ঢাকায় শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, গুলিবর্ষণ এবং অসংখ্য নেতাকর্মীকে আটক ও আহত করার প্রতিবাদে আগামীকাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।
এদিকে আগামীকালের হরতালের সমর্থনে আজ শনিবার ঢাকায় পিকেটিং করেছে ছাত্রদল। ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম সুজনের নেতৃত্ব বিকেলে বিএনপির ডাকা হরতাল সমর্থনে পুলিশ ও ছাত্রলীগের সাথে লাগাতার পিকিটিংয়ের সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের, কেন্দ্রীয় সাবেক সহসভাপতি ইকতিয়ার কবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহভাপতি জুলকার নাইনসহ অসংখ্য নেতাকর্মী।
মন্তব্য করুন