কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

একটি ভালো নির্বাচনের জন্যই দীর্ঘ আন্দোলন-সংগ্রাম হয়েছে : লায়ন ফারুক

বক্তব্য রাখেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা লায়ন মো. ফারুক রহমান। ছবি : কালবেলা
বক্তব্য রাখেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা লায়ন মো. ফারুক রহমান। ছবি : কালবেলা

বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো গণতন্ত্র পুনরুদ্ধারে একটি ভালো নির্বাচনের জন্যই দীর্ঘ ১৬-১৭ বছর রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে বলে জানিয়েছেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা লায়ন মো. ফারুক রহমান।

তিনি বলেন, সবাইকে মানুষের আস্থা অর্জনে কাজ করতে হবে। মানুষ এখন অনেক সচেতন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ১২ দলীয় জোটের উদ্যোগে ‘আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ও নির্বাচন বানচালের চক্রান্ত রুখে দাও’ শীর্ষক এক সমাবেশে লায়ন ফারুক এ কথা বলেন।

১২ দলীয় জোটের অন্যতম এই শীর্ষ নেতা বলেন, পতিত স্বৈরাচার প্রশাসন, ব্যাংক, বিমাসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মাধ্যমে দেশকে পেছনের দিকে নিয়ে গিয়েছিল। তারা গালভরা উন্নয়নের গল্প শুনিয়ে দেশকে পরনির্ভরশীল করে তুলেছিল। দেশের সব পর্যায় লুটপাটের আখড়ায় পরিণত করেছিল।

তিনি বলেন, কৃষিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত কৃষকদের কোনো ডাটাবেজ নেই। ভবিষ্যতে এটা তৈরি করে দেশকে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তুলতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্যহীন রাষ্ট্র এবং সামাজিক ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে হবে। দেশের প্রায় এক কোটি প্রতিবন্ধীকে বিভিন্নভাবে সহায়তার মাধ্যমে সমাজ ও উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে হবে। দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে নতুন নতুন পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে।

লায়ন ফারুক রহমান বলেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গড়বার সময় এখন, যে বাংলাদেশের স্বপ্ন দেখেন ১৮ কোটি জনতা। যে বাংলাদেশে মানুষে মানুষে কোনো বৈষম্য থাকবে না। ধর্মীয় বিশ্বাস কিংবা রাজনৈতিক দর্শনের কারণে কোনো মানুষের মধ্যে পার্থক্য করা হবে না-এমন বাংলাদেশই আজ মানুষের প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণের জন্য ১৮ কোটি মানুষ যে ব্যক্তির দিকে তাকিয়ে আছেন, তিনি আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবাই গত ১৬ বছর তারেক রহমানের সহযাত্রী ছিলেন বলেই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করে সকলকে রাজপথে থাকার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে এবং বাংলাদেশ এলডিপির মহাসচিব তমিজ উদ্দিন টিটুর সঞ্চালনায় সমাবেশে বাংলাদেশ এলডিপির শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় পার্টির (কাজী জাফর) আহসান হাবিব লিংকন, বাংলাদেশ কল্যাণ পার্টির শামসুদ্দিন পারভেজ, ইসলামিক পার্টির আবুল কাশেম, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল করিম, ইউনাইটেড লিবারেল পার্টির আমিনুল ইসলাম, নয়া গণতান্ত্রিক পার্টির এম এ মান্নান, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের (পিএনপি) ফিরোজ মো. লিটন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, ঢাকা মহানগর সভাপতি মাইদুল ইসলাম আসাদসহ ১২ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপান যাচ্ছেন এনসিপির ৩ নেতা

একযোগে ইসির আরও ৬১ কর্মকর্তা বদলি

জাকসুর ফলাফল ঘোষণা নিয়ে এল নতুন সিদ্ধান্ত

হংকংয়ের বিপক্ষে শুরুতেই সাফল্য বাংলাদেশের

ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে ২ তরুণ নিহত

৬ দেশে আক্রমণের পর ইসরায়েলে পাল্টা হামলা

অপহরণ লিবিয়ায়, মুক্তিপণের টাকা লেনদেন বাংলাদেশে

প্রেসক্রিপশনের ছবি তুলতে পারবে না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা

কৃষি শিক্ষা ও গবেষণায় আরও বেশি জোর দেওয়া প্রয়োজন

সাবেক এমপি দিদার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

১০

আইফোন ১৭-এর দাম যত থেকে শুরু

১১

জাকসুতে কত শতাংশ ভোট পড়েছে, জানাল কমিশন

১২

অস্ট্রেলিয়া সফরের আগে রোহিতের স্পষ্ট বার্তা

১৩

‘চাকসুতে অংশ নেবে কিনা ভেবে দেখছে ছাত্রদল’

১৪

৪৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

১৫

চাকসু নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা বয়কট করল ছাত্রদল

১৬

রাকসুর নারী ভিপি প্রার্থী তাসিনের নেতৃত্বে প্যানেল ঘোষণা

১৭

আল্লাহর কাছে দোয়া করেন যেন জাকসু নির্বাচনটাও সুষ্ঠু হয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৮

বাংলাদেশের নতুন প্যাসেঞ্জার ভেহিকেল বাজারে হুন্ডাই এখন ১ নম্বরে!

১৯

গ্রিন চট্টগ্রাম গড়তে ১০ লাখ গাছ লাগানোর ঘোষণা মেয়রের

২০
X