১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেছেন, ‘দীর্ঘ দেড় দশকের আন্দোলন-সংগ্রামের পথ ধরে চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার নিঃস্বার্থ আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হয়েছে। গণতন্ত্রের পথে ফের দেশের যাত্রা শুরু হয়েছে। এখন গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করে সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে গণতন্ত্রকামী দলগুলোসহ সবাইকে একযোগে, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
বুধবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লায়ন ফারুক বলেন, ‘গণআন্দোলনে আওয়ামী স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে যে সম্ভাবনার দিকগুলো উন্মোচিত হয়েছে, ধাপে ধাপে সেটার সফল বাস্তবায়ন করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা বিধানের জন্যই রাষ্ট্রীয়ভাবে বহুদলীয় গণতন্ত্রের চর্চা ও ধারা শুরু করতে হবে।’
তিনি বলেন, ‘ন্যাশনাল লেবার পার্টি গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ গণমানুষের দল। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নে পার্টির সকল নেতাকর্মী নিরলস, একনিষ্ঠ ও আপসহীন লক্ষ্যে স্থির। ন্যাশনাল লেবার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর এই মহান দিনে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে, সংগঠনকে আরও সুসংহত ও গতিশীল করার জন্য মনেপ্রাণে উদ্যোগী হওয়ার আহ্বান জানাচ্ছি।’
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এ ছাড়া আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, ন্যাশনাল লেবার পার্টির মহাসচিব লায়ন অ্যাড. মো. জাকির হোসেন, দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, ঢাকা মহানগর ন্যাশনাল লেবার পার্টির সভাপতি মাইদুল ইসলাম আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান, ন্যাশনাল লেবার পার্টির অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান, আন্তর্জাতিক সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, কেন্দ্রীয় সদস্য মো. আনিসুর রহমান, মনিরুল ইসলাম খোকন, আক্তারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে দুদু লায়ন ফারুকসহ দলটির নেতাদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
মন্তব্য করুন