

গণতন্ত্র উত্তরণে খালেদা জিয়ার বেঁচে থাকা জরুরি : অমিত

চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য, ৩ দিনেই ক্যানসার থেকে সুস্থ হলেন নারী

‘টাইম টু টাইম’ শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ রাখছেন ডা. জুবাইদা

১০

বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অফ কমিটমেন্টে’ বিশ্বাসী : রিজভী

১১

বছরের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে : গণশিক্ষা উপদেষ্টা

১২

মির্জা আব্বাসের আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ভিপি সাদিক কায়েম

১৩

‘দেশের অগ্রযাত্রায় প্রবাসী তরুণদের জ্ঞান-প্রযুক্তিগত দক্ষতাকে যুক্ত করতে হবে’

১৪

বাংলাদেশের সঙ্গে সমতা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা

১৫

চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮

১৬

ববি ছাত্রদলের নেতৃত্বে মোশাররফ-শান্ত-মিজান

১৭

ব্রিজ উদ্বোধনের আগেই প্যান্ডেল ভাঙচুর

১৮

কুলদীপ–প্রসিধের চার উইকেট, জয়সওয়ালের শতকে সিরিজ ভারতের

১৯

সামনের নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা : পররাষ্ট্র উপদেষ্টা

২০
X