

বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মনোনীত হয়েছেন ড্যাব সিলেট জেলার সাধারণ সম্পাদক ডা. মো. শাকিলুর রহমান।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ড্যাবের পূর্ণাঙ্গ কমিটিতে তাকে এই পদ দেওয়ার কথা জানানো হয়। ড্যাবের সর্বমোট ২৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বিএনপি।
এর আগে গত ৯ আগস্ট ড্যাবের কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেদিন অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও ডা. জহিরুল ইসলাম শাকিলের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ প্যানেল জয়লাভ করে।
জানা গেছে, ডা. শাকিলুর রহমান একজন বিশেষজ্ঞ চিকিৎসক, রাজনীতিবীদ ও সমাজকর্মী হিসেবে পরিচিত। তিনি সিলেট জেলা ছাত্রদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও পরবর্তীতে সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন। ছাত্ররাজনীতি শেষে তিনি সিলেট জেলা ড্যাবের দপ্তর সম্পাদক হওয়ার মাধ্যমে পেশাজীবী রাজনীতিতে পদার্পণ করেন। ডা. শাকিল নিজস্ব মেধা গুণে ২০১৯ সালের ‘ড্যাব’ সিলেট জেলার কাউন্সিলে চিকিৎসকদের বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হোন। নবগঠিত ড্যাবের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ার মাধ্যমে তাকে সিলেট বিভাগের ৪টি জেলা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে ড্যাবের কার্যক্রম সুসংগঠিত ও গতিশীল করার সাংগঠনিক দায়িত্ব প্রধান করা হলো।
ছাত্রজীবন থেকে প্রচণ্ড মেধাবী ডা. শাকিল বাংলাদেশ থেকে এমবিবিএস পাস করে যুক্তরাজ্যের ‘চেষ্টার মেডিকেল বিশ্ববিদ্যালয়’ থেকে ডায়াবেটিস ও এন্ডোক্রাইন বিশেষজ্ঞ হিসাবে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি সিলেটের খ্যাতিমান শিক্ষাপ্রতিষ্ঠান জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরে তিনি সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং বারডেম হাসপাতাল থেকে ডায়াবেটিসের ওপর উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন করে সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে এনেস্থেসিয়া ও আইসিইউ বিভাগে চিকিৎসক হিসাবে কর্মজীবন শুরু করেন।
সিলেট মহানগরের স্থায়ী বাসিন্দা আজিজুর রহমান ও রাবেয়া বেগমের বড় ছেলে ডা. শাকিলের পরিবারিক নিবাস কুলাউড়ার উপজেলার জয়চন্ডি ইউনিয়নে। এছাড়াও ডা. শাকিলুর রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনের সিলেট বিভাগের কো-অর্ডিনেটর হিসাবে দায়িত্ব পালন করছেন, তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) ও জেডআরএফ এর আজীবন সদস্য।
মন্তব্য করুন