ন্যাশনাল পিপিল পার্টি (এপিপি)র চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছি। ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছি। যাকে ধানের শীষ প্রতীক দেওয়া হবে তাকে নির্বাচিত করতে হবে। সামনে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে সকলে মিলে দেশ গড়বো।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে নড়াইল টাউনবাড়ি কালী মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বী সবার কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারদীয় শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
এ সময় তিনি আরও বলেন হিন্দু মুসলিম ভাই ভাই। একটি কুচক্রী মহল হিন্দুদের সাথে মোসলমানদের ফ্যাতনা বাদিয়ে দেওয়ার চেষ্টা করে। সেই কুচক্রী মহল থেকে আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। তিনি আরও বলেন ধর্ম যারযার উৎসব সবার।
নড়াইল-২ আসনে মনোনয়ন প্রত্যাশী ফরিদুজ্জামান আরও বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বান অনুষ্ঠিত হবে। আমরা নড়াইলবাসী নড়াইল- ২ আসনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চায়। এজন্য সকলকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান। টাউন কালিবাড়ি পূজা মণ্ডপ ও মিতালী সংঘ পূজা মণ্ডপে ২ লাখ টাকার অনুদান প্রদানের ঘোষণা দেন।
এসময় নড়াইল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মোস্ত, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক সালেহা বেগম, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুসা মোল্যা, নড়াইল জেলা এনপিপি সভাপতি শরীফ মুনির হোসেন, আনোয়ার হোসেন খান, বেলাল আহম্মেদ, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অশোক কুন্ডু, অ্যাডভোকেট সঞ্জিব কুমার বসু, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সজিব বিল্লাহ সজিব সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি নড়াইলের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
এর আগে রবিবার রাতে তিনি লোহাগড়া উপজেলা ও পৌর শহরের বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন করেন এবং আর্থিক অনুদান দেন। এসময় তিনি ছাতড়া নামজজ্ঞ খোলা মন্দিরে ১ লাখ টাকা অনুদান দেন।
মন্তব্য করুন