শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিপন্থি ডিপ্লোমা প্রকৌশলীদের বিতর্কিত কমিটি বাতিলের দাবি বঞ্চিতদের

প্রতিবাদ সভা। ছবি : কালবেলা
প্রতিবাদ সভা। ছবি : কালবেলা

বিএনপিপন্থি ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিইএব) বিতর্কিত কমিটি ঘোষণায় প্রতিবাদ জানিয়েছেন পদবঞ্চিতরা। তাদের অভিযোগ, বিএনপির কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে, দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে এই বিতর্কিত কমিটি ঘোষণা করা হয়েছে। তাই অবিলম্বে বিতর্কিত কমিটি বাতিল করার দাবি জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে এক ‘প্রতিবাদ সভায়’ এই দাবি জানান ডিইএবের পদবঞ্চিতরা।

গত ৩০ আগস্ট মো. হানিফকে আহ্বায়ক ও কাজী সাখাওয়াত হোসেনকে সদস্য সচিব করে ডিইএবের ৩৩ সদস্যের কমিটি গঠন করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তখন এ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন পদবঞ্চিতরা।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে সুবিধাবাদীদের সমন্বয়ে ডিইএবের ৩৩ সদস্যের কমিটি অনুমোদন নেওয়া হয়েছে। এ কমিটির ২৩ জনই বিতর্কিত, সুবিধাবাদী, শিবির ও আওয়ামী লীগ আশীর্বাদপুষ্ট। যাদের বিগত ১৭ বছরে দলের দুর্দিনে কোনো কর্মসূচিতে দেখা যায়নি। বিশেষ করে কমিটির আহ্বায়ক মো. হানিফ ছাত্রজীবন থেকে শিবিরের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তিনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে শিবির সমর্থিত ভিপি প্রার্থী হয়ে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী ইবনে ফজল সাইফুজ্জামান সন্টুর কাছে পরাজিত হয়েছেন।

এ ছাড়া অন্যরা বিভিন্ন সময়ে আওয়ামী লীগ ও জামায়াতের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় অংশ নিয়েছেন। যা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। সভা থেকে অবিলম্বে এই বিতর্কিত কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে ডিইএবের কমিটি পুনর্গঠন ও অনুমোদনের জন্য বিএনপির শীর্ষ নেতাদের প্রতি আহ্বান জানানো হয়।

ডিইএবের রাজশাহী বিভাগের সাবেক সভাপতি প্রকৌশলী তৈয়েবুর রহমান মুকুলের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন ডিইএবের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গোলাম কিবরিয়া রুবেল। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, প্রকৌশলী ইয়াকুব আলী ফকির, এইচ এম মিলন পাটোয়ারী, এস এম কালাম হোসেন, মো. আলমগীর হোসেন, জাহাঙ্গীর আলম, নিজাম উদ্দিন, রফিকুল ইসলাম সোহেল, আব্দুল গণি, আইনুল আলম, এস এম ফিরোজ, সাহাব উদ্দিন সাবু, মোয়াজ্জেম হোসেন, পারভেজ মোশাররফ রাঢ়ী, আবু হানিফ, তুহিনুজ্জামান, শহিদুজ্জামান, শফিকুল ইসলাম, মোরশেদ আলম, ইমরান বিপু, শফিকুল ইসলাম, রবিউল ইসলাম মুসা, দেবাশীষ ভৌমিক, ওবায়দুল আলম প্রমুখ।

এ ছাড়া সভায় ডিইএবের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও বরিশাল বিভাগের নেতা, সরকারের বিভিন্ন সংস্থায় কর্মরত প্রকৌশলী এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র-শিক্ষকেরা সংহতি জানিয়ে বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাগরে ফের লঘুচাপের আভাস, বাড়বে বৃষ্টি

লিটন-হৃদয়ের ব্যাটে ভর করে টাইগারদের সহজ জয়

আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত

শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

‘জাকসুর ফল না নিয়ে যাব না’, সিনেট ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

বৃষ্টি বাড়বে না কমবে, জানাল আবহাওয়া অফিস

ডাক্তার না হয়েও দাঁত ও চোখের চিকিৎসা করেন দুই ভাই

৫৪৭ শিক্ষকের এমপিও নিয়ে সিদ্ধান্ত জানাল মাউশি

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত 

জাকসু বর্জনে ছাত্রদলকে যে পরামর্শ দিলেন মির্জা গালিব

১০

মাসোহারা দিয়ে তিস্তা ব্যারাজ পার হচ্ছে পণ্যবাহী ট্রাক

১১

জাগরণী থিয়েটারের নতুন প্রযোজনা ‘কাদামাটি’

১২

ডিএনসিসি প্রশাসক / ‘রাইট পারসন রাইট টাইমে রাইট জায়গায় থাকায় জলাবদ্ধতা হয়নি’

১৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে উৎসবমুখর

১৪

কারামুক্ত হলেন সাবেক ডিসি সুলতানা

১৫

জাকসুর ভোট গণনা শুরু, প্রদর্শিত হচ্ছে এলইডি স্ক্রিনে

১৬

রমনা কালী মন্দিরের সভাপতি অপর্ণা, সম্পাদক মিল্টন বৈদ্য 

১৭

জাকসু নির্বাচন বর্জনের পর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৮

মোংলা বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড

১৯

জাকসু বানচালের চক্রান্ত সফল হবে না : এনসিপি নেতা

২০
X