কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০৮:০৯ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ দেশব্যাপী শিবিরের শোডাউন

নোয়াখালী জেলা শাখার বিক্ষোভ মিছিল।
নোয়াখালী জেলা শাখার বিক্ষোভ মিছিল।

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণসহ ৭ দফা দাবিতে সারা দেশে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন শাখা।

মিছিল ও সমাবেশে শাখাগুলোর বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যাক নেতাকর্মী অংশগ্রহণ করে। মিছিলোত্তর সমাবেশে শিবির নেতারা বলেন, ‘অগণতান্ত্রিকভাবে অর্জিত অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সর্বজনস্বীকৃত তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ক্ষমতার অপব্যবহার করে বাতিল করেছে। জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। তারা আগামীতে আবারো অবৈধ পন্থায় রাতের ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করতে চায়। কিন্তু এবার জনগণ তাদের অধিকার নিয়ে সোচ্চার এবং সচেতন। ফ্যাসিবাদী সরকারের ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেবে না; বরং ভোট চুরি প্রতিহত করবে। গণদাবি আদায়ের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করেই ছাড়বে ছাত্রজনতা।

নেতারা ৭ দফা দাবি আদায় ও অবৈধ সরকারের পতন নিশ্চিত করে প্রিয় মাতৃভূমিকে রক্ষায় ছাত্রসমাজকে রাজপথে বলিষ্ঠ ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।

নোয়াখালী জেলা

সকাল ৯টায় কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক নুরুল ইসলামের নেতৃত্বে নোয়াখালী জেলা শাখার বিক্ষোভ মিছিলটি বিশ্বনাথ থেকে শুরু হয়ে পৌর বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পাবনা জেলা

পাবনা জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক সাখাওয়াত হোসেনের নেতৃত্বে সকালে বিক্ষোভ মিছিলটি চাপা মসজিদ থেকে শুরু হয়ে চারতলা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বগুড়া জেলা

কেন্দ্রীয় ছাত্র আন্দোলন ও বিতর্ক সম্পাদক আব্দুর রহিমের নেতৃত্বে বগুড়া জেলা শাখার বিক্ষোভ মিছিলটি সকাল ৯টায় মাটিডালি থেকে শুরু হয়ে বিমানচত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল জেলা

সকাল ৯টায় কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য আসাদুজ্জামানের নেতৃত্বে টাঙ্গাইল জেলার বিক্ষোভ মিছিলটি টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে নতুন বাস স্ট্যান্ডের আগে কুমুদিনী কলেজ গেট গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার জেলা

একই দাবিতে সাড়ে ৯টায় কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সদস্য মোহাম্মদ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে মৌলভীবাজার জেলার বিক্ষোভ মিছিলটি বড়লেখা শহরের প্রথম থেকে শুরু হয়ে ইসলামিয়া মার্কেটের সামনে সমাবেশে মিলিত হয়। এ সময় মৌলভীবাজার শহর ও জেলা শাখা সভাপতি এবং সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

চাঁদপুর জেলা

চাঁদপুর জেলা শাখা সকাল ৯টায় কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু করে বাবুরহাট কলেজ গেট থেকে শুরু হয়ে কুমিল্লা-মতলব রোডের চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পঞ্চগড় জেলা

সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য আবুল কালাম আযাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পঞ্চগড় টুনিরহাট রোডের রেজিস্ট্রি অফিস থেকে শুরু হয়ে টুনিরহাট বাজারের চৌরাস্তা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ফরিদপুর জেলা

সকাল ৯টায় কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মো. জাবের হোসাইনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মধুখালী মরিচ বাজার থেকে শুরু হয়ে হাসপাতাল গেটে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর জেলা

সকাল ৯টায় লক্ষ্মীপুর জেলা শাখার বিক্ষোভ মিছিলটি ইটের পোল থেকে শুরু হয়ে বাস টার্মিনাল গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ জেলা

সকাল ৭টা ৩০ মিনিটে সিরাজগঞ্জ জেলা শাখার বিক্ষোভ মিছিলটি শহরের শিয়ালকোল কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে শিয়ালকোল বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া জেলা

কুষ্টিয়া জেলা শাখার মিছিলটি সকাল ৯.৩০ মিনিটে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ফুলতলা মোড় থেকে শুরু হয়ে চৌড়হাস মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ফেনী জেলা

সকাল সাড়ে ৮টায় ফেনী জেলার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ফেনী শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়কের ফেনী কমিউনিটি সেন্ট্রারের সামনে থেকে শুরু হয়ে মহিপাল প্লাজার সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম জেলা

সকাল ৭টায় কুড়িগ্রাম জেলার বিশাল বিক্ষোভ মিছিলটি কুড়িগ্রাম সদর মাঠের পাড় বাজার থেকে শুরু হয়ে পুরাতন বাসস্টান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা

সকাল সাড়ে ৯ মিনিটে বিক্ষোভ মিছিলটি ব্রাহ্মণবাড়িয়ার কুটি-চৌমুহনী থেকে শুরু হয়ে সেন্ট্রাল হাসপাতালের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গাইবান্ধা জেলা

বিকাল ৪টায় গাইবান্ধা জেলার বিক্ষোভ মিছিলটি গাইবান্ধা শহরের ঢোলভাঙা সিএনজি স্ট্যান্ড থেকে শুরু হয়ে ব্রিজ গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ ছাড়াও যশোর জেলা, দিনাজপুর জেলা, সুনামগঞ্জ জেলা, ঝিনাইদহ জেলা ৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এলডিসি উত্তরণ ও বন্দর নিয়ে কেবল নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিতে পারে’

দেশের ৮১ সরকারি কলেজ স্থান পেল ‘এ’ ক্যাটাগরিতে

স্ট্রোক করে চবি শিক্ষার্থীর মৃত্যু

চলন্ত ট্রেনে পপকর্ন বিক্রেতাকে হত্যা

আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, গ্রেপ্তার ২৪

বস্তিবাসীর জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও স্থায়ী পুনর্বাসনের আশ্বাস আমিনুল হকের

দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: সাকি

তিন মামলায় আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি গ্রেপ্তার

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে : ডা. শাহাবুদ্দিন

১০

‘যারা কাসেমীর ফাঁদে পড়েছ, আমার সঙ্গে যোগাযোগ করো’

১১

ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

১২

বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘ ইতালির আত্মপ্রকাশ

১৩

শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়া পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

১৪

‘হাসিনার কালো আইন বাতিল করুন, না হয় নিবন্ধন দিন’

১৫

বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬

আহত শিশুকে নেওয়া হলো হাসপাতালে, সড়কে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত

১৭

বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৮

যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের ২ সদস্য বরখাস্ত

১৯

দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

২০
X