কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
জিয়া পরিষদের বিবৃতি

বিএনপির মহাসমাবেশে সরকারের নির্দেশে তাণ্ডব চালিয়েছে পুলিশ

জিয়া পরিষদের লোগো
জিয়া পরিষদের লোগো

আরও একটি ভুয়া নির্বাচনের নীল নকশার ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের নির্দেশে বিএনপির মহাসমাবেশে পুলিশ ও আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা নৃশংস তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ করেছে জিয়া পরিষদ।

সংগঠনের চেয়ারম্যান বিএনপি ও চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মো. আবদুল কুদ্দুস, মহাসচিব অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন এবং সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল্লাহিল মাসুদ আজ সোমবার (৩০ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে বলেন, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে আওয়ামী লীগ, পুলিশ লীগ আগ্রাসী ও নৃশংস হামলা চালিয়ে আরো একটি নীল নকশার নির্বাচন বাস্তবায়নে অগ্রসর হচ্ছে।

নেতারা বলেন, ২৮ অক্টোবরের শান্তিপূর্ণ মহাসমাবেশে বিনা উসকানিতে পুলিশ ও আওয়ামী লীগের যৌথ মহড়ায় মুহুর্মুহু টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, হামলা চালিয়ে নেতাকর্মীদের উত্তেজিত করার ব্যর্থ চেষ্টা চালিয়েছে।

তারা বলেন, মহাসমাবেশ চলাকালে পুলিশের উপস্থিতিতে পুলিশের জন্য রিকুইজিশনকৃত বাসে ডিবির পোশাক পরিহিত লোক বাসে আগুন ধরিয়ে হোন্ডায় করে চলে যাওয়ার অভিযোগ করেছেন সেই বাসের ড্রাইভার। দেশি-বিদেশি সব গণমাধ্যম তা ফলাও করে প্রকাশ করেছে।

নেতারা বলেন, মহাসমাবেশে বক্তব্য প্রদানকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ কোনো নেতাই উসকানিমূলক বক্তব্য প্রদান করেননি। সব বক্তাই শান্তিপূর্ণ পরিবেশে মহাসমাবেশ শেষ করে নেতাকর্মীদের ঘরে ফিরে যাওয়ার নির্দেশনা দিয়েছিলেন।

তারা আরও বলেন, দেশের মানুষ ও আন্তর্জাতিক নেতারা কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট এই সরকারকে অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানালেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস পরাজয় নিশ্চিত উপলব্ধি করে বিএনপির মহাসমাবেশে হামলা চালিয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে আহত করেছে, লাঠি চার্জ করে যুবদলের কর্মী শামিমকে হত্যা করেছে।

তারা বলেন, একটি শান্তিপূর্ণ মহাসমাবেশে নিরীহ মানুষের ওপর টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সহিংসতার যে নজির স্থাপন করেছে তার তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি।

নেতারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদপত্র, নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষকরা ইতোমধ্যেই এই অপকর্মের জন্য সরকারের পেটোয়া বাহিনী ও পুলিশকে অভিযুক্ত করেছেন। নেতারা গণতন্ত্র প্রতিষ্ঠার এই চ্যালেঞ্জিং সংগ্রামে বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত সব কর্মসূচি বাস্তবায়নে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আন্দোলনে ফ্যাসিবাদীবিরোধী সব দল-মত শক্তিকে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার আহ্বান জানান।

নেতারা তথাকথিত অসত্য মিথ্যা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান। অবিলম্বে জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যুগ্ম মহাসচিব, মোয়াজ্জেম হোসেন আলালসহ সব নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবককে গুলি করে হত্যা

নিজ আসনের প্রার্থীকে পাকিস্তানি হানাদারদের চাইতে খারাপ বললেন কাদের সিদ্দিকী

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

‘ভোটের মাধ্যমে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোই হবে খালেদা জিয়ার আদর্শের প্রতি প্রকৃত সম্মান’

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, রোববার থেকে কার্যকর

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা সম্ভব : আমিনুল হক

তামিমকে ‘দালাল’ বলা পরিচালককে নোটিশ পাঠাল বিসিবি

আশুলিয়ায় বৈদ্যুতিক গ্রিডের ক্যাপাসিটর ব্যাংকে আগুন

ইরানের সেনাবাহিনীর ‘রেডলাইন’ ঘোষণা

১০

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ব্যাপক ক্যাম্পেইন চালাবে ডাকসু : সাদিক কায়েম

১১

তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে যা জানালেন জমিয়ত মহাসচিব

১২

ভারতীয় গণমাধ্যমের দাবি / বাংলাদেশ ইস্যুতে বড় চাপে জয় শাহ

১৩

জনগণের সেবায় নিয়োজিত থাকাই বিএনপির মূলনীতি : শামা ওবায়েদ

১৪

ঢাবি ক্যান্টিনের খাবারে পোকা, শিক্ষার্থীদের ক্ষোভ

১৫

ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু ইস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান

১৬

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ২০, আটক ১৩

১৭

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ নিয়ে আশার বার্তা

১৮

বিএনপিতে যোগ দিলেন ছাত্রশিবিরের সাবেক নেতা

১৯

বনশ্রী থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

২০
X