সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের মারধরের বিচার ও ক্ষতিপূরণ দাবি ড্যাফোডিল উপাচার্যের

সংবাদ সম্মেলনে উপাচার্য প্রফেসর ড. এম আর কবির, প্রো ভাইস চ্যান্সেলর মাসুম ইকবাল ও এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে উপাচার্য প্রফেসর ড. এম আর কবির, প্রো ভাইস চ্যান্সেলর মাসুম ইকবাল ও এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান। ছবি : কালবেলা

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জিম্মি করে পিটিয়ে গুরুতর আহত করার বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন উপাচার্য প্রফেসর ড. এম আর কবির। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নে অবস্থিত ইউনিভার্সিটির আমিনুল ইসলাম হলে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

প্রফেসর ড. এম আর কবির বলেন, এ ঘটনায় মামলা কে করবে এটা নিয়ে আমি কথা বলতে পারব না। আমরা আইন মেনে চলতে সব সময় চেষ্টা করছি। আমরা যদি প্রতিবেদন করি তাহলে যে করেছে, সে এর জবাব দেবে। এখানে বহিরাগতদের কাণ্ড কিনা, আমাদের কাণ্ড বা ওদের কাণ্ড কিনা এটাতো কনফিউজিং। এ ধাপে এসে আমরা এখনো নির্ধারণ করতে পারিনি কে কাজটা করেছে। কিন্তু আমরা উদ্ধার করতে চেষ্টা করছি।

তিনি আরও বলেন, আমরা নিজস্বভাবে তদন্ত করছি। এতে ছয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি আগামী সাত দিনের ভেতরে প্রতিবেদন জমা দেবে। এ ছাড়া ইউজিসি স্বাধীনভাবে তদন্ত করবে বলে জানিয়েছে।

উপাচার্য বলেন, এ মুহূর্তে ইউজিসি ও সরকারের যে নির্দেশনা সেটা হলো- এমন কিছু আমরা না করি যাতে অন্য ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় বা কোনো রকমের অশান্ত পরিস্থিতি ঘটে। আমরা সকালেও ডিন স্যারদের সঙ্গে বসেছি, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী ড্যাফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর শরীরে থুথু নিক্ষেপ করলে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। পরে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের হলে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। রোববার রাত ৯টার পরে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের যেখানেই পেয়েছে সেখান থেকে জিম্মি করেছে। পরে ড্যাফোডিলের শিক্ষার্থীরা তাদের বন্ধুদের সিটি ইউনিভার্সিটি থেকে উদ্ধার করতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে।

ড. এম আর কবির বলেন, সোমবার বিকেল ৩টা পর্যন্ত সিটি ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ক্ষতিপূরণের নামে জিম্মি করে রাখা হয়। এ সময় প্রাণনাশের হুমকি দিয়ে মিথ্যা জবানবন্দি আদায়সহ মিথ্যা মিডিয়া কাভারেজ করানো হয়েছে।

শিক্ষার্থীদের প্রাণনাশের চেষ্টা করা হয়েছে উল্লেখ করে ড্যাফোডিলের উপাচার্য বলেন, আহত ও সংকটাপূর্ণ শিক্ষার্থীদের চিকিৎসায় বিলম্ব জীবননাশের প্রচেষ্টার শামিল। একই সঙ্গে সারাদিন আটক শিক্ষার্থীদের সঙ্গে অস্ত্র রাখার নাটকের কথা উল্লেখ করলেও মঞ্জুরি কমিশনের হস্তান্তরের সময় সেই অভিযোগ অনুপস্থিত ছিল। এর অর্থ হলো এরা নিজেরাই অস্ত্রের কথা মিথ্যা বলেছিল। না হয় অস্ত্রগুলো তাদেরই ছিল এবং তারাই রেখে দিয়েছে।

ড. এম আর কবির বলেন, এছাড়া রোববার রাতে ইউনিভার্সিটিতে দেড় কোটি টাকা নাকি ক্যাশ জমা ছিল। পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটিয়ে টাকা চুরিসহ অন্যান্য দায়ভার নিরপরাধ শিক্ষার্থীদের ওপর চাপানো উদ্দেশ্যপ্রণোদিত। শুধু ভাঙচুর নয়, ড্যাফোডিলের শিক্ষার্থীদের জিম্মি করে পিটিয়ে গুরুতর আহত করার বিচার ও ক্ষতিপূরণ দিতে হবে। বর্তমানে ছয়জন শিক্ষার্থী আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান, প্রো ভাইস চ্যান্সেলর মাসুম ইকবাল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবিতে জমা পড়ল ৯০০ পৃষ্ঠার বিপিএল দুর্নীতির তদন্ত প্রতিবেদন

সাভারে বিশ্ববিদ্যালয় সংঘর্ষে তদন্ত কমিটি, থানায় অভিযোগ দায়ের

খড়ের মাঠ দখল নিয়ে গোলাগুলি, নিহত বেড়ে ৩

গাজায় নতুন করে তীব্র হামলার নির্দেশ নেতানিয়াহুর

বাংলাদেশের জাকাত ব্যবস্থাকে আদর্শ মডেল বিবেচনা করে মালদ্বীপ

ইসলামী ব্যাংকের সঙ্গে জামায়াতের সম্পর্ক স্পষ্ট করলেন গোলাম পরওয়ার

মেঘনায় ইলিশ কম, ধরা পড়ছে জাটকা

হোমনায় আজিজুর রহমান মোল্লার ৩১ দফার লিফলেট বিতরণ

‘মনোনয়ন পাওয়ার পর মিছিল ও মিষ্টি বিতরণ করা যাবে না’

সেদিন আ.লীগের নৃশংসতা অবাক বিস্ময়ে দেখেছে বিশ্ববাসী : রাশেদ প্রধান

১০

ইতিহাসের কলঙ্কিত অধ্যায় ২৮ অক্টোবর : মুহাম্মদ শাহজাহান

১১

পে স্কেলে সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের ২ দাবি

১২

হত্যা মামলার ২০ বছর পর ৪ জনের যাবজ্জীবন

১৩

ট্রেলারেই বাজিমাত করলেন রবি তেজা-শ্রীলীলা

১৪

নারায়ণগঞ্জে মাসুদুজ্জামান মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ 

১৫

রাবিতে সাড়ে ৩ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন

১৬

গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক / শীর্ষ ৬ নেতার আসন সম্পর্কে জানতে চাইল বিএনপি

১৭

গাজায় ইসরায়েলি বাহিনীর ওপর হামলা

১৮

ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে : মীর হেলাল

১৯

হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে ৯ দালাল আটক

২০
X