গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন, গত কয়েকটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। এই অবৈধ সরকার আরও একবার একতরফা নির্বাচন করার পাঁয়তারা করছে। জীবন দিয়ে হলেও এই নীল নকশার নির্বাচন প্রতিহত করা হবে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কাওরান বাজারে একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণতন্ত্র মঞ্চের পদযাত্রাপূর্ব এক সংক্ষিপ্ত গণসমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ঢাকায় গত বৃহস্পতিবার চারজন মানুষ মারা গেছে। এই হলো, সরকারেরর উন্নয়ন। জিনিসপত্রের দাম আকাশচুম্বী হয়েছে, তারা দাম কমাতে পারে না। এই সরকারের অঙ্গীকারের কোনো দাম নেই, কেউ তাদের বিশ্বাস করে না। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে- এটা সারা দুনিয়ার মানুষ বিশ্বাস করে না। যে কারণে ইউরোপীয় ইউনিয়ন পাতানো নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, কয়েক ঘণ্টার বৃষ্টিতে ঢাকার রাস্তায় নৌকা নেমে গেছে। এই হলো সরকারের উন্নয়ন। এই সরকার এতই বেহায়া, তারা আর একটা সাজানো নির্বাচন করতে যাচ্ছে। তারা লুটপাটের সিন্ডিকেট তৈরি করে বাজারে আগুন ধরিয়ে দিয়েছে এবং লুটপাটের মাফিয়া সিন্ডিকেটের স্বার্থ রক্ষার জন্য আরও একবার নীল নকশার নির্বাচন করার পাঁয়তারা করছে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমম্বয়কারী জোনায়েদ সাকি বলেন, অবৈধ সরকার ভয় দেখিয়ে ক্ষমতায় রয়েছে। বিরোধীরা যাতে ভোটে না আসে, তার জন্য সরকার সব আয়োজন করছে। তিনি দাবি করেন, গণতন্ত্র মঞ্চ আগামীর বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশ বানানোর জন্য লড়াই করছে।
ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক ড. আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন- জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, জেএসডির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান সাজু, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা বাচ্চু ভূঁইয়া, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান হাবীব, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, অর্থনৈতিক সমন্বয়ক দিদারুল ভুঁইয়া প্রমুখ। সমাবেশ শেষে গণতন্ত্র মঞ্চের পদযাত্রা কাওরান বাজার থেকে হাতিরপুল হয়ে কাঁটাবন মোড়ে গিয়ে শেষ হয়।
মন্তব্য করুন