কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০১:০৬ এএম
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৭:০৮ এএম
অনলাইন সংস্করণ

সোহাগকে বাঁচাতে কেন এগিয়ে আসেননি বাহিনীর সদস্যরা, জানালেন আনসারপ্রধান

আনসার ডিজি মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ছবি : সংগৃহীত
আনসার ডিজি মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ছবি : সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড হাসপাতাল) ৩ নম্বর গেটের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার সময় ১০০ গজ দূরেই ছিল আনসার ক্যাম্প। হত্যাকাণ্ডের সময় বাহিনীর কোনো সদস্য তাকে বাঁচাতে এগিয়ে না আসায় আলোচনা-সমালোচনা চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ও রাজনৈতিক পরিসরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা সরকারের ব্যর্থতার কথা বলা হচ্ছে। রাজনীতিবিদরাও প্রশ্ন তুলছেন, পাশে আনসার ক্যাম্প থাকার পরও কেন তারা এগিয়ে আসেনি?

রোববার (১৩ জুলাই) জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী রংপুরে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেখানে থেকে ১০০ গজের মধ্যে আনসার ক্যাম্প ছিল; আনসারদের হাতে অস্ত্রও ছিল; কিন্তু কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেননি। অর্থাৎ বর্তমান সরকার পুলিশ প্রশাসনের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না। সরকারের সঙ্গে প্রশাসনের সমন্বয় দেখা যাচ্ছে না, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয় দেখা যাচ্ছে না।’

এর আগে শনিবার (১২ জুলাই) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এমন প্রশ্ন রেখে বলেন, ‘সোহাগের হত্যাকাণ্ড নিয়ে অনেক কথা হচ্ছে, আমি যদি প্রশ্ন করি ১০০ মিটারের মধ্যে আনসার ক্যাম্প তারা কী করল? আমি যদি প্রশ্ন করি, পুলিশ কী করল? আমি যদি প্রশ্ন করি, ভিডিও না আসা পর্যন্ত সরকার কী করল? দে হ্যাভ টু আনসার ইট।’

তবে এ ঘটনায় আনসার সদস্যদের দায়িত্ব পালনে অবহেলা বা দায় ছিল না বলে মনে করেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেছেন, ঘটনার দিন আনসার সদস্যরা হাসপাতালের নির্ধারিত রোস্টার অনুযায়ী দায়িত্ব পালন করেছেন। রোস্টার অনুযায়ী হাসপাতালের গেটের বাইরে স্বপ্রণোদিত হয়ে আনসার সদস্যদের দায়িত্ব পালনের সুযোগ ছিল না।

রোববার বিকেলে রাজধানীর খিলগাঁও সদর দপ্তরে সংবাদ সম্মেলনে আনসার সদস্যদের দায়িত্ব পালনের পরিধি ও রোস্টার তুলে ধরে মোতালেব সাজ্জাদ মাহমুদ জানান, সোহাগ হত্যার ঘটনা হাসপাতালের তিন নম্বর গেটে। সেদিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৩ নম্বর গেটে রোস্টার অনুযায়ী দায়িত্ব পালন করেছেন একজন আনসার সদস্য। এরপর সেখানে আনসার সদস্যের উপস্থিতি ছিল না। হাসপাতালে মোট নিয়োজিত আনসার সদস্যের সংখ্যা ৮০ জন। তাদের মধ্যে রোস্টার অনুযায়ী, সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২৪টি স্পটে দায়িত্ব পালন করেন ২৫ জন আনসার সদস্য।

আনসার ডিজি আরও বলেন, ‘হাসপাতালের কোথায় ও কীভাবে আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন, সেটা নির্ধারণ করে হাসপাতাল কর্তৃপক্ষ তথা ডিরেক্টর ও ডিডি (প্রশাসন)। সোহাগ হত্যার ঘটনা বিকেল ৫টা ৫০ মিনিটে। তখন ঘটনাস্থল ৩ নম্বর গেটে দায়িত্ব পালন অবস্থায় কোনো আনসার সদস্যকে রাখেনি হাসপাতাল কর্তৃপক্ষ। সুতরাং সোহাগ হত্যার ঘটনায় আনসার সদস্যদের অবহেলা বা ব্যত্যয় দেখার কোনো সুযোগ নেই।’

ঘটনার সময় শত শত লোক সেখানে উপস্থিত ছিল, তা উল্লেখ করে মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ‘তাদের কেউ কেউ ভিডিও করছিলেন, কেউ কিন্তু নিকটস্থ আনসার ক্যাম্পে খবর দেননি, কল করেননি। কেউ ক্যাম্পে গিয়ে ঘটনা সম্পর্কে বলেননি। শুধু তা-ই নয়, হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডারকেও জানাননি। যখন প্লাটুন কমান্ডার খবর পেয়েছেন, তখন তিনি ঘটনাস্থলে দৌড়ে আসেন, তখন ভুক্তভোগীর বুকের ওপরে উন্মত্ততা চলছিল। এরপর তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেন। পরে ভুক্তভোগীকে টেনে গেটের ভেতরে নেওয়া হয়।’

তিনি অভিযোগ করে বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। হাসপাতালের বাইরের ঘটনা বলে আনসারকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি ব্যবস্থা নেওয়ার জন্য।’

প্রশ্ন রেখে আবদুল মোতালেব বলেন, ‘দায়িত্বপ্রাপ্ত এলাকায় সাধারণের নিরাপত্তা নিশ্চিত করা আনসারের কাজ। কিন্তু ৩ নম্বর গেট এলাকায় তখন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা ছিল না। তখন রোস্টার অনুযায়ী, আনসার সদস্যদের ডিউটিও ছিল না। তাহলে আনসার সদস্যদের দায়িত্বে অবহেলা কোথায়? কেউ তো খবর দেননি। যতক্ষণে প্লাটুন কমান্ডার খবর পেয়েছেন, ততক্ষণে “টু লেট”, ঘটনা শেষ! তা ছাড়া হাসপাতাল কর্তৃপক্ষও কোনো ব্যবস্থা নিতে বলেনি।’

আনসার বাহিনীর প্রধান বলেন, ‘এই মর্মান্তিক ঘটনায় দেশের প্রত্যেক সচেতন নাগরিকের মতো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬১ লাখ সদস্য গভীরভাবে শোকাহত। আমরা নিহত ব্যক্তির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তবে এ ঘটনার পর আনসার সদস্যদের দায়িত্ব পালনে অপেশাদারত্বের অভিযোগ তোলার সুযোগ নেই।’

তিনি বলেন, ‘আনসার সদস্যরা কীভাবে দায়িত্ব পালন করবেন, তার রেসপনসিবিলিটি হাসপাতাল কর্তৃপক্ষের। হাসপাতাল কর্তৃপক্ষ নির্দেশনা না দিলে আনসার সদস্যরা স্বপ্রণোদিতভাবে যাওয়ার সুযোগ নেই। হাসপাতাল কর্তৃপক্ষের ডিরেকশনই ছিল, গেটের বাইরের ঘটনায় আনসার সদস্যদের যাওয়ার সুযোগ নেই।’

আনসার সদস্যদের হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে কি না—এমন প্রশ্নে ডিজি বলেন, ‘হাসপাতালের ডিরেক্টরের নির্দেশনাই মানবে আনসার। হাসপাতালের ভেতরে যদি ঘটত, তাহলে সেলফ ডিফেন্স হিসেবে আনসার সদস্যরা নির্দেশনা অনুযায়ী কাজ করবেন। কারণ, আনসারের কাজই কর্তব্যরত এরিয়ায় সিভিলিয়ানদের নিরাপত্তা দেওয়া। তারা (হাসপাতাল কর্তৃপক্ষ) যেভাবে নির্দেশনা দেয়, সেভাবেই দায়িত্ব পালন করেন। সেখানে রোস্টার, কর্তব্যরত এরিয়ার বাইরে আনসার সদস্যদের যাওয়ার সুযোগ ছিল না।’

আনসার বাহিনীর প্রধান বলেন, ‘আমরা নানা সময় পরিদর্শন করি, নিরাপত্তা ইস্যুজ দেখি, পরামর্শ দিই। সিসিটিভি ক্যামেরা স্থাপনের কথা বলি। আমরা যদি কোথাও নিরাপত্তা ইস্যুজ দেখি, তখন জানাই। দায়িত্ব পালনে সমস্যা হলে আমরা আনসার ডিপ্লয়মেন্ট প্রত্যাহারও করি। কিন্তু সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেটা পারি না। যদি সেটা পারতাম, তাহলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আনসার সদস্যদের প্রত্যাহার করে নিতাম।’

মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ‘এমন প্রেক্ষাপটে, যেখানে আনসার সদস্যদের ব্যারাক থেকে কেউ তাদের খবর দেয়নি বা তাদের সামনে ঘটনা ঘটেনি, সেখানে দায়িত্বে অবহেলার প্রশ্নই ওঠে না। একটি পেশাদার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এ ধরনের ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচার দুঃখজনক ও গভীরভাবে হতাশাজনক।’

গত ৯ জুলাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন ভাঙাড়ি ব্যবসায় চাঁদা দাবি নিয়ে নির্মম এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। লাল চাঁদ ওরফে সোহাগ নামের এক ব্যবসায়ী স্থানীয় একদল সন্ত্রাসীর নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। তার শরীরের ওপর ভারী কংক্রিটের টুকরা দিকে তাকে হত্যা করা হয়। এরপর তার লাশের ওপর নৃত্য করা হয়, যা সারা দেশে আলোড়ন সৃষ্টি করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

হারের পর চেলসির তারকাকে ঘুষি মারার চেষ্টা পিএসজি কোচের!

১৪ জুলাই: আজকের রাশিফলে কী আছে জেনে নিন

দুর্দান্ত জয়ের পর লিটনের আত্মবিশ্বাসী বার্তা

আলকারাজকে হারিয়ে প্রথম উইম্বলডন শিরোপা জিতলেন সিনার

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

পাসপোর্ট অফিসে ৩ রোহিঙ্গা আটক

খুলনায় খাদ্য কর্মকর্তাকে অপহরণ

গুজব উড়িয়ে দিল ইরাক ও তুরস্ক

জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে

১০

এবার রণবীর সিংয়ের সঙ্গে অ্যাকশন করবেন ববি 

১১

১৩০০ নম্বরের মধ্যে ১২৮৩ পাওয়া দৃষ্টির দায়িত্ব নিল বিএনপি 

১২

ফিরে দেখা ১৪ জুলাই / দাবি আদায়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি, ২৪ ঘণ্টার আলটিমেটাম

১৩

বিসিকে ১৮৫ পদে নিয়োগ, অনলাইন আবেদন চলছে

১৪

বিকেল থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাবি স্টেশন

১৫

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি গ্রেপ্তার 

১৬

যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে ভয়াবহ দাবানল

১৭

মেঘনা গ্রুপে আকর্ষণীয় পদে নিয়োগ

১৮

গাজায় মোট মৃত্যু ৫৮ হাজার ছাড়াল

১৯

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

২০
X