

মেধা-প্রযুক্তিনির্ভর ও দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে বলে মন্তব্য করেছেন জয়পুরহাট-২ আসনে (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) মনোনয়নপ্রত্যাশী প্রকৌশলী আমিনুর ইসলাম (সিআইপি)।
শুক্রবার (২৪ অক্টোবর) আমিনুর তার নির্বাচনী এলাকায় বিএনপি প্রণীত রাষ্ট্র কাঠামো ৩১ দফা নিয়ে গণসংযোগকালে তিনি এই মন্তব্য করেন।
ক্ষেতলাল থানার ভাসিলা, করিমপুর মোড় থেকে শুরু করে কালাই থানার পাঁচগ্রাম, পুনট বাজার, কালাই সদর বাসস্ট্যান্ড এবং নিচিন্তা বাজার ও ইটাগেলা বাজার পর্যন্ত গণসংযোগ করেন প্রকৌশলী আমিনুর ইসলাম।
তিনি স্থানীয়দের উদ্দেশে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শকে হৃদয়ে ধারণ করে নির্বাচনী এলাকার প্রতিটি প্রান্তরে জনসম্পৃক্ততা বৃদ্ধিতে নিবেদিত হয়ে কাজ করছি। তার গণসংযোগ কর্মসূচিটি ছিল অত্যন্ত গঠনমূলক, সুশৃঙ্খল ও পরিকল্পিত।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ জয়পুরহাট-২ আসনে একজন তরুণ, শিক্ষিত ও কর্মদক্ষ ব্যক্তিকে এমপি হিসেবে দেখতে চান বলে জানান তিনি।
গণসংযোগে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অংশ নেন কালাই থানা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম ফকির, যুগ্ম আহ্বায়ক তাজউদ্দীন, কালাই থানা বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান তালুকদার, নাফসি তালুকদার, পুনট ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন, সাংগঠনিক সম্পাদক হান্নান, কালাই থানা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কাফি এবং কালাই স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনজুমসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম আরও বলেন, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের সংগ্রামী চেতনা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে ৩১ দফা বাস্তবায়নে আমরা এই আসনের মানুষের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
স্থানীয়রা জানান, ইঞ্জিনিয়ার আমিনুর ইসলামের এই গণসংযোগ কেবল একটি নির্বাচনী প্রচারণা নয়, বরং এটি একটি সামাজিক- রাজনৈতিক প্রক্রিয়া যার মাধ্যমে তিনি জনগণের আশা-আকাঙ্ক্ষা ও চাহিদা সরাসরি উপলব্ধি করতে সক্ষম হচ্ছেন। কেননা, আমিনুর ইসলামের মধ্যে তারা খুঁজে পাচ্ছেন একজন আধুনিক, শিক্ষিত ও গণমুখী নেতৃত্বের প্রতিচ্ছবি। তার পরিকল্পনাবদ্ধ ও গঠনমূলক পদক্ষেপ এই অঞ্চলের উন্নয়নের জন্য ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।
মন্তব্য করুন