ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম (শায়খে চরমোনাই) অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন। তিনি দেশবাসীর দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর পুর্ব নির্ধারিত দলের রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে খুলনা বাবরী চত্ত্বরে সমাবেশে যোগ দিতে নির্ধারিত সময়ের আগেই খুলনায় পৌঁছেন। কিন্তু হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে, বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন। ওইদিন খুলনায় চিকিৎসা গ্রহণ করেন।
উন্নত চিকিৎসার জন্য সোমবার (৪ সেপ্টেম্বর) ঢাকায় একটি হাসপাতালে ভর্তি হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
তবে তার স্বাস্থ্যের অবস্থা কিছুটা ভালোর দিকে। তিনি এবং তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর আন্তরিক দোয়া কামনা করেছেন।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর (চরমোনাই পীর) গতকাল সোমবার সন্ধ্যায় হাসপাতালে তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং আশু সুস্থতা কামনা করে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করেন।
মন্তব্য করুন