আগামীকাল শনিবার ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বেশকিছু নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন।
তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় হারানোর ভয়ে উন্মাদ হয়ে গেছে। এখন নিজেরা না পেরে পুলিশ বাহিনীকে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে। তিনি বিনা কারণে নেতাকর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন তিনি।
গ্রেপ্তার নেতাকর্মীরা হলেন-
১. মো. মাহবুবুর রহমান। সদস্য সচিব, বংশাল থানা স্বেচ্ছাসেবক দল।
২. মিজানুর রহমান পলাশ। সদস্য সচিব, ২৪ নম্বর ওয়ার্ড লালবাগ থানা স্বেচ্ছাসেবক দল।
৩. নিরব হোসেন সুমন। ২৯ নম্বর ওয়ার্ড, স্বেচ্ছাসেবক নেতা। চকবাজার থানা স্বেচ্ছাসেবক দল।
৪. আবুল হোসেন জনি। যুগ্ম আহবায়ক, গেন্ডারিয়া থানা স্বেচ্ছাসেবক দল।
৫. মো. সমীর হোসেন অপু। ৩৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক নেতা, বংশাল থানা।
৬. মো. রতন চৌধুরী। সদস্য, লালবাগ থানা স্বেচ্ছাসেবক দল।
৭. ওলী খান। আহ্বায়ক ৪৩ নম্বর ওয়ার্ড, সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক দল।
৮. মো. রিপন। সদস্য, ৫৬ নম্বর ওয়ার্ড কামরাঙ্গীরচর থানা স্বেচ্ছাসেবক দল
৯. মোহাম্মদ আরিছ। স্বেচ্ছাসেবক নেতা, বংশাল থানা।
১০. নাসির মাহমুদ। আহ্বায়ক, কদমতলী থানা স্বেচ্ছাসেবক দল।
১১. আজিজুল হক রাজিব। ৩৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক নেতা, বংশাল থানা।
১২. মো. নিজাম হাওলাদার। আহ্বায়ক, ৬১ নম্বর ওয়ার্ড কদমতলী থানা স্বেচ্ছাসেবক।
১৩. মো. সায়েম হোসেন। সদস্য সচিব, ৬১ নম্বর ওয়ার্ড কদমতলী থানা স্বেচ্ছাসেবক।
১৪. মকবুল হোসেন। সদস্য সচিব, ৬০ নম্বর ওয়ার্ড কদমতলী থানা স্বেচ্ছাসেবক।
১৫. আল আমিন হীরা। সদস্য সচিব, ৫৩ নম্বর ওয়ার্ড কদমতলী থানা স্বেচ্ছাসেবক।
১৬. রাশেদ খান রাজীব। পল্টন থানা স্বেচ্ছাসেবক নেতা।
১৭. নবী হোসেন। বিবি ইউনিট সভাপতি, ২০ নম্বর ওয়ার্ড শাহবাগ থানা।
১৮. মো. রুবেল আহমেদ। ৩৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক নেতা, বংশাল থানা।
১৯. মো. রাকিবুল হক সরকার। সাবেক যুগ্ম আহ্বায়ক, মুগদা থানা।
২০. মো. ইকবাল হোসেন। আহ্বায়ক ১৮ (পূর্ব) ওয়ার্ড নিউমার্কেট থানা।
২১. মো. মাইনউদ্দিন। ঢাকা কলেজ ইউনিট সভাপতি ১৮ (পশ্চিম) ওয়ার্ড নিউমার্কেট থানা।
২২. লাভলু মোল্লা। সাবেক যুগ্ম আহ্বায়ক, রমনা থানা স্বেচ্ছাসেবক দল।
২৩. মো. জহির উদ্দিন। ২৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক নেতা লালবাগ থানা।
২৪। খান মনির। আহ্বায়ক নিউমার্কেট থানা স্বেচ্ছাসেবক দল।
২৫। শফিকুল ইসলাম রনি। সদস্য সচিব, শ্যামপুর থানা।
২৬। মো. নবী হোসেন। যুগ্ম আহ্বায়ক, ৭৪ নাম্বার ওয়ার্ড।
মন্তব্য করুন