কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৮ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

‘মানুষ চায়, খালেদা জিয়া সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসুক’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শান্তিপূর্ণভাবে একদফার আন্দোলন চলছে। জনগণ ইতোমধ্যে আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। একদফার এই আন্দোলনেই জনগণের চূড়ান্ত বিজয় হবে। তিনি আরও বলেন, দেশের মানুষ এই সরকারের পদত্যাগ চায়, পতন চায়। জনগণ আর এই সরকারকে এক মুহূর্তও ক্ষমতায় দেখতে চায় না।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক দোয়া ও মিলাদ মাহফিলে এসব কথা বলেন টুকু। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিল হয়।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের মানুষ চায় বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসুক। আজকে যে ফ্যাসিবাদের শাসন চলছে, অত্যাচার-নির্যাতন চলছে, গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে- এসব করে কোনো কাজ হবে না, আন্দোলন চলবেই। জনসম্পৃক্ত চলমান আন্দোলনেই এই সরকারের পতন ঘটবে।

তিনি বলেন, দেশের মানুষ গণতন্ত্র চায়। আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য রাজপথে আছি। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমরা আন্দোলনে এই সরকারকে বিদায় করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে যুবদল সভাপতি বলেন, আসুন- আমরা সবাই ঐক্যবদ্ধ হই। একদফার আন্দোলনকে আরও জোরদার করতে রাজপথে নেমে আসি। দেশের এই অবস্থার একমাত্র সমাধান রাজপথেই হবে। দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে আরও উপস্থিত ছিলেন- যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সিনিয়র সহসভাপতি মামুন হাসান, সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, রুহুল আমিন আকিল, গোলাম মোস্তফা সাগর, হারুনুর রশীদ শিশির, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী, জব্বার খান, অ্যাড. আজিজুর রহমান আকন্দ, ইয়াসিন ফেরদৌস মুরাদ, সহসাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, শাহ নাসির উদ্দিন রুমন, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন, তথ্য ও গবেষণা সম্পাদক শফিকুল ইসলাম শফিক প্রমুখ নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও শারীরিক সুস্থতা কামনা এবং জিয়া পরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

ঢাকায় কখন হতে পারে বজ্রবৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

৫ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতি, ক্লু পাচ্ছে না পুলিশ

পাতানো জালে আটকা নিখোঁজ বৃদ্ধের লাশ

ভারত বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না : মুশফিকুর রহমান

সিলেটে যানজট মোকাবিলায় এনসিপির ২৭ প্রস্তাবনা

এক মাস পর খুলছে বাকৃবি, সেশনজটের শঙ্কা

মানুষের কাছে জাগপার বার্তা পৌঁছে দিতে হবে : রাশেদ প্রধান 

১০

গাজীপুরে রাতের আঁধারে সড়কে ঝরল ৩ প্রাণ

১১

তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন

১২

আ. লীগের সহসম্পাদক ব্যারিস্টার হাবিব গ্রেপ্তার

১৩

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

১৪

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছন্নতা অভিযান

১৫

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

১৬

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

১৭

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে মারধর

১৮

মাউন্ট-সেশকোর গোলে ম্যানইউর স্বস্তির জয়

১৯

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

২০
X