কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

শিবিরের ১২ নেতার মুক্তি দাবি ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্যের

শিবিরের বিক্ষোভ। ছবি : সংগৃহীত
শিবিরের বিক্ষোভ। ছবি : সংগৃহীত

ঢাকায় ইসলামী ছাত্রশিবিরের মিছিল থেকে ১২ নেতাকর্মীকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানিয়েছে ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্য। বুধবার (১১ অক্টোবর) রাতে এক যৌথ বিবৃতিতে ছাত্রঐক্যের সমন্বয়ক রাশেদ ইকবাল খান, মশিউর রহমান খান রিচার্ড এবং আরিফুল ইসলাম আদীব এই দাবি জানান।

ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্যের সমন্বয় পরিষদের সদস্য শ্যামল চন্দ্র সরকার প্রেরিত বিবৃতিতে ছাত্র জোটের নেতারা বলেন, বর্তমান সরকার তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে বিরোধীদের ওপর দমন-পীড়ন, হামলা-মামলার পথ বেছে নিয়েছে। গণতান্ত্রিক পরিসরকে সংকুচিত করা হয়েছে। তারই অংশ হিসেবে বুধবার (১১ অক্টোবর) রাজধানীতে ৭ দফা দাবিতে ছাত্রশিবিরের শান্তিপূর্ণ মিছিল থেকে ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্রশিবির শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচি পালন করলেও পুলিশ সেখানে বেআইনি ও দায়িত্বহীন কাজ করেছে। আমরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে আমরা অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানাচ্ছি।

তারা আরও বলেন, গ্রেপ্তার-নির্যাতন করে আসলে সরকারের শেষ রক্ষা হবে না। দেশে জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও সন্ত্রাস-দখলদারিত্বমুক্ত নিরাপত্তা ক্যাম্পাসের দাবিতে আমাাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা মনে করি, এটি শুধু আমাদের লড়াই নয়- এ লড়াই বাংলাদেশের সমস্ত মানুষের। এই লড়াইকে বেগবান করতে যার যার জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে।

প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর নয় দফার ভিত্তিতে বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের শরিক ১৫টি ছাত্র সংগঠনের সমন্বয়ে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্য’ নামে নতুন ছাত্র জোটের আত্মপ্রকাশ ঘটে। ছাত্র সংগঠনগুলো হলো- জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদ (নুর), ছাত্রলীগ (জেএসডি), গণতান্ত্রিক ছাত্রদল (এলডিপি), নাগরিক ছাত্রঐক্য, জাগপা ছাত্রলীগ (জাগপা-তাসমিয়া), ছাত্রফোরাম (গণফোরাম-মন্টু), ভাসানী ছাত্রপরিষদ, জাতীয় ছাত্রসমাজ (কাজী জাফর), জাতীয় ছাত্রসমাজ (বিজেপি-পার্থ), জাগপা ছাত্রলীগ (জাগপা-লুৎফর), ছাত্র জমিয়ত বাংলাদেশ, বিপ্লবী ছাত্র সংহতি এবং রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন। তবে এই ছাত্রঐক্যে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির নেই।

এই ছাত্রজোট সরকারের পদত্যাগের একদফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনে সহযোগী শক্তি হিসেবে কাজ করবে। আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) ফ্যাসিবাদ বিরোধী ছাত্রঐক্যের উদ্যোগে ঢাকায় ছাত্র কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, শিগগিরই নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামবে তারা। একপর্যায়ে ইসলামী ছাত্রশিবিরও পৃথক কর্মসূচি নিয়ে ছাত্রজোটের সঙ্গে যুগপৎ ধারায় আন্দোলনে সম্পৃক্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্রমতে, এ লক্ষ্যে ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রঐক্যের আলোচনা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণখেলাপি হওয়ায় মনোনয়ন বাতিল, যা বললেন বিএনপির প্রার্থী রফিকুল

গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন খালেদা জিয়া : সেলিমুজ্জামান

সাংবাদিক জাহিদ রিপন মারা গেছেন

জাতীয় ছাত্র-শক্তি নেতার পদত্যাগ

শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় যুবকদের নেশা মুক্ত করতে হবে : শেখ আব্দুল্লাহ 

এক সঙ্গে ধরা পড়ল ৬৭৭টি লাল কোরাল

ঐক্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি : কবীর ভূঁইয়া

বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ২

প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ‘রোহিঙ্গা’ বললেন রুমিন ফারহানা

বিএনপি থেকে আ.লীগে যোগ দেওয়া সেই একরামুজ্জামানের স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার

১০

ঋণখেলাপি হওয়ায় মনোনয়ন বাতিল আরেক বিএনপি প্রার্থীর

১১

নির্বাচনে খরচ করতে রুমিন ফারহানাকে টাকা দিলেন বৃদ্ধা

১২

বিএনপি নেতা আলমগীর হত্যার মূল শুটার গ্রেপ্তার

১৩

ইরানজুড়ে ইন্টারনেট বন্ধ

১৪

ইসলামী মূল্যবোধেই রাজনীতি করবে বিএনপি : ইশরাক

১৫

বাস উল্টে নিহত ২

১৬

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে আইনি নোটিশ

১৭

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

১৮

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

১৯

ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর : মান্নান

২০
X