অবিলম্বে বর্তমান আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবি করেছে প্রকৌশলীদের সংগঠন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ (অ্যাব)। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বাদ জুমা রাজধানীতে বিএনপি আয়োজিত সমাবেশে অংশ নিয়ে এই দাবি জানান অ্যাব নেতারা।
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সরকার পদত্যাগের এক দফা এবং মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হয়। এতে সংহতি জানিয়ে যোগ দেন প্রকৌশলী নেতারা। অ্যাবের মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক এবং অ্যাবের সিনিয়র সহসভাপতি প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, সহসভাপতি মো. মোস্তাফা-ই জামান সেলিম (সিআইপি), সিনিয়র যুগ্ম মহাসচিব প্রকৌশলী কেএম আসাদুজ্জামান চুন্নু, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরীসহ অনেকেই।
প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার, মানবাধিকার কেড়ে নিয়ে দেশকে গণতন্ত্রহীন করেছে। এই সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। তারা আবারও ভোটারবিহীন একতরফা নির্বাচনের লক্ষ্যে সারা দেশে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে হয়রানি করছে। তবে এসব করে এই সরকারের শেষ রক্ষা হবে না। তিনি অবিলম্বে সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তির দাবি জানান।
প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল বলেন, বর্তমান সরকার জাতির সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় টিকে আছে। এই সরকার জনগণের ভোটাধিকার ও বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে। এরা দেশে আবারও একদলীয় স্বৈরাচারী শাসন কায়েম করতে চায়। কিন্তু দেশের জনগণ বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে। তাদের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না।
প্রকৌশলী মা. মোস্তাফা-ই জামান সেলিম বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। বর্তমান অনির্বাচিত ও অবৈধ সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। তারা পুলিশ-প্রশাসনকে ব্যবহারের মাধ্যমে নিশিরাতে ভোট করে ক্ষমতায় আছে। আজকে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে নিবন্ধ প্রকাশিত হচ্ছে। কারণ বাংলাদেশের গণতন্ত্র লাইফ সাপোর্টে আছে। গণতন্ত্রহীন বাংলাদেশ আজ চরম ক্রান্তিকালে উপনীত হয়েছে। তবে এবার বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দিবে। আমরা লড়াই করেই এই সরকারের পতন ঘটাব ইনশাআল্লাহ।
মন্তব্য করুন