কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০২:১০ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচ দফা দাবিতে রাজধানীতে শ্রমিক ঐক্য ফ্রন্টের বিক্ষোভ

রাজধানীতে শ্রমিক ঐক্য ফ্রন্টের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ছবি : কালবেলা
রাজধানীতে শ্রমিক ঐক্য ফ্রন্টের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ছবি : কালবেলা

পাঁচ দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক ঐক্য ফ্রন্ট। শুক্রবার (১৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে ফ্রন্টের নেতাকর্মীরা।

মিছিল উত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, দেশে আজ গণতন্ত্র নেই। বিগত দুটি নির্বাচনে শ্রমজীবী মানুষরা ভোট দেওয়ার সুযোগ পায়নি। তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে।

শ্রমিক নেতা শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে এতে আরও বক্তব্য রাখেন রিকশা শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. মুহিব্বুল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম, এইচ এম আতিকুর রহমান ও শাহ আজিজ সুজন প্রমুখ।

অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সরকার লাগাম টানতে পারছে না। সরকার ব্যর্থ হয়েছে। স্বল্প আয়ের মানুষ আজ দিশেহারা। তারা আজ অনাহারে-অর্ধাহারে আছে। কিন্তু সরকার দীর্ঘ সময়েও বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ ব্যর্থ হয়েছে। গার্মেন্টসে প্রতিনিয়ত শ্রমিক ছাঁটাই হচ্ছে। সরকার ছাঁটাই বন্ধ করার কোনো উদ্যোগ গ্রহণ করছে না। দেশের সকল শ্রমিক সংগঠন বর্তমান বাস্তবতায় ন্যূনতম মজুরি কাঠামো গঠন করার জোর দাবি জানিয়ে আসছে। কিন্তু সরকার এতেও কর্ণপাত করছে না। তারা ন্যূনতম মজুরি নিয়ে গড়িমসি করছে। আমরা অবিলম্বে শ্রমিকদের ন্যূনতম মজুরি গঠনের দাবি জানাচ্ছি।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নানামুখী ষড়যন্ত্র চলছে। দীর্ঘ ১৫ বছর যাবৎ মানুষ একদলীয় শাসনে পিষ্ট হয়ে গেছে। দেশে আজকে গণতন্ত্র, মানবাধিকার নেই। আজকে দেশে শ্রমিকের অধিকার নেই। বর্তমান সরকার গণতন্ত্র হরণ করে শ্রমজীবী মানুষের সকল অধিকার হরণ করে নিয়েছে। শ্রমজীবী মানুষ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। অবিলম্বে আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। শ্রমজীবী মানুষ ভোট দিতে চায়। তারা গণতন্ত্র ফেরত চায়। তারা ২০১৪ ও ২০১৮ সালে ভোট দেওয়ার সুযোগ পায় নাই।

অবিলম্বে বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। বর্তমান সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তাদের অবশ্যই বিদায় নিতে হবে। দেশের রাজনৈতিক পরিবেশ খারাপ হোক আমরা চাই না। আমরা গণতন্ত্র চাই। গণতান্ত্রিক সরকার চাই। যারা শ্রমজীবী মানুষের ভোটের ও ভাতের অধিকার নিশ্চিত করবে। যারা শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করবে। বর্তমান সরকারের কোনো জবাবদিহি নেই। দায়বদ্ধতা নেই। আমরা জবাবদিহিমূলক সরকার চাই। দায়বদ্ধতা মুক্ত সরকারকে শ্রমজীবী মানুষ আর একদিনও ক্ষমতায় দেখতে চায় না। শ্রমিকের ভাত ও ভোটের অধিকার আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আমাদের সংগ্রাম চলছে এবং চলবে। আগামী দিনের আন্দোলন সংগ্রামে শ্রমজীবী মানুষরা অতীতের ন্যায় সংগ্রামী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আইইবির দোয়া ও শীতবস্ত্র বিতরণ

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮

কোনো দুষ্কৃতিকারী বিএনপি করতে পারবে না : রবিউল আলম

রবীন্দ্র কুঠিবাড়ির বকুলতলায় স্পাইনাল কর্ড ইনজুরিদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

আ.লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

কবিতা মানুষের মনে সৌন্দর্য, অনুভূতি ও ভাবনা নিয়ে আসে : আবদুল্লাহ আবু সায়ীদ

খালেদা জিয়া ছিলেন জাতীয়তাবাদী শক্তির আদর্শ : পিএনপি

সাতক্ষীরার তরুণদের মধ্যে বিপুল প্রতিভা রয়েছে : মিঠু

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

আ.লীগকে প্রশ্রয়দাতাদের প্রতিরোধ করতে হবে : মির্জা আব্বাস

১০

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ শ্রমিকের

১১

ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, মূলহোতা নারী গ্রেপ্তার

১২

খালেদা জিয়া ছিলেন দৃঢ় সংকল্প ও দূরদর্শী নেতৃত্বের প্রতীক : কবীর ভূইয়া

১৩

ট্রাম্পের সঙ্গে পুরস্কার ভাগাভাগি, যা বলছে নোবেল কমিটি

১৪

ঢাবিতে ৩ দিনব্যাপী নন-ফিকশন বইমেলা শুরু

১৫

চুরির অপবাদে মাইকিং, ফল ব্যবসায়ীর ‘আত্মহত্যা’

১৬

একটানে জালে উঠল ৪০০ মণ ছুরি মাছ

১৭

জাপার ভাঙা অফিসে গণভোট প্রচারের ঘোষণা

১৮

তারেক রহমানের সঙ্গে জমিয়ত ও ইসলামী ঐক্যজোটের সাক্ষাৎ

১৯

জামায়াত কর্মীকে গুলি করে হত্যা

২০
X