কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১০:৫৫ এএম
অনলাইন সংস্করণ

ভাত খাওয়ার সঠিক সময় কখন? জানালেন বিশেষজ্ঞ

ভাত। ছবি : সংগৃহীত
ভাত। ছবি : সংগৃহীত

বাঙালিদের খাদ্যতালিকায় প্রথম পছন্দ ভাত। তাই বাঙালিকে মাছে-ভাতে বাঙালি বলা হয়। সারাদিন বিভিন্ন ধরনের খাবারের পর, বাঙালিদের চাই ভাত। না, শুধু ভাত হলে চলবে না। ভাতের স্বাদ বাড়াতে প্রয়োজন নানা রকম মুখরোচক ও মসলাদার তরকারি।

তবে বাঙালি এখন স্বাস্থ্য সচেতন হয়েছে। ফিট থাকতে অনেকেই বাদ দিয়েছেন ভাত খাওয়া। অনেকে দুপুরে ভাত খেলেও বাদ দিচ্ছেন রাতে খাওয়া। এখন প্রশ্ন জাগে তাহলে ভাত খাওয়া সঠিক সময় কোনটি? সম্প্রতি ভাত খাওয়ার সঠিক সময় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া

প্রতিবেদনে ডায়েটিশিয়ান দেবজানি ব্যানার্জি বলেন―বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ভাত খাওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হলো দুপুর। ধূসর চালের ভাতে থাকা ভিটামিন বি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। এ ছাড়া ভাতে ক্যালোরির পরিমাণ তুলনামূলকভাবে কম, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক এবং অন্যান্য খাবারের বিকল্প হিসেবেও কার্যকর। ফলে ভাত খেলে পেট ভরা অনুভব হয় এবং দীর্ঘ সময় ক্ষুধা লাগে না।

ঘন চাল বা সাদা চাল স্বাস্থ্যকর কি না—এ নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে। গবেষণায় দেখা গেছে, সাদা চাল বেশি খাওয়া হলেও এতে বাদামি চালের তুলনায় পুষ্টি ও ফাইবারের পরিমাণ কম। ফলে অতিরিক্ত সাদা চাল গ্রহণ রক্তে শর্করার মাত্রা বাড়ানোর ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে যাদের ডায়াবেটিসের ঝুঁকি রয়েছে, তাদের জন্য এই ঝুঁকি আরও বেশি।

অন্যদিকে, বাদামি ও লাল চালে ফাইবার, ভিটামিন ও খনিজ উপাদানের পরিমাণ তুলনামূলকভাবে অনেক বেশি। তাই যদি নিয়মিত ভাত খাওয়ার অভ্যাস থাকে, তবে পুষ্টির দিক থেকে বাদামি বা লাল চালের ভাতই হবে অধিক উপকারী ও স্বাস্থ্যকর বিকল্প।

ক্যালোরির পরিমাণ

ভাতের ক্যালোরি মূলত নির্ভর করে চালের ধরন ও আকারের ওপর। সাধারণত সবচেয়ে বেশি খাওয়া হয় সাদা চাল, যার প্রতি ১০০ গ্রাম রান্না করা ভাতে থাকে প্রায় ১৩০ ক্যালোরি। অর্থাৎ, ২০০ গ্রাম ভাতে পাওয়া যায় আনুমানিক ২৬০ ক্যালোরি। এর তুলনায় বাদামি চালে ক্যালোরির পরিমাণ কিছুটা কম—প্রতি ১০০ গ্রাম রান্না করা ভাতে থাকে প্রায় ১১০ ক্যালোরি। তবে বাদামি চাল ফাইবার, ভিটামিন ও খনিজে সমৃদ্ধ, যা দীর্ঘস্থায়ী শক্তি জোগায় এবং স্বাস্থ্যকর বিকল্প হিসেবে বিবেচিত হয়।

ভাত খাওয়ার সময় সাধারণ কিছু নিয়ম

ভাত সহজপাচ্য খাবার হলেও রাতের খাবারে ভাত খাওয়াটা স্বাস্থ্যের জন্য তেমন উপকারী নয়। বিশেষ করে যদি আপনি ওজন কমানোর চেষ্টা করেন। ভাতে প্রচুর স্টার্চ ও কার্বোহাইড্রেট থাকে, যা খাওয়ার পর দ্রুত ভেঙে গিয়ে রক্তে গ্লুকোজের মাত্রা তাৎক্ষণিকভাবে বাড়িয়ে দেয়। এর ফলে শরীরে অল্প সময়ে শক্তি মিললেও, রাতে কম শারীরিক কার্যকলাপের কারণে এই অতিরিক্ত শক্তি চর্বিতে রূপান্তরিত হয়ে যেতে পারে।

ভাত এমন একটি খাবার, যা ওজন বাড়াতে ভূমিকা রাখতে পারে। এতে কার্বোহাইড্রেটের মাধ্যমে ক্যালোরির পরিমাণ বেশি থাকে। যা অতিরিক্ত গ্রহণে শরীরে চর্বি হিসেবে জমা হতে পারে। তবে ভাত খাওয়ার পর যদি শরীরে কোনো সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে ভারতকে হারাল বাংলাদেশ

ধানমন্ডিতে আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

মেট্রোরেলে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করুন এখনই

সেপটিক ট্যাংক থেকে তিনজনের মরদেহ উদ্ধার

শিশুকে অপহরণের পর থানায় অভিযোগের পরামর্শ দেন তারা

চবিতে দুই ছাত্রকে কুপিয়ে ছাদ থেকে ফেলে নির্যাতন

ফোরজি ইন্টারনেট নিয়ে সুখবর, সেপ্টেম্বর থেকে কার্যকর

মানুষের পালানোর সব পথ বন্ধ করতে শহরের চারপাশে দেওয়া হচ্ছে মাটির দেয়াল

শুধু সৌন্দর্যে নয়, পুষ্টিগুণেও ভরপুর শাপলা

ভুলেও এআই চ্যাটবটকে যে ১০ তথ্য দেবেন না

১০

রোবটের পর এবার বিমান বানিয়ে তাক লাগাল অনুকূল

১১

হত্যাচেষ্টা মামলায় অব্যাহতি পেলেন মির্জা ফখরুল

১২

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক

১৩

একদিনে ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৮ 

১৪

বিদেশি পর্যটক ও বহিরাগতদের দখলদারিত্বের বিরুদ্ধে উত্তাল মেক্সিকো সিটি

১৫

পৃথিবীর সব কূপ কেন গোলাকার হয়? 

১৬

দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ : ইসি সচিব

১৭

সব পদ থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা বহিষ্কার

১৮

বুমরাহর সঙ্গে তুলনা নিয়ে মুখ খুললেন ওয়াসিম আকরাম

১৯

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত

২০
X