গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ বিএনপি কার্যালয়ে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের ময়মনসিংহ বিভাগীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ দাবি করেন তিনি।
নজরুল ইসলাম বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই। নির্বাচন কমিশনও এ কথা স্বীকার করছেন যে- অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর নির্বাচনের যে অনুকূল পরিবেশ তা নেই। অথচ সরকার জোর করে নির্বাচনের নামে আবারও প্রহসন করতে চায়।
তিনি বলেন, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। অন্যথায় জনগণ সমুচিত জবাব দেবে।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা সবাইকে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, মহাসমাবেশ থেকে সরকার পতনের মহাযাত্রা শুরু হবে। এ সময় তিনি দলীয় নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি সরকারের দমনপীড়ন উপেক্ষা করে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে চূড়ান্ত আন্দোলনে শামিল হওয়ারও আহ্বান জানান।
বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সভাপতিত্বে এবং সহসাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, জলবায়ু পরিবর্তনবিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহধর্মবিষয়ক সম্পাদক আবদুল বারী ড্যানী, সহকৃষিবিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল ফারুক, সদস্য সিরাজুল হক, ডা. মাহবুবুর রহমান লিটন, মাহমুদুল হক রুবেল, মজিবুর রহমান ইকবাল, লায়লা বেগম, ড. অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহিন, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক শেখ আমজাদ আলী, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার, নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হক, শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হজরত আলী, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যে প্রমাণ হচ্ছে- সরকারের আয়ু যত শেষ হয়ে আসছে, সরকার ততই বেপরোয়া হয়ে উঠছে, উসকানি ও সন্ত্রাসমূলক কথা বলছে। তিনি সবাইকে জীবন বাজি ধরে একদফার চূড়ান্ত আন্দোলন সফল করার আহ্বান জানান।
মন্তব্য করুন