বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদল দোয়া মাহফিলের আয়োজন করে। কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার (১৭ আগস্ট) এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ডা. মো. মেহেদী হাসান সাকিব ও সদস্য সচিব ডা. সাদবিন নেওয়াজের নেতৃত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কোষাধ্যক্ষ, ড্যাব মিটফোর্ড হাসপাতাল শাখার সভাপতি ও সসমেক ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. মেহেদী হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) প্রক্টর ও সসমেক ছাত্রদলের সাবেক সভাপতি ডা. শেখ ফরহাদ। এছাড়া দোয়া মাহফিলে সসমেক ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত থেকে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন।
মন্তব্য করুন