

বিপিএলের ১৪তম ম্যাচে কাইল মেয়ার্সের বিধ্বংসী ব্যাটিংয়ে অনায়াস জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালসকে ৫ উইকেটে হারিয়েছে তারা। ১৭০ রানের লক্ষ্য ৭ বল হাতে রেখেই পূরণ করে নেয় রংপুর।
টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর। ব্যাট করতে নেমে চট্টগ্রাম শুরুটা ভালো করতে পারেনি। ওপেনিং জুটিতে নাঈম শেখ ও অ্যাডাম রসিংটন যোগ করেন ২২ রান। ১৫ বলে ১৬ রান করে নাঈম ফিরে গেলে চাপ পড়ে শুরুতেই। তিন নম্বরে নামা মাহমুদুল হাসান জয়ও বেশি সময় টিকতে পারেননি, ৭ বলে ১২ রান করে বিদায় নেন তিনি।
পাওয়ারপ্লে শেষে দুই উইকেট হারিয়ে চট্টগ্রামের সংগ্রহ দাঁড়ায় ৪৮ রান। এরপর রসিংটনের সঙ্গে জুটি গড়ে তোলেন হাসান নওয়াজ। দুজন মিলে ইনিংসকে এগিয়ে নেন সচেতন ব্যাটিংয়ে। রসিংটন তুলে নেন নিজের ফিফটি, তবে এরপরই থামতে হয় তাকে। ৪১ বলে ৫৮ রান করে দলীয় ১৩০ রানের মাথায় আউট হন তিনি।
এরপর দ্রুত উইকেট হারায় চট্টগ্রাম। নওয়াজ ৩৮ বলে ৪৬ রান করে ফিফটি ছোঁয়ার আগেই বিদায় নেন। আসিফ আলী করেন মাত্র ১ রান। শেষ দিকে শেখ মেহেদী হাসান ও আমের জামালের ঝোড়ো ব্যাটিংয়ে চট্টগ্রাম পৌঁছে যায় ১৬৯ রানে। মেহেদী ৭ বলে ১৩ এবং আমের জামাল ১০ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন।
রংপুরের বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান ও আকিফ জাভেদ দুটি করে উইকেট নেন। একটি উইকেট পান রাকিবুল হাসান।
লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই আগ্রাসী রংপুর। ওপেনার কাইল মেয়ার্স একাই ম্যাচের রাশ নিজের হাতে তুলে নেন। শুরু থেকেই চট্টগ্রামের বোলারদের ওপর ঝাঁপিয়ে পড়েন তিনি। অন্য প্রান্তে লিটন দাস ৮ বলে ১০ রান করে ফিরে যান। পাওয়ারপ্লেতে এক উইকেট হারিয়ে রংপুর তোলে ৭২ রান।
২৫ বলেই ফিফটি পূর্ণ করেন মেয়ার্স। ৫০ রানের ঝড়ো ইনিংস খেলে দলীয় ৮০ রানে আউট হন তিনি, কিন্তু ততক্ষণে ম্যাচ কার্যত রংপুরের নিয়ন্ত্রণে। তিন নম্বরে নামা ডেভিড মালান ধীরগতির ব্যাটিংয়ে ৩০ বলে ৩০ রান করেন। তাওহিদ হৃদয় করেন ১৫ বলে ১৭ রান।
শেষ দিকে খুশদিল শাহ ও মাহমুদউল্লাহ রিয়াদ দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় নিশ্চিত করেন। খুশদিল ১২ বলে ২২ রান করেন। মাহমুদউল্লাহ ১৯ বলে অপরাজিত ৩০ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। অধিনায়ক নুরুল হাসান সোহান ৪ বলে ৩ রান করে অপরাজিত থাকেন।
চট্টগ্রামের হয়ে শরিফুল ইসলাম নেন তিনটি উইকেট। একটি করে উইকেট পান আবু হায়দার রনি ও আমের জামাল।
সব মিলিয়ে, মেয়ার্সের ঝড়ো ব্যাটিংয়ে লক্ষ্য তাড়া সহজ করে নেয় রংপুর, আরেকটি আত্মবিশ্বাসী জয় যোগ হয় তাদের ঝুলিতে।
মন্তব্য করুন