রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনায় বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, নেজামে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দল গভীর শোক প্রকাশ করেছে।
সোমবার (২১ জুলাই) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে চলমান জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্বের ১৬তম দিনের আলোচনা দুর্ঘটনার পরপরই মুলতবি ঘোষণা করা হয়। এরপর দলগুলোর পক্ষে নেতারা শোকবার্তা দেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বিমানটি মাইলস্টোন স্কুলের ওপর বিধ্বস্ত হয়েছে, যেখানে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল। এ দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, আমরা তাদের শহীদ বলেই মনে করি।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, আমরা নিহতদের জন্য দোয়া করি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং নিহতদের পরিবারকে যথাযথ সহায়তা প্রদান করা সরকারের দায়িত্ব। আমরা ঘনবসতিপূর্ণ এলাকায় বিমানের প্রশিক্ষণ কার্যক্রম পুনর্বিবেচনার দাবি জানাই।
দলগুলোর পক্ষ থেকে নিহতদের আত্মার শান্তি কামনা এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
এর আগে, দুপুরে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। তখন স্কুল শাখায় প্রথম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস চলছিল। হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়ায় শিক্ষার্থী ও শিক্ষকরা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে অভিভাবকরাও দ্রুত সেখানে ছুটে যান। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। বেশ কয়েকজন হতাহত হয়েছে। এ ঘটনায় শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
মন্তব্য করুন