বাংলাদেশে দুইটা বিরোধী দল রয়েছে দাবি করে সরকার দলীয় সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেছেন, ‘একটা হচ্ছে সংসদে সরকারের বিরোধী দল। রাস্তায় আরেকটা রাষ্ট্রের বিরোধী দল। এ অবস্থা থেকে মুক্তি পেতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
সোমবার (১৯ জুন) জাতীয় সংসদে ২০২৩–২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, ‘জনগণ বলে ওরা (বিএনপি) যতই লাফালাফি করুক আমরা শেখ হাসিনাকে ভোট দেব। ওদেরকে (বিএনপি) ভোট দেব না। কারণ ওরা ভোট ডাকাত, চোর, অত্যাচার, নির্যাতনের মাধ্যমে ক্ষমতায় এসেছিল। আজকে আবার তারা হত্যার হুমকি দিয়ে, রক্তপাতের হুমকি দিয়ে..তারা যে এ সমস্ত কথা বলে জনগণ তাদের মোকাবিলা করতে পারে।’
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় যারা আমাদের বিরোধিতা করেছিল, আজকে আবার তারা বিভিন্ন জায়গা থেকে সরব হয়েছে। দেশেও সরব হয়েছে, বিদেশেও সরব হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়ার একটা কমিটি আছে তারা এ ষড়যন্ত্র করছে। এটার প্রধান হচ্ছে বাংলাদেশের একজন কুখ্যাত রাজাকারের নাতি। এগুলো মনে রাখতে হবে। আমাদের সরকারের গোয়েন্দাদের মাধ্যমে বাইর করতে হবে এরা কারা। যারা দেশের ভাবমূর্তিকে সারা পৃথিবীতে নষ্ট করার চেষ্টা করছে।’
মন্তব্য করুন