শাপলা চত্বরে সমাবেশের অনুমতি না পেয়ে কমলাপুর থেকে নটর ডেম কলেজের সড়কে অবস্থান নিয়েছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। আজ শনিবার (২৮ অক্টোবর) সকালে জাতীয় পতাকা হাতে ও মাথায় বেঁধে রাস্তায় দলের নেতাকর্মীদের বসে থাকতে দেখা গেছে। সমাবেশের প্রস্তুতি হিসেবে লাগানো হচ্ছে মাইক। নেতাকর্মীরা জানান, তারা পুলিশি বাধা উপেক্ষা করে এই সড়কে সমাবেশ করবেন।
শনিবার বেলা ১১টার দিকে জামায়াত-শিবিরের হাজার হাজার নেতাকর্মীকে সরকারবিরোধী স্লোগান দিতে দেখা গেছে।
এদিকে শাপলা চত্বরে সমাবেশ ঠেকাতে মতিঝিলের চারপাশের সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ। সাধারণ মানুষসহ গণমাধ্যমকর্মীদের এই এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একাধিক গণমাধ্যমকর্মী দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের দুর্ব্যবহারের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মন্তব্য করুন